Ajker Patrika

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫ 

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২২, ১৪: ৪৪
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫ 

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। আজ শুক্রবার সকালে ঝিনাইদহ সদরের হাটগোপালপুর ও গোয়ালপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত কায়ুম ফকির (১৭) বরিশালের গৌরনদী উপজেলার বেজগাতী গ্রামের শহর আলী ফকিরের ছেলে। এ ঘটনায় আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের সাবস্টেশন কর্মকর্তা রউফ মোল্লা সড়ক দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। 

রউফ মোল্লা জানান, সকাল সাড়ে ৬টার দিকে একটি ট্রাক মাগুরা থেকে ঝিনাইদহের দিকে আসছিল। পথে হাটগোপালপুরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালকের সহযোগী কায়ুম ফকির মারা যান। 

অন্যদিকে সকাল ১০টার দিকে ঝিনাইদহ থেকে একটি বাস মাগুরার দিকে যাচ্ছিল। গোয়ালপাড়া বাজারে পৌঁছালে বাসটির চাকা ফেটে সামনে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসের যাত্রীসহ অন্তত ১৫ জন আহত হন। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত