Ajker Patrika

নিখোঁজের ৫ দিন পর বৃদ্ধের মৃতদেহ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি
নিখোঁজের ৫ দিন পর বৃদ্ধের মৃতদেহ উদ্ধার

নিখোঁজের পাঁচ দিন পর ঝিনাইদহে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সদর উপজেলার বোড়াই গ্রামের একটি পুকুর থেকে নজির মিয়ার (৭০) মরদেহ উদ্ধার করা হয়। নিহত নজির মিয়া হরিণাকুণ্ডু উপজেলার বাগছড়া গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।

এ ঘটনায় সাধুহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাজির উদ্দীন বলেন, ‘বৃহস্পতিবার সকালে বোড়াই গ্রামের একটি পুকুরে মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে এবং পরিবারের লোকজন নজির মিয়ার মৃতদেহ শনাক্ত করে। তিনি মানসিক ভারসাম্যহীন হতে পারে।’ 

নিহতের ছেলে মিলন মিয়া বলেন, ‘আমার বাবা মানসিক ভারসাম্যহীন ছিল। প্রায়ই তিনি বাড়ি থেকে কাউকে না বলে বেরিয়ে যেত এবং কয়েক দিন পর ফিরে আসতো। কিন্তু এবার আর জীবিত না, মৃত অবস্থায় পেলাম বাবাকে।’ 

মিলন মিয়া বলেন, গত শনিবার সকালে বাড়ি থেকে খাবার খেয়ে বের হন তিনি। এরপর আর তিনি ফিরে আসেনি। এভাবে কয়েক দিন খোঁজাখুঁজির পর পার্শ্ববর্তী কুষ্টিয়া জেলার মিরপুর থানায় অভিযোগ করা হয়। তাঁর খোঁজে এলাকায় মাইকিংও করা হয়। 

ঝিনাইদহ সদর থানার ভার প্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, মরদেহ উদ্ধারের বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। চলতে গিয়ে হয়তো পুকুরে পড়ে গিয়েছিলেন, পরে আর ওপরে উঠতে পারেননি। এ কারণে সেখানে তাঁর মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে সঠিক ঘটনা জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত