ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী ট্যাংকার সাগর নন্দিনী-২ থেকে তেল অপসারণের সময় ফের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ১০ পুলিশ সদস্যসহ ১৫ জন দগ্ধ হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় শহরের খেয়াঘাটে এ ঘটনা ঘটে। এর আগে শনিবার (১ জুলাই) বিকট শব্দে বিস্ফোরিত হয় সাগর নন্দিনী-২।
দমকল বাহিনীর ১২টি ইউনিট দীর্ঘ ১১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আজ (মঙ্গলবার) ভোর ৬টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা।
বিস্ফোরণের পর ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম ও পুলিশ সুপার আফরুজুল হক টুটুল সার্বিক বিষয়ে তদারকি করেন। ফলে নদী-তীরবর্তী বাসিন্দারা গৃহপালিত প্রাণী এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে স্টেডিয়ামসংলগ্ন প্রাইমারি স্কুল ও ফাজিল মাদ্রাসায় রাত্রি যাপন করেন।
আহত ১৫ জনকে ঝালকাঠি সদর হাসপাতালে নিলে গুরুতর আহত দুই পুলিশ সদস্যসহ তিনজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় পুলিশ সদস্যসহ দুজনকে ঢাকা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে প্রেরণ করে শের-ই বাংলা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। অপরজন বরিশালেই চিকিৎসাধীন। বাকি ১১ জন ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
জানা যায়, গত শনিবার (১ জুলাই) বিকট শব্দে বিস্ফোরিত হয় সাগর নন্দিনী-২। এতে দগ্ধ চারজন শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন। গতকাল সোমবার নিখোঁজ চারজনের মৃতদেহ ও ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়।
বিস্ফোরিত জাহাজে ডিজেল ও পেট্রল ছিল ১১ লাখ লিটার। গত রোববার প্রায় ৭ লাখ লিটার তেল অপসারণ করা হয়েছে। ওই স্থানে সাগর নন্দিনী-২ ও সাগর নন্দিনী-৪ নোঙর করা ছিল। গতকাল (সোমবার) বাকি তেল অপসারণ করার সময় এ বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণে শরীরের প্রায় ৬০ ভাগ দগ্ধ হওয়া আহত পুলিশ সদস্যরা হলেন ঝালকাঠি পুলিশ লাইনের কনস্টেবল শওকত জামিন (২৪) ও দীপ সমাদ্দার (২৫)। অপরজন সুকানী শরীফ আহমেদ (৩৫)। আহতদের মধ্যে কনস্টেবল শওকত জামিন (২৪) ও জাহাজের স্টাফ শরীফ আহমেদকে (৩৫) উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
আহত সাগর নন্দিনী-২ জাহাজের বাবুর্চি বেলাল হোসেন বলেন, ‘একটি পাম্প সচল করে ৪/৫ ঘণ্টা কাজ করা যায়। সেখানে অতিরিক্ত কাজ করার সময় পাম্প গরম হয়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়। আমি ছিলাম রান্নার কাজে, আগুন দেখেই নদীতে লাফিয়ে পড়ি। ওই সময়ে নৌবাহিনীর দুজন গোসল করতে ছিল। তাঁদের কোনো সন্ধান এখনো পাওয়া যাচ্ছে না।’
আহত এক পুলিশ সদস্য বলেন, ‘আমরা জাহাজের পাশেই ট্রলারে নিরাপত্তার দায়িত্বে ছিলাম। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হওয়ায় আমাদের ট্রলারের চালকও নদীতে লাফিয়ে পড়েন। আমরা মহাবিপদের মধ্যে পড়ে যাই। ট্রলারটিকেও সরাতে পারছিলাম না। আগুনের তাপ প্রচণ্ডভাবে আমাদের শরীরে লাগে। জীবন বাঁচাতে আমরাও যে যার মতো করে নদীতে লাফিয়ে পড়ি।’
ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মুহিতুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, সুগন্ধা নদীতে ফের বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত দগ্ধ ও আহত ১০ পুলিশ সদস্যসহ ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। বিস্ফোরণের ঘটনায় অগ্নিকাণ্ডে ঝালকাঠি, বরিশালসহ দমকল বাহিনীর ১২টি ইউনিট দীর্ঘ ১১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আজ (মঙ্গলবার) ভোর ৬টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পেরেছে।
তিনি আরও বলেন, ‘নদী-তীরবর্তী বাসিন্দাদের নিরাপত্তার জন্য রাতে শেখ রাসেল মিনি স্টেডিয়ামসংলগ্ন মসজিদবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছিল।’
জেলা সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সুগন্ধা নদীতে ফের বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত দগ্ধ ও আহত ১০ পুলিশ সদস্যসহ ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের চিকিৎসার জন্য সদর হাসপাতালে আলাদা ইউনিট চালু করে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।’
তিনি বলেন, এঁদের মধ্যে গুরুতর আহত দুই পুলিশ সদস্যসহ তিনজনকে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে প্রেরণ করা হয়েছে। বাকি ১২ জনকে ঝালকাঠি সদর হাসপাতালেই চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। রোগীদের সার্বিক চিকিৎসার বিষয়ে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমু এমপি মহোদয় সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন বলেও জানান সিভিল সার্জন।
আরও পড়ুন—
ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী ট্যাংকার সাগর নন্দিনী-২ থেকে তেল অপসারণের সময় ফের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ১০ পুলিশ সদস্যসহ ১৫ জন দগ্ধ হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় শহরের খেয়াঘাটে এ ঘটনা ঘটে। এর আগে শনিবার (১ জুলাই) বিকট শব্দে বিস্ফোরিত হয় সাগর নন্দিনী-২।
দমকল বাহিনীর ১২টি ইউনিট দীর্ঘ ১১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আজ (মঙ্গলবার) ভোর ৬টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা।
বিস্ফোরণের পর ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম ও পুলিশ সুপার আফরুজুল হক টুটুল সার্বিক বিষয়ে তদারকি করেন। ফলে নদী-তীরবর্তী বাসিন্দারা গৃহপালিত প্রাণী এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে স্টেডিয়ামসংলগ্ন প্রাইমারি স্কুল ও ফাজিল মাদ্রাসায় রাত্রি যাপন করেন।
আহত ১৫ জনকে ঝালকাঠি সদর হাসপাতালে নিলে গুরুতর আহত দুই পুলিশ সদস্যসহ তিনজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় পুলিশ সদস্যসহ দুজনকে ঢাকা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে প্রেরণ করে শের-ই বাংলা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। অপরজন বরিশালেই চিকিৎসাধীন। বাকি ১১ জন ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
জানা যায়, গত শনিবার (১ জুলাই) বিকট শব্দে বিস্ফোরিত হয় সাগর নন্দিনী-২। এতে দগ্ধ চারজন শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন। গতকাল সোমবার নিখোঁজ চারজনের মৃতদেহ ও ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়।
বিস্ফোরিত জাহাজে ডিজেল ও পেট্রল ছিল ১১ লাখ লিটার। গত রোববার প্রায় ৭ লাখ লিটার তেল অপসারণ করা হয়েছে। ওই স্থানে সাগর নন্দিনী-২ ও সাগর নন্দিনী-৪ নোঙর করা ছিল। গতকাল (সোমবার) বাকি তেল অপসারণ করার সময় এ বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণে শরীরের প্রায় ৬০ ভাগ দগ্ধ হওয়া আহত পুলিশ সদস্যরা হলেন ঝালকাঠি পুলিশ লাইনের কনস্টেবল শওকত জামিন (২৪) ও দীপ সমাদ্দার (২৫)। অপরজন সুকানী শরীফ আহমেদ (৩৫)। আহতদের মধ্যে কনস্টেবল শওকত জামিন (২৪) ও জাহাজের স্টাফ শরীফ আহমেদকে (৩৫) উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
আহত সাগর নন্দিনী-২ জাহাজের বাবুর্চি বেলাল হোসেন বলেন, ‘একটি পাম্প সচল করে ৪/৫ ঘণ্টা কাজ করা যায়। সেখানে অতিরিক্ত কাজ করার সময় পাম্প গরম হয়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়। আমি ছিলাম রান্নার কাজে, আগুন দেখেই নদীতে লাফিয়ে পড়ি। ওই সময়ে নৌবাহিনীর দুজন গোসল করতে ছিল। তাঁদের কোনো সন্ধান এখনো পাওয়া যাচ্ছে না।’
আহত এক পুলিশ সদস্য বলেন, ‘আমরা জাহাজের পাশেই ট্রলারে নিরাপত্তার দায়িত্বে ছিলাম। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হওয়ায় আমাদের ট্রলারের চালকও নদীতে লাফিয়ে পড়েন। আমরা মহাবিপদের মধ্যে পড়ে যাই। ট্রলারটিকেও সরাতে পারছিলাম না। আগুনের তাপ প্রচণ্ডভাবে আমাদের শরীরে লাগে। জীবন বাঁচাতে আমরাও যে যার মতো করে নদীতে লাফিয়ে পড়ি।’
ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মুহিতুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, সুগন্ধা নদীতে ফের বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত দগ্ধ ও আহত ১০ পুলিশ সদস্যসহ ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। বিস্ফোরণের ঘটনায় অগ্নিকাণ্ডে ঝালকাঠি, বরিশালসহ দমকল বাহিনীর ১২টি ইউনিট দীর্ঘ ১১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আজ (মঙ্গলবার) ভোর ৬টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পেরেছে।
তিনি আরও বলেন, ‘নদী-তীরবর্তী বাসিন্দাদের নিরাপত্তার জন্য রাতে শেখ রাসেল মিনি স্টেডিয়ামসংলগ্ন মসজিদবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছিল।’
জেলা সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সুগন্ধা নদীতে ফের বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত দগ্ধ ও আহত ১০ পুলিশ সদস্যসহ ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের চিকিৎসার জন্য সদর হাসপাতালে আলাদা ইউনিট চালু করে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।’
তিনি বলেন, এঁদের মধ্যে গুরুতর আহত দুই পুলিশ সদস্যসহ তিনজনকে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে প্রেরণ করা হয়েছে। বাকি ১২ জনকে ঝালকাঠি সদর হাসপাতালেই চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। রোগীদের সার্বিক চিকিৎসার বিষয়ে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমু এমপি মহোদয় সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন বলেও জানান সিভিল সার্জন।
আরও পড়ুন—
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে