কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার সাতানি থেকে আওরাবুনিয়া বাজারে যাওয়ার সংযোগ সড়কের আয়রন ব্রিজটি পাথর ভর্তি ট্রলিসহ ভেঙে খালে পড়ে গেছে। গতকাল রোববার সকালে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের চৌধুরিহিস্যা নামক স্থানে এ ঘটনা ঘটে।
এতে ওই ইউনিয়নের দুটি গ্রামের সড়ক পথের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে হাজারো মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভেঙে যাওয়া ব্রিজটি দ্রুত সংস্কারের জন্য দাবি জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ ছিল। রোববার সকালে পাথর ভর্তি একটি ট্রলি ব্রিজে উঠলে ব্রিজটি ভেঙে ট্রলিসহ খালে পড়ে যায়। তবে এ সময় কোন হতাহতের ঘটনা ঘটেনি। ব্রিজটি সাতানি থেকে আওরাবুনিয়া সড়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আওরাবুনিয়া এলাকার বাসিন্দা সজল মাহমুদ সামির বলেন, ব্রিজটি ভেঙে যাওয়ায় সাতানি থেকে আওরাবুনিয়া যাওয়ার যোগাযোগ বন্ধ হয়ে গেছে। প্রতিদিন এই সড়ক দিয়ে হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচল করে। ব্রিজটি ভেঙে যাওয়ায় এই পথ দিয়ে কোন যানবাহন চলাচল করতে পারছে না।
স্থানীয় আরেক বাসিন্দা মনোজ হালদার বলেন, এই সড়ক ব্যতীত সাতানী থেকে আওরাবুনিয়া যাওয়ার কোন সুব্যবস্থা নেই। তাই এখন মানুষের দুর্ভোগের শেষ নেই। আমাদের দাবি কর্তৃপক্ষ যেন খুব দ্রুত ব্রিজটি সংস্কার অথবা নতুন একটি ব্রিজ নির্মাণের ব্যবস্থা করবেন। যাতে এই এলাকার মানুষের দুর্ভোগ লাঘব হয়।
আওরাবুনিয়া ইউপি চেয়ারম্যান মো. মিঠু সিকদার বলেন, ব্রিজটি ভেঙে যাওয়ায় মানুষ ও যানবাহন চলাচলে দুর্ভোগের সৃষ্টি হয়েছে। কোন গাড়ি ও যানবাহন চলাচল করতে পারছে না। এ বিষয়ে আমি জেলা ও উপজেলা প্রকৌশলীকে জানিয়েছি। তাদের আসার কথা রয়েছে।
চেয়ারম্যান আরও বলেন, ‘বর্তমানে মানুষের চলাচলের জন্য ব্রিজের পাশ দিয়ে একটি সাঁকোর ব্যবস্থা করে দিয়েছি। এর আগেও আমি এই ঝুঁকিপূর্ণ ব্রিজটি মেরামত করে দিয়েছি। কিন্তু বর্তমানে এমনভাবে ভেঙেছে যে মেরামত করা সম্ভব নয়।’
উপজেলা প্রকৌশলী সাদ জাগলুল ফারুক বলেন, ‘ব্রিজটি ঝুঁকিপূর্ণ ছিল। নতুন ব্রিজ নির্মাণের জন্য আমরা প্রস্তাবও পাঠিয়েছিলাম। ব্রিজটি ভেঙে যাওয়ায় মানুষের চলাচলের জন্য ব্যবস্থা করা হচ্ছে।’
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার সাতানি থেকে আওরাবুনিয়া বাজারে যাওয়ার সংযোগ সড়কের আয়রন ব্রিজটি পাথর ভর্তি ট্রলিসহ ভেঙে খালে পড়ে গেছে। গতকাল রোববার সকালে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের চৌধুরিহিস্যা নামক স্থানে এ ঘটনা ঘটে।
এতে ওই ইউনিয়নের দুটি গ্রামের সড়ক পথের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে হাজারো মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভেঙে যাওয়া ব্রিজটি দ্রুত সংস্কারের জন্য দাবি জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ ছিল। রোববার সকালে পাথর ভর্তি একটি ট্রলি ব্রিজে উঠলে ব্রিজটি ভেঙে ট্রলিসহ খালে পড়ে যায়। তবে এ সময় কোন হতাহতের ঘটনা ঘটেনি। ব্রিজটি সাতানি থেকে আওরাবুনিয়া সড়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আওরাবুনিয়া এলাকার বাসিন্দা সজল মাহমুদ সামির বলেন, ব্রিজটি ভেঙে যাওয়ায় সাতানি থেকে আওরাবুনিয়া যাওয়ার যোগাযোগ বন্ধ হয়ে গেছে। প্রতিদিন এই সড়ক দিয়ে হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচল করে। ব্রিজটি ভেঙে যাওয়ায় এই পথ দিয়ে কোন যানবাহন চলাচল করতে পারছে না।
স্থানীয় আরেক বাসিন্দা মনোজ হালদার বলেন, এই সড়ক ব্যতীত সাতানী থেকে আওরাবুনিয়া যাওয়ার কোন সুব্যবস্থা নেই। তাই এখন মানুষের দুর্ভোগের শেষ নেই। আমাদের দাবি কর্তৃপক্ষ যেন খুব দ্রুত ব্রিজটি সংস্কার অথবা নতুন একটি ব্রিজ নির্মাণের ব্যবস্থা করবেন। যাতে এই এলাকার মানুষের দুর্ভোগ লাঘব হয়।
আওরাবুনিয়া ইউপি চেয়ারম্যান মো. মিঠু সিকদার বলেন, ব্রিজটি ভেঙে যাওয়ায় মানুষ ও যানবাহন চলাচলে দুর্ভোগের সৃষ্টি হয়েছে। কোন গাড়ি ও যানবাহন চলাচল করতে পারছে না। এ বিষয়ে আমি জেলা ও উপজেলা প্রকৌশলীকে জানিয়েছি। তাদের আসার কথা রয়েছে।
চেয়ারম্যান আরও বলেন, ‘বর্তমানে মানুষের চলাচলের জন্য ব্রিজের পাশ দিয়ে একটি সাঁকোর ব্যবস্থা করে দিয়েছি। এর আগেও আমি এই ঝুঁকিপূর্ণ ব্রিজটি মেরামত করে দিয়েছি। কিন্তু বর্তমানে এমনভাবে ভেঙেছে যে মেরামত করা সম্ভব নয়।’
উপজেলা প্রকৌশলী সাদ জাগলুল ফারুক বলেন, ‘ব্রিজটি ঝুঁকিপূর্ণ ছিল। নতুন ব্রিজ নির্মাণের জন্য আমরা প্রস্তাবও পাঠিয়েছিলাম। ব্রিজটি ভেঙে যাওয়ায় মানুষের চলাচলের জন্য ব্যবস্থা করা হচ্ছে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে