যশোর প্রতিনিধি
শিক্ষার্থী হত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিক্ষোভ সমাবেশ চলছে। আজ শনিবার শহরের পালবাড়ী মোড়ে বিক্ষোভ সমাবেশে ছাত্র, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের মানুষের ঢল নামে।
এ সময় ‘এক দফা এক দাবি–শেখ হাসিনার পদত্যাগ’ স্লোগানে স্লোগানে মুখরিত করে আন্দোলনকারীরা। মিছিল চলাকালে রাস্তার দুই ধারের সাধারণ মানুষ তাদের করতালি দিয়ে স্বাগত জানায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুর ১২টার দিকে শহরে বিশাল বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। বৃষ্টি উপেক্ষা করে এ বিক্ষোভে শত শত অভিভাবক, বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন।
এর আগে সকাল থেকে পালবাড়ী মোড়ে জড়ো হয় যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এরপর সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ধর্মতলা, খোলাডাঙ্গা হয়ে চাঁচড়া তিন রাস্তার মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নেয়।
মিছিল শুরুর আগে বৃষ্টি শুরু হলেও বন্ধ হয়নি শিক্ষার্থীদের অবস্থান। বৃষ্টি উপেক্ষা করে ব্যানার, ফেস্টুন নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে এগিয়ে যায় ১০ সহস্রাধিক মানুষের মিছিলটি।
এ সময় বৃষ্টি উপেক্ষা করে শত শত অভিভাবক, বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেয়। পরে বিশাল গণজমায়েতে সংগঠকদের পক্ষ থেকে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাশেদ খান, ইমরান খান প্রমুখ।
অপর দিকে, সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চারজন সাংবাদিকসহ ছাত্র-জনতা হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সাংবাদিক ইউনিয়ন–যশোর। এদিন দুপুরে প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
সাংবাদিক ইউনিয়ন–যশোরের সভাপতি আকরামুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান, বিএফইউজের সাবেক সহকারী মহাসচিব নূর ইসলাম, লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু প্রমুখ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস এম ফরহাদ।
শিক্ষার্থী হত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিক্ষোভ সমাবেশ চলছে। আজ শনিবার শহরের পালবাড়ী মোড়ে বিক্ষোভ সমাবেশে ছাত্র, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের মানুষের ঢল নামে।
এ সময় ‘এক দফা এক দাবি–শেখ হাসিনার পদত্যাগ’ স্লোগানে স্লোগানে মুখরিত করে আন্দোলনকারীরা। মিছিল চলাকালে রাস্তার দুই ধারের সাধারণ মানুষ তাদের করতালি দিয়ে স্বাগত জানায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুর ১২টার দিকে শহরে বিশাল বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। বৃষ্টি উপেক্ষা করে এ বিক্ষোভে শত শত অভিভাবক, বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন।
এর আগে সকাল থেকে পালবাড়ী মোড়ে জড়ো হয় যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এরপর সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ধর্মতলা, খোলাডাঙ্গা হয়ে চাঁচড়া তিন রাস্তার মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নেয়।
মিছিল শুরুর আগে বৃষ্টি শুরু হলেও বন্ধ হয়নি শিক্ষার্থীদের অবস্থান। বৃষ্টি উপেক্ষা করে ব্যানার, ফেস্টুন নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে এগিয়ে যায় ১০ সহস্রাধিক মানুষের মিছিলটি।
এ সময় বৃষ্টি উপেক্ষা করে শত শত অভিভাবক, বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেয়। পরে বিশাল গণজমায়েতে সংগঠকদের পক্ষ থেকে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাশেদ খান, ইমরান খান প্রমুখ।
অপর দিকে, সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চারজন সাংবাদিকসহ ছাত্র-জনতা হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সাংবাদিক ইউনিয়ন–যশোর। এদিন দুপুরে প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
সাংবাদিক ইউনিয়ন–যশোরের সভাপতি আকরামুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান, বিএফইউজের সাবেক সহকারী মহাসচিব নূর ইসলাম, লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু প্রমুখ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস এম ফরহাদ।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫