বেনাপোল (যশোর) প্রতিনিধি
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে কোরবানির পশুর চামড়া পাচার ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি বন্দর থানা-পুলিশকেও কোরবানির পশুর চামড়া পাচার করতে পারে, সন্দেহভাজন এমন ব্যক্তিদের তালিকা করে তাঁদের ওপর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
কোরবানি ঈদের দিন থেকে যত দিন পর্যন্ত পাচারের সম্ভাবনা থাকবে তত দিন পর্যন্ত বাড়তি নিরাপত্তা থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
জানা গেছে, গত বছরের মতো এবারও পশুর চামড়ার মূল্য কম। গতবার কেনা দামেও ব্যবসায়ীরা চামড়া বিক্রি করতে পারেনি। সরকারি দামেও সাড়া মেলেনি। অপর দিকে ভারতে চামড়ার দাম বেশি হওয়া পাচারের শঙ্কা থেকে যায়। এতে বিজিবি প্রতিবছরই পাচারের ঝুঁকি এড়াতে বাড়তি সতর্ক অবস্থান নেয়।
স্থানীয় চামড়া বিক্রেতা রফিক মিয়া জানান, পাঁচ মণ ওজনের গরুর চামড়া বর্তমানে ২০০ থেকে ৩০০ টাকা এবং ১০ মণ ওজনের গরুর চামড়া ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া বড় ছাগলের প্রতিটি চামড়ার মূল্য ৪০ টাকা ছোট ২০ টাকায় বিক্রি হচ্ছে।
অপর দিকে, ভারতের পশ্চিমবঙ্গে পাঁচ মণ ওজনের গরুর চামড়া ৫০০ থেকে ৬০০ রুপি এবং ১০ মণ ওজনের গরুর চামড়া প্রতিটি ৭০০ থেকে এক হাজার রুপি পর্যন্ত বিক্রি হচ্ছে বলে জানা গেছে।
বেনাপোল লতিফা ইয়াসিন এতিম খানার শিক্ষক মাওলানা আজিজুর রহমান বলেন, এলাকার মানুষ তাঁদের কোরবানির পশুর চামড়া দান করে থাকেন। কিন্তু এবার চামড়ার দাম খুবই কম।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ‘কোরবানির পশুর চামড়া আমাদের দেশের সম্পদ। এই সম্পদ যাতে কোনোভাবেই সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে পাচার না হয়, সে জন্য বেনাপোলের বিভিন্ন সীমান্ত এলাকায় ঈদের দিন সকাল থেকেই বাড়তি নিরাপত্তা ও সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।’
বেনাপোলের যেসব সীমান্ত দিয়ে চামড়া পাচারের ঝুঁকি থাকে সেগুলো হলো বেনাপোল, গাতীপাড়া, সাদিপুর, রঘুনাথপুর, ঘিবা, ধান্যখোলা, কাশিপুর, শিকারপুর, শালকোনা, আন্দুলিয়া, হিজলী, মাসিলা, শাহজাতপুর, বর্ণি, দৌলতপুর, পুটখালী, গোগা, কায়বা, অগ্রভুলোট, পাঁচভূলট ও রুদ্রপুর সীমান্ত।
বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, ‘বেনাপোল সীমান্ত দিয়ে কারা কোরবানি পশুর চামড়া পাচার করতে পারেন, সন্দেহভাজন এমন ব্যক্তিদের তালিকা করে তাঁদের ওপর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।’
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে কোরবানির পশুর চামড়া পাচার ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি বন্দর থানা-পুলিশকেও কোরবানির পশুর চামড়া পাচার করতে পারে, সন্দেহভাজন এমন ব্যক্তিদের তালিকা করে তাঁদের ওপর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
কোরবানি ঈদের দিন থেকে যত দিন পর্যন্ত পাচারের সম্ভাবনা থাকবে তত দিন পর্যন্ত বাড়তি নিরাপত্তা থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
জানা গেছে, গত বছরের মতো এবারও পশুর চামড়ার মূল্য কম। গতবার কেনা দামেও ব্যবসায়ীরা চামড়া বিক্রি করতে পারেনি। সরকারি দামেও সাড়া মেলেনি। অপর দিকে ভারতে চামড়ার দাম বেশি হওয়া পাচারের শঙ্কা থেকে যায়। এতে বিজিবি প্রতিবছরই পাচারের ঝুঁকি এড়াতে বাড়তি সতর্ক অবস্থান নেয়।
স্থানীয় চামড়া বিক্রেতা রফিক মিয়া জানান, পাঁচ মণ ওজনের গরুর চামড়া বর্তমানে ২০০ থেকে ৩০০ টাকা এবং ১০ মণ ওজনের গরুর চামড়া ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া বড় ছাগলের প্রতিটি চামড়ার মূল্য ৪০ টাকা ছোট ২০ টাকায় বিক্রি হচ্ছে।
অপর দিকে, ভারতের পশ্চিমবঙ্গে পাঁচ মণ ওজনের গরুর চামড়া ৫০০ থেকে ৬০০ রুপি এবং ১০ মণ ওজনের গরুর চামড়া প্রতিটি ৭০০ থেকে এক হাজার রুপি পর্যন্ত বিক্রি হচ্ছে বলে জানা গেছে।
বেনাপোল লতিফা ইয়াসিন এতিম খানার শিক্ষক মাওলানা আজিজুর রহমান বলেন, এলাকার মানুষ তাঁদের কোরবানির পশুর চামড়া দান করে থাকেন। কিন্তু এবার চামড়ার দাম খুবই কম।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ‘কোরবানির পশুর চামড়া আমাদের দেশের সম্পদ। এই সম্পদ যাতে কোনোভাবেই সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে পাচার না হয়, সে জন্য বেনাপোলের বিভিন্ন সীমান্ত এলাকায় ঈদের দিন সকাল থেকেই বাড়তি নিরাপত্তা ও সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।’
বেনাপোলের যেসব সীমান্ত দিয়ে চামড়া পাচারের ঝুঁকি থাকে সেগুলো হলো বেনাপোল, গাতীপাড়া, সাদিপুর, রঘুনাথপুর, ঘিবা, ধান্যখোলা, কাশিপুর, শিকারপুর, শালকোনা, আন্দুলিয়া, হিজলী, মাসিলা, শাহজাতপুর, বর্ণি, দৌলতপুর, পুটখালী, গোগা, কায়বা, অগ্রভুলোট, পাঁচভূলট ও রুদ্রপুর সীমান্ত।
বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, ‘বেনাপোল সীমান্ত দিয়ে কারা কোরবানি পশুর চামড়া পাচার করতে পারেন, সন্দেহভাজন এমন ব্যক্তিদের তালিকা করে তাঁদের ওপর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে