চৌগাছা (যশোরে) প্রতিনিধি
যশোরের বাঘারপাড়া উপজেলায় বিয়ের চার দিন পর বিথি খাতুন (২০) নামে এক তরুণী গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বিথির পরিবারের দাবি, ছেলেকে অন্যখানে বিয়ে দেওয়ার জন্য বিথিকে শ্বাসরোধে হত্যা করেছেন শ্বশুরবাড়ির লোকজন। তবে স্বামীর পরিবারের দাবি, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বিথি।
গতকাল বুধবার ভোরে বাঘারপাড়া উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মৃত বিথি খাতুন ওই উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুল্লাহর স্ত্রী এবং যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে।
মৃত বিথির বাবা বিল্লাল হোসেন জানান, চার মাস আগে মোবাইল ফোনের মাধ্যমে আব্দুল্লাহর সঙ্গে পরিচয় হয় বিথির। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। গত ১৪ এপ্রিল (বৃহস্পতিবার) বিথি পয়লা বৈশাখের অনুষ্ঠান দেখার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আব্দুল্লাহর বাড়িতে গিয়ে ওঠেন। সেখানে আব্দুল্লাহর পরিবারের উপস্থিতিতে তাঁদের বিয়ে হয়। পরে বিয়ের বিষয়টি তাঁর পরিবারকে জানানো হয়।
বিয়ের পর থেকেই ছেলের পরিবার তাঁর মেয়েকে অপছন্দ করতে শুরু করে। শুরু হয় বিথির ওপর মানসিক নির্যাতন। গতকাল বুধবার মেয়ে ও জামাইয়ের তাঁর বাড়িতে আসার কথা ছিল। কিন্তু ভোররাতে শ্বশুরবাড়ির লোকজন বিল্লাল হোসেনকে ফোন করে জানান, তাঁর মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বিল্লাল হোসেনের অভিযোগ, তাঁর মেয়ে আত্মহত্যা করেননি। ছেলের পরিবারের লোকজন যৌতুক নিয়ে তাঁকে অন্যত্র বিয়ে দেওয়ার জন্য বিথিকে শ্বাসরোধে হত্যা করেছেন।
তবে বিথির স্বামী আব্দুল্লাহ বলেন, মঙ্গলবার রাতে সাহরি খাওয়ার সময় উঠে তিনি স্ত্রীকে বিছানায় দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন। এরপর পাশের ঘরে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যদের জানান।
বিথির স্বামী জানান, বুধবার তাঁর শ্বশুরবাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু তিনি দুই দিন পরে যেতে চেয়েছিলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে রাতে বিরোধ হয়। ওই বিরোধের জের ধরে তাঁর স্ত্রী আত্মহত্যা করেছেন বলে জানান তিনি।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন জানান, মৃত বিথির বাবা হত্যার অভিযোগ করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
যশোরের বাঘারপাড়া উপজেলায় বিয়ের চার দিন পর বিথি খাতুন (২০) নামে এক তরুণী গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বিথির পরিবারের দাবি, ছেলেকে অন্যখানে বিয়ে দেওয়ার জন্য বিথিকে শ্বাসরোধে হত্যা করেছেন শ্বশুরবাড়ির লোকজন। তবে স্বামীর পরিবারের দাবি, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বিথি।
গতকাল বুধবার ভোরে বাঘারপাড়া উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মৃত বিথি খাতুন ওই উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুল্লাহর স্ত্রী এবং যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে।
মৃত বিথির বাবা বিল্লাল হোসেন জানান, চার মাস আগে মোবাইল ফোনের মাধ্যমে আব্দুল্লাহর সঙ্গে পরিচয় হয় বিথির। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। গত ১৪ এপ্রিল (বৃহস্পতিবার) বিথি পয়লা বৈশাখের অনুষ্ঠান দেখার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আব্দুল্লাহর বাড়িতে গিয়ে ওঠেন। সেখানে আব্দুল্লাহর পরিবারের উপস্থিতিতে তাঁদের বিয়ে হয়। পরে বিয়ের বিষয়টি তাঁর পরিবারকে জানানো হয়।
বিয়ের পর থেকেই ছেলের পরিবার তাঁর মেয়েকে অপছন্দ করতে শুরু করে। শুরু হয় বিথির ওপর মানসিক নির্যাতন। গতকাল বুধবার মেয়ে ও জামাইয়ের তাঁর বাড়িতে আসার কথা ছিল। কিন্তু ভোররাতে শ্বশুরবাড়ির লোকজন বিল্লাল হোসেনকে ফোন করে জানান, তাঁর মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বিল্লাল হোসেনের অভিযোগ, তাঁর মেয়ে আত্মহত্যা করেননি। ছেলের পরিবারের লোকজন যৌতুক নিয়ে তাঁকে অন্যত্র বিয়ে দেওয়ার জন্য বিথিকে শ্বাসরোধে হত্যা করেছেন।
তবে বিথির স্বামী আব্দুল্লাহ বলেন, মঙ্গলবার রাতে সাহরি খাওয়ার সময় উঠে তিনি স্ত্রীকে বিছানায় দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন। এরপর পাশের ঘরে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যদের জানান।
বিথির স্বামী জানান, বুধবার তাঁর শ্বশুরবাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু তিনি দুই দিন পরে যেতে চেয়েছিলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে রাতে বিরোধ হয়। ওই বিরোধের জের ধরে তাঁর স্ত্রী আত্মহত্যা করেছেন বলে জানান তিনি।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন জানান, মৃত বিথির বাবা হত্যার অভিযোগ করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫