ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
চারপাশে বেগুন, বাঁধাকপি, ফুলকপি আর পটলের খেত। মাঝখানে একটি বোরো ধানের বীজতলা। পলিথিন দিয়ে ঢাকা বীজতলাসহ জমিগুলো অপেক্ষাকৃত উঁচু হওয়ায় খেতগুলো শুকনো। বীজতলাটিও শুকনো। তবে বোরোধানের বীজতলা শুকনো অনেকটা অবাক করার মতো ব্যাপার। অবাক হলেও বিষয়টি বাস্তব। এমনটি দেখা গেছে যশোরের ঝিকরগাছার বোধখানা গ্রামের মাঠে। এটা হলো শুকনো ও আদর্শ বীজতলা।
এ অঞ্চলে দিন দিন শুকনো ও আদর্শ বীজতলা জনপ্রিয় হয়ে উঠেছে। কয়েক বছরে শুকনো ও আদর্শ বীজতলার সংখ্যা বেড়েছে বহুগুণ। লাভবান হওয়ায় আগামীতে এই পদ্ধতিতে উপজেলার সকল কৃষক বীজতলা করবেন বলে আশা করছে কৃষি কার্যালয়।
বোরো-ইরি চাষের জন্য চলতি মৌসুমে শুকনো ও আদর্শ বীজতলা করেছেন উপজেলার বোধখানা ব্লকের বোধখানা ও বারবাকপুর গ্রামের অন্তত ১০ জন কৃষক।
কয়েক বছর আগে কয়েকজন কৃষক এই পদ্ধতিতে বীজতলা করে লাভবান হওয়ায় তা দিনদিন বাড়ছে। বোধখানা গ্রামের বেলেমাঠপাড়ার কৃষক মো. সফিকুল ইসলাম বলেন, ‘উপসহকারী কৃষি কর্মকর্তা আইয়ুব হোসেনের পরামর্শে শুকনো ও আদর্শ বীজতলা করেছি। ডাঙ্গা জমিতে এ শুকনো বীজতলা করেছি। খরচ কম, অপেক্ষাকৃত রোগব্যাধিও কম হয়। কুয়াশা ও শৈত্য প্রবাহে বীজতলার ক্ষতি হয় না। ২০ দিন বয়স হলে পাতা (চারা) লাগানো যায়।’
একই গ্রামের ওসমান গণী, শাহজান কবীর, শফিকুল ইসলাম (দক্ষিণপাড়া) শুকনো বীজতলা করেছেন। ওসমান গণী বলেন, এক মিটার চওড়া ১০ মিটার লম্বা (সুবিধা মতো) বেড করে চারপাশে চলাফেরা ও আলো-বাতাস প্রবাহের জায়গাসহ পানি দেওয়ার জন্য নালা রাখতে হয় আদর্শ বীজতলায়। এক শতক জমিতে আদর্শ বীজতলা করতে ৩-৪ কেজি বীজ লাগে। প্রচলিত পদ্ধতিতে বীজতলা করতে তার চেয়ে বেশি বীজ লাগে।
কৃষি কার্যালয় জানায়, শুকনো বীজতলা তৈরির জন্য শুকনো বেডে (হালকা রস বা জো ওয়ালা) কলানো বীজ ধান ছিটিয়ে জৈব সার দিয়ে সাদা পলিথিনে ঢেকে দিতে হবে। মাঝে মধ্যে পলিথিন উঠিয়ে বেড যদি বেশি শুকনো লাগে, তাহলে ঝাঝরি দিয়ে অল্প পরিমাণে পানি দিতে হবে। তবে পলিথিন ঘেমে প্রয়োজনীয় পানি বেডে পড়বে। এর ফলে অতিরিক্ত পানি দেওয়া লাগে না। পলিথিনে ঢাকা থাকায় শুকনো বীজতলায় রোগব্যাধি, পোকামাকড়ের আক্রমণ, শৈত্য প্রবাহ ও কুয়াশায় ক্ষতি হয় না।
এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন পলাশ বলেন, শুকনো ও আদর্শ বীজতলার খরচ এবং ঝুঁকি কম। শুকনো বীজতলা পলিথিনে ঢাকা থাকায় তাপমাত্রা নিয়ন্ত্রণের ফলে সঠিক সময়ে সুস্থ সবল চারা পাওয়া সম্ভব। কৃষক এতে লাভবান হওয়ায় দিনদিন এসব বীজতলার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে।
চারপাশে বেগুন, বাঁধাকপি, ফুলকপি আর পটলের খেত। মাঝখানে একটি বোরো ধানের বীজতলা। পলিথিন দিয়ে ঢাকা বীজতলাসহ জমিগুলো অপেক্ষাকৃত উঁচু হওয়ায় খেতগুলো শুকনো। বীজতলাটিও শুকনো। তবে বোরোধানের বীজতলা শুকনো অনেকটা অবাক করার মতো ব্যাপার। অবাক হলেও বিষয়টি বাস্তব। এমনটি দেখা গেছে যশোরের ঝিকরগাছার বোধখানা গ্রামের মাঠে। এটা হলো শুকনো ও আদর্শ বীজতলা।
এ অঞ্চলে দিন দিন শুকনো ও আদর্শ বীজতলা জনপ্রিয় হয়ে উঠেছে। কয়েক বছরে শুকনো ও আদর্শ বীজতলার সংখ্যা বেড়েছে বহুগুণ। লাভবান হওয়ায় আগামীতে এই পদ্ধতিতে উপজেলার সকল কৃষক বীজতলা করবেন বলে আশা করছে কৃষি কার্যালয়।
বোরো-ইরি চাষের জন্য চলতি মৌসুমে শুকনো ও আদর্শ বীজতলা করেছেন উপজেলার বোধখানা ব্লকের বোধখানা ও বারবাকপুর গ্রামের অন্তত ১০ জন কৃষক।
কয়েক বছর আগে কয়েকজন কৃষক এই পদ্ধতিতে বীজতলা করে লাভবান হওয়ায় তা দিনদিন বাড়ছে। বোধখানা গ্রামের বেলেমাঠপাড়ার কৃষক মো. সফিকুল ইসলাম বলেন, ‘উপসহকারী কৃষি কর্মকর্তা আইয়ুব হোসেনের পরামর্শে শুকনো ও আদর্শ বীজতলা করেছি। ডাঙ্গা জমিতে এ শুকনো বীজতলা করেছি। খরচ কম, অপেক্ষাকৃত রোগব্যাধিও কম হয়। কুয়াশা ও শৈত্য প্রবাহে বীজতলার ক্ষতি হয় না। ২০ দিন বয়স হলে পাতা (চারা) লাগানো যায়।’
একই গ্রামের ওসমান গণী, শাহজান কবীর, শফিকুল ইসলাম (দক্ষিণপাড়া) শুকনো বীজতলা করেছেন। ওসমান গণী বলেন, এক মিটার চওড়া ১০ মিটার লম্বা (সুবিধা মতো) বেড করে চারপাশে চলাফেরা ও আলো-বাতাস প্রবাহের জায়গাসহ পানি দেওয়ার জন্য নালা রাখতে হয় আদর্শ বীজতলায়। এক শতক জমিতে আদর্শ বীজতলা করতে ৩-৪ কেজি বীজ লাগে। প্রচলিত পদ্ধতিতে বীজতলা করতে তার চেয়ে বেশি বীজ লাগে।
কৃষি কার্যালয় জানায়, শুকনো বীজতলা তৈরির জন্য শুকনো বেডে (হালকা রস বা জো ওয়ালা) কলানো বীজ ধান ছিটিয়ে জৈব সার দিয়ে সাদা পলিথিনে ঢেকে দিতে হবে। মাঝে মধ্যে পলিথিন উঠিয়ে বেড যদি বেশি শুকনো লাগে, তাহলে ঝাঝরি দিয়ে অল্প পরিমাণে পানি দিতে হবে। তবে পলিথিন ঘেমে প্রয়োজনীয় পানি বেডে পড়বে। এর ফলে অতিরিক্ত পানি দেওয়া লাগে না। পলিথিনে ঢাকা থাকায় শুকনো বীজতলায় রোগব্যাধি, পোকামাকড়ের আক্রমণ, শৈত্য প্রবাহ ও কুয়াশায় ক্ষতি হয় না।
এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন পলাশ বলেন, শুকনো ও আদর্শ বীজতলার খরচ এবং ঝুঁকি কম। শুকনো বীজতলা পলিথিনে ঢাকা থাকায় তাপমাত্রা নিয়ন্ত্রণের ফলে সঠিক সময়ে সুস্থ সবল চারা পাওয়া সম্ভব। কৃষক এতে লাভবান হওয়ায় দিনদিন এসব বীজতলার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে