যশোরের অভয়নগর
অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় কয়লা ডাম্পিং অব্যাহত রয়েছে। এতে ফুঁসে উঠেছেন অভিভাবকসহ সচেতন এলাকাবাসী। এর প্রতিকার চেয়ে যশোরের জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরে গণ পিটিশন দাখিল করা হয়েছে।
এলাকাবাসী ও অভিভাবকদের অভিযোগে জানা যায়, নওয়াপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আলীপুরে যশোর-খুলনা মহাসড়কের পাশে একটি কয়লা রাখার ডাম্প গড়ে উঠেছে। আব্দুর রহিম নামের এক ব্যক্তি ওই জায়গায় কয়লার ডাম্প করার জন্য আইআরএস ইন্টারন্যাশনাল লিমিটেডকে ভাড়া দেন। দিনরাত খোলা জায়গায় কয়লা ডাম্পিং করে সেখান থেকে বিক্রি করছে প্রতিষ্ঠানটি। এর পাশে রয়েছে দারুল কোরআন মাদ্রাসা, মসজিদসহ অসংখ্য বাড়িঘর। কয়লার ধুলাবালুতে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে মাদ্রাসার শিশু শিক্ষার্থীরা। এ ছাড়া আবাসিক এলাকায় কয়লা মজুত করায় স্থানীয় বাসিন্দারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এমনকি মরে যাচ্ছে গাছপালা।
কয়লা ডাম্পিং নীতিমালায় রয়েছে, চারদিকে প্রাচীর দিয়ে ওপরে ছাউনির মাধ্যমে কয়লা ডাম্পিং করতে হবে। তা ছাড়া আবাসিক বা শিক্ষাপ্রতিষ্ঠান থাকা এলাকায় কয়লা ডাম্পিং করা যাবে না। সেই নীতিমালা না মেনে নওয়াপাড়া পৌরসভার আলীপুরে চলছে কয়লা ডাম্পিং কার্যক্রম। স্বাস্থ্যঝুঁকিতে থাকা শিশু শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর পক্ষ থেকে কয়লার ডাম্প সরিয়ে নেওয়ার দাবিতে গত বুধবার মানববন্ধন করা হয়।
প্রতিকার চেয়ে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে লিখিত গণ পিটিশন দাখিল করা হয়।
এর পরিপ্রেক্ষিতে ইউএনও পার্থ প্রতিম শীল জমির মালিক আব্দুর রহিমকে সেখানে কয়লা ডাম্পিং বন্ধ করার নির্দেশ দেন এবং সাত দিনের মধ্যে পরিবেশ অধিদপ্তরের অনুমতিপত্র আনতে বলেন। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রশাসনের নির্দেশ অমান্য করে সেখানে আরও বড় পরিসরে কয়লা মজুত করা হচ্ছে। কয়লার স্তূপের পাশে লাগানো হয়েছে সাইনবোর্ড। এলাকাবাসী বলছেন, আইনের প্রতি বৃদ্ধাঙ্গুল দেখিয়ে গায়ের জোরে জমির মালিক এ ধরনের কাজ করছেন। এই পরিস্থিতিতে প্রতিকার চেয়ে বৃহস্পতিবার যশোরের জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরে গণ পিটিশন দেন স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে চানতে চাইলে জমির মালিক আব্দুর রহিম বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা যে শর্ত দিয়ে ডাম্পিংয়ের কথা বলেছেন, সেটি কয়লার মালিককে জানিয়ে দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দা মোশাররফ হোসেন বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের গা ঘেঁষে কয়লা রাখার জন্য বৃহত্তর ডাম্প করা হয়। এই কয়লার ডাম্প থেকে ধুলাবালু ক্লাসরুমে প্রবেশ করে। এতে কোমলমতি শিশু শিক্ষার্থীরা শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। আমরা এ থেকে মুক্তি চাই।’
এ বিষয়ে কথা বলতে পরিবেশ অধিদপ্তর যশোরের উপপরিচালক মো. এমদাদুল হকের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ওই জমির মালিক ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যশোরের অভয়নগরে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় কয়লা ডাম্পিং অব্যাহত রয়েছে। এতে ফুঁসে উঠেছেন অভিভাবকসহ সচেতন এলাকাবাসী। এর প্রতিকার চেয়ে যশোরের জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরে গণ পিটিশন দাখিল করা হয়েছে।
এলাকাবাসী ও অভিভাবকদের অভিযোগে জানা যায়, নওয়াপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আলীপুরে যশোর-খুলনা মহাসড়কের পাশে একটি কয়লা রাখার ডাম্প গড়ে উঠেছে। আব্দুর রহিম নামের এক ব্যক্তি ওই জায়গায় কয়লার ডাম্প করার জন্য আইআরএস ইন্টারন্যাশনাল লিমিটেডকে ভাড়া দেন। দিনরাত খোলা জায়গায় কয়লা ডাম্পিং করে সেখান থেকে বিক্রি করছে প্রতিষ্ঠানটি। এর পাশে রয়েছে দারুল কোরআন মাদ্রাসা, মসজিদসহ অসংখ্য বাড়িঘর। কয়লার ধুলাবালুতে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে মাদ্রাসার শিশু শিক্ষার্থীরা। এ ছাড়া আবাসিক এলাকায় কয়লা মজুত করায় স্থানীয় বাসিন্দারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এমনকি মরে যাচ্ছে গাছপালা।
কয়লা ডাম্পিং নীতিমালায় রয়েছে, চারদিকে প্রাচীর দিয়ে ওপরে ছাউনির মাধ্যমে কয়লা ডাম্পিং করতে হবে। তা ছাড়া আবাসিক বা শিক্ষাপ্রতিষ্ঠান থাকা এলাকায় কয়লা ডাম্পিং করা যাবে না। সেই নীতিমালা না মেনে নওয়াপাড়া পৌরসভার আলীপুরে চলছে কয়লা ডাম্পিং কার্যক্রম। স্বাস্থ্যঝুঁকিতে থাকা শিশু শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর পক্ষ থেকে কয়লার ডাম্প সরিয়ে নেওয়ার দাবিতে গত বুধবার মানববন্ধন করা হয়।
প্রতিকার চেয়ে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে লিখিত গণ পিটিশন দাখিল করা হয়।
এর পরিপ্রেক্ষিতে ইউএনও পার্থ প্রতিম শীল জমির মালিক আব্দুর রহিমকে সেখানে কয়লা ডাম্পিং বন্ধ করার নির্দেশ দেন এবং সাত দিনের মধ্যে পরিবেশ অধিদপ্তরের অনুমতিপত্র আনতে বলেন। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রশাসনের নির্দেশ অমান্য করে সেখানে আরও বড় পরিসরে কয়লা মজুত করা হচ্ছে। কয়লার স্তূপের পাশে লাগানো হয়েছে সাইনবোর্ড। এলাকাবাসী বলছেন, আইনের প্রতি বৃদ্ধাঙ্গুল দেখিয়ে গায়ের জোরে জমির মালিক এ ধরনের কাজ করছেন। এই পরিস্থিতিতে প্রতিকার চেয়ে বৃহস্পতিবার যশোরের জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরে গণ পিটিশন দেন স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে চানতে চাইলে জমির মালিক আব্দুর রহিম বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা যে শর্ত দিয়ে ডাম্পিংয়ের কথা বলেছেন, সেটি কয়লার মালিককে জানিয়ে দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দা মোশাররফ হোসেন বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের গা ঘেঁষে কয়লা রাখার জন্য বৃহত্তর ডাম্প করা হয়। এই কয়লার ডাম্প থেকে ধুলাবালু ক্লাসরুমে প্রবেশ করে। এতে কোমলমতি শিশু শিক্ষার্থীরা শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। আমরা এ থেকে মুক্তি চাই।’
এ বিষয়ে কথা বলতে পরিবেশ অধিদপ্তর যশোরের উপপরিচালক মো. এমদাদুল হকের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ওই জমির মালিক ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৭ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৭ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৭ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৭ দিন আগে