কামরুজ্জামান রাজু, কেশবপুর (যশোর)
যশোরের কেশবপুরে প্রশাসনের নির্দেশ অমান্য করে ভূগর্ভস্থ পানি তুলে মাছের ঘেরগুলো পূর্ণ করা হচ্ছে। এতে করে আসন্ন বর্ষা মৌসুমে অতিরিক্ত পানির কারণে এলাকায় ফের বন্যাসহ ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসী বলছেন, এখন ভূগর্ভস্থ পানি তুলে ঘের ভর্তি করে রাখায় বর্ষার পানি ধারণের জায়গা কমে যাবে। ফলে সামান্য বৃষ্টিতেই ঘেরের পানি উপচে আশপাশের বসতভিটায় জলাবদ্ধতা সৃষ্টি করবে। গত বছর এমন পরিস্থিতি সৃষ্টি হয়ে ১০৪টি গ্রামে জলাবদ্ধতা দেখা দেয়। পানিবন্দী হয়ে পড়ে ৪০ হাজার মানুষ। অনেকে রাস্তার পাশে আশ্রয় নেন। দীর্ঘ ছয় মাসের জলাবদ্ধতায় কৃষি ও মৎস্য অফিস ১২০ কোটি টাকার ক্ষতি নিরূপণ করে।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, কেশবপুরে মাছের ছোট-বড় ৪ হাজার ৬৫৮টি ঘের রয়েছে। গত বছর বর্ষায় এসব ঘের উপচে বন্যার দীর্ঘমেয়াদি জলাবদ্ধতা দেখা দেয়।
আলতাপোল ও মধ্যকূল এলাকায় গিয়ে দেখা গেছে, মাছচাষিরা সেচযন্ত্র দিয়ে ভূগর্ভস্থ পানি উত্তোলন করে ঘের ভরে ফেলছেন। অনেকে প্রশাসনের ভয়ে রাতের আঁধারে পানি উত্তোলন করছেন বলে এলাকাবাসী জানিয়েছেন।
মধ্যকূল গ্রামের আব্দুল কাদের আশঙ্কা প্রকাশ করেন, এভাবে উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর এলাকায় ঘেরে পানি উত্তোলন করা হলে গতবারের মতো এবারও মানুষের বাড়িঘরে পানি উঠে আসবে।
কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দীন আলা বলেন, ‘গত বছর বর্ষা মৌসুমে অতিরিক্ত বৃষ্টি ও নদনদীর উপচে পড়া পানিতে আমার ইউনিয়নের ১১টি গ্রাম প্লাবিত হয়। এবার আগেভাগেই ঘেরমালিকদের বলা হয়েছে ঘের স্থাপন নীতিমালা অনুসরণ করে মাছ চাষ করার জন্য।’
এ ব্যাপারে যোগাযোগ করা হলে জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস বলেন, মালিকদের ভবদহ এলাকায় মৎস্যঘের স্থাপন নীতিমালা, ২০১৯ অনুসরণ করে ঘের স্থাপন করতে বলা হয়েছে। এ ছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে জনগণকে সচেতন ও সতর্ক করতে মাইকিং করা হচ্ছে। এর পরও অবৈধভাবে ভূগর্ভের পানি কেউ উত্তোলন করলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যশোরের কেশবপুরে প্রশাসনের নির্দেশ অমান্য করে ভূগর্ভস্থ পানি তুলে মাছের ঘেরগুলো পূর্ণ করা হচ্ছে। এতে করে আসন্ন বর্ষা মৌসুমে অতিরিক্ত পানির কারণে এলাকায় ফের বন্যাসহ ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসী বলছেন, এখন ভূগর্ভস্থ পানি তুলে ঘের ভর্তি করে রাখায় বর্ষার পানি ধারণের জায়গা কমে যাবে। ফলে সামান্য বৃষ্টিতেই ঘেরের পানি উপচে আশপাশের বসতভিটায় জলাবদ্ধতা সৃষ্টি করবে। গত বছর এমন পরিস্থিতি সৃষ্টি হয়ে ১০৪টি গ্রামে জলাবদ্ধতা দেখা দেয়। পানিবন্দী হয়ে পড়ে ৪০ হাজার মানুষ। অনেকে রাস্তার পাশে আশ্রয় নেন। দীর্ঘ ছয় মাসের জলাবদ্ধতায় কৃষি ও মৎস্য অফিস ১২০ কোটি টাকার ক্ষতি নিরূপণ করে।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, কেশবপুরে মাছের ছোট-বড় ৪ হাজার ৬৫৮টি ঘের রয়েছে। গত বছর বর্ষায় এসব ঘের উপচে বন্যার দীর্ঘমেয়াদি জলাবদ্ধতা দেখা দেয়।
আলতাপোল ও মধ্যকূল এলাকায় গিয়ে দেখা গেছে, মাছচাষিরা সেচযন্ত্র দিয়ে ভূগর্ভস্থ পানি উত্তোলন করে ঘের ভরে ফেলছেন। অনেকে প্রশাসনের ভয়ে রাতের আঁধারে পানি উত্তোলন করছেন বলে এলাকাবাসী জানিয়েছেন।
মধ্যকূল গ্রামের আব্দুল কাদের আশঙ্কা প্রকাশ করেন, এভাবে উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর এলাকায় ঘেরে পানি উত্তোলন করা হলে গতবারের মতো এবারও মানুষের বাড়িঘরে পানি উঠে আসবে।
কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দীন আলা বলেন, ‘গত বছর বর্ষা মৌসুমে অতিরিক্ত বৃষ্টি ও নদনদীর উপচে পড়া পানিতে আমার ইউনিয়নের ১১টি গ্রাম প্লাবিত হয়। এবার আগেভাগেই ঘেরমালিকদের বলা হয়েছে ঘের স্থাপন নীতিমালা অনুসরণ করে মাছ চাষ করার জন্য।’
এ ব্যাপারে যোগাযোগ করা হলে জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস বলেন, মালিকদের ভবদহ এলাকায় মৎস্যঘের স্থাপন নীতিমালা, ২০১৯ অনুসরণ করে ঘের স্থাপন করতে বলা হয়েছে। এ ছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে জনগণকে সচেতন ও সতর্ক করতে মাইকিং করা হচ্ছে। এর পরও অবৈধভাবে ভূগর্ভের পানি কেউ উত্তোলন করলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে