প্রতিনিধি
কেশবপুর (যশোর): কেশবপুরের মজিদপুর-দাসপাড়া সড়কটি দীর্ঘ ২০ বছরেও সংস্কার না হওয়ায় অসংখ্য খানাখন্দে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটিতে বর্ষা মৌসুমে হাঁটুপানি জমে থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর।
জানা গেছে, কেশবপুর শহর থেকে দেড় কিলোমিটার দূরে মজিদপুর দাসপাড়া অবস্থিত। ওই পাড়ায় দেড় শ পরিবার বসবাস করেন। অধিকাংশ লোকজন পেশায় ভ্যান চালক ও দিনমজুর। সেখানকার লোকজনদের জন্য একটি মাত্র সড়ক এটি। সড়কটি জনগুরুত্বপূর্ণ হওয়ায় ২০০১ সালে কেশবপুরের সাবেক শিক্ষামন্ত্রী প্রয়াত এএসএইচকে সাদেক রাস্তাটি ইটের সোলিংকরণ করেন। এরপর দীর্ঘ ২০ বছরে আর সংস্কার করা হয়নি। ওই মহল্লার লোকজন সড়ক দিয়ে ভারী যানবাহনে নির্মাণ সামগ্রী বহন করার কারণে সড়কটি দেবে বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ ছাড়া কেশবপুর-সাগরদাঁড়ি সড়ক সংস্কারের জন্য উঁচু করায় বর্তমানে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন পথ বন্ধ হওয়ায় ওই সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
দাসপাড়া ভ্যানচালক অমল দাস জানান, ইটের সোলিংয়ের বিভিন্ন স্থানে অসংখ্য খানাখন্দ তৈরি হয়েছে। বর্ষাকালে পাড়ার ভ্যানচালকসহ এলাকার মানুষকে প্রতিদিন খানাখন্দ ও হাঁটু পর্যন্ত কাদা ডিঙিয়ে কেশবপুরের মধু সড়কে উঠতে হয়। এতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ওই এলাকার ইউপি সদস্য আব্দুল আহাদ জানান, সড়কটির বেহাল অবস্থার কথা তাঁর অজানা নয়। সড়কটি যাতে দ্রুত সংস্কার হয় সেটির ব্যবস্থা নেবেন তিনি।
মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবীর পলাশ বলেন, সড়কটি পুনঃসংস্কারের জন্য ওই পাড়ার লোকজন আমার কাছে অভিযোগ করেছেন। এই মুহূর্তে আমার পরিষদে কোন বাজেট নেই। তবে এলাকার ইউপি সদস্য উদ্যোগ নিলে আমি সড়ক সংস্কারে সহযোগিতা করব।
কেশবপুর (যশোর): কেশবপুরের মজিদপুর-দাসপাড়া সড়কটি দীর্ঘ ২০ বছরেও সংস্কার না হওয়ায় অসংখ্য খানাখন্দে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটিতে বর্ষা মৌসুমে হাঁটুপানি জমে থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর।
জানা গেছে, কেশবপুর শহর থেকে দেড় কিলোমিটার দূরে মজিদপুর দাসপাড়া অবস্থিত। ওই পাড়ায় দেড় শ পরিবার বসবাস করেন। অধিকাংশ লোকজন পেশায় ভ্যান চালক ও দিনমজুর। সেখানকার লোকজনদের জন্য একটি মাত্র সড়ক এটি। সড়কটি জনগুরুত্বপূর্ণ হওয়ায় ২০০১ সালে কেশবপুরের সাবেক শিক্ষামন্ত্রী প্রয়াত এএসএইচকে সাদেক রাস্তাটি ইটের সোলিংকরণ করেন। এরপর দীর্ঘ ২০ বছরে আর সংস্কার করা হয়নি। ওই মহল্লার লোকজন সড়ক দিয়ে ভারী যানবাহনে নির্মাণ সামগ্রী বহন করার কারণে সড়কটি দেবে বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ ছাড়া কেশবপুর-সাগরদাঁড়ি সড়ক সংস্কারের জন্য উঁচু করায় বর্তমানে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন পথ বন্ধ হওয়ায় ওই সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
দাসপাড়া ভ্যানচালক অমল দাস জানান, ইটের সোলিংয়ের বিভিন্ন স্থানে অসংখ্য খানাখন্দ তৈরি হয়েছে। বর্ষাকালে পাড়ার ভ্যানচালকসহ এলাকার মানুষকে প্রতিদিন খানাখন্দ ও হাঁটু পর্যন্ত কাদা ডিঙিয়ে কেশবপুরের মধু সড়কে উঠতে হয়। এতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ওই এলাকার ইউপি সদস্য আব্দুল আহাদ জানান, সড়কটির বেহাল অবস্থার কথা তাঁর অজানা নয়। সড়কটি যাতে দ্রুত সংস্কার হয় সেটির ব্যবস্থা নেবেন তিনি।
মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবীর পলাশ বলেন, সড়কটি পুনঃসংস্কারের জন্য ওই পাড়ার লোকজন আমার কাছে অভিযোগ করেছেন। এই মুহূর্তে আমার পরিষদে কোন বাজেট নেই। তবে এলাকার ইউপি সদস্য উদ্যোগ নিলে আমি সড়ক সংস্কারে সহযোগিতা করব।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৫ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৫ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৫ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৫ দিন আগে