Ajker Patrika

দুই দিনে যশোরে ৪৮ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ: বিএনপি

যশোর প্রতিনিধি
আপডেট : ২১ অক্টোবর ২০২২, ১০: ৪৮
দুই দিনে যশোরে ৪৮ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ: বিএনপি

গত দুই দিনে যশোরে বিএনপির ৪৮ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা আছেন ১৩ জন। খুলনায় বিএনপির গণসমাবেশ ব্যর্থ করার জন্য সরকার পুলিশকে ব্যবহার করে আগের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের কারাগারে পাঠিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা।

গ্রেপ্তারকৃতদের মধ্যে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক গোলাম রব্বানি, লেবুতলা ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, ফতেপুর ইউনিয়ন বিএনপির সদস্য জামাল হোসেন ও আসাদুজ্জামান, নরেন্দ্রপুর ইউনিয়নের ওয়ার্ড কমিটির সদস্য আকতার হোসেন এবং যুবদলের সদস্য মো. সুমন, যশোর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কমিটির সদস্য সিরাজুল ইসলাম, শামীম হোসেন, আবদুর রউফ, বিপ্লব হোসেন, মনির উদ্দীন, সিরাজ হোসেন ও জামাল হোসেন রয়েছেন।

দলীয় ৪৮ নেতা-কর্মীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম লাগামছাড়া বাড়ছে। মানুষের নাভিশ্বাস উঠেছে। এ জন্য আমরা রাজপথে সাধারণ মানুষের কাতারে দাঁড়িয়েছি। সাধারণ মানুষ ও দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এসব দেখে সরকার বিচলিত হয়ে নেতা-কর্মীদের আটকের মাধ্যমে হয়রানি করছে। খুলনার গণসমাবেশ ব্যর্থ করার ষড়যন্ত্র করছে সরকার। তবে এসব করে কর্মী-সমর্থকদের বাঁধভাঙা স্রোত সরকার ঠেকাতে পারবে না। গণসমাবেশে যোগ দিতে কর্মীরা দৃঢ়প্রতিজ্ঞ।’

যশোর জেলা বিএনপির সদস্যসচিব সৈয়দ সাবেরুল হক বলেন, ‘যাঁদের আটক করা হয়েছে, তাঁরা কেউই মামলার এজাহারভুক্ত আসামি নন। আগের পেইন্ডিং মামলায় চালান দিয়ে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার বিএনপির ২৩ নেতা-কর্মীর জামিনের আবেদন করলে তা মঞ্জুর করে পরবর্তী শুনানির দিন ২২ তারিখ গণসমাবেশের পরে ধার্য করেছেন আদালতের বিচারক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত