যশোর প্রতিনিধি
ঈদুল ফিতরের আগে শিক্ষক ও শ্রমিকদের বকেয়া বেতন ও ভাতা পরিশোধের দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ হয়েছে।
নয়া গণতান্ত্রিক গণমোর্চা ও জাতীয় মুক্তি কাউন্সিলের উদ্যোগে আজ শনিবার দুপুরে শহরের চারখাম্বা এলাকায় এই সমাবেশ হয়। সমাবেশ থেকে শিক্ষক ও শ্রমিকদের বেতন-ভাতা দ্রুত পরিশোধের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন গণমোর্চার যশোর অঞ্চলের আহ্বায়ক খবির শিকদার। সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সম্পাদক জাহিদুল ইসলাম, বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক জিল্লুর রহমান ভিটু, জাতীয় মুক্তি কাউন্সিলের জেলা সদস্য ইয়াসির আরাফাত, বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের সংগঠক সুমাইয়া শিকদার ইলা, সদস্য সুরাইয়া শিকদার ইশা প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষকতা একটি মহান পেশা। যেখানে শিক্ষকদের সর্বোচ্চ সম্মান পাওয়া উচিত, সেখানে রাষ্ট্র তাঁদের অধিকার নিশ্চিত করতে সম্পূর্ণ ব্যর্থ। কারিগরি ত্রুটির অজুহাতে শিক্ষকদের বেতন-ভাতা দিতে বিলম্ব করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশেষ কারিগরি দল গঠন করে শিক্ষকদের বেতন সমস্যা দ্রুত সমাধানের দাবি জানান তাঁরা।
শ্রমিকদের প্রসঙ্গে বক্তারা বলেন, কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা গত তিন মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে পাঁচ দিন ধরে শ্রম ভবনের সামনে অবস্থান করলেও সরকার ও মালিকপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। উল্টো শ্রমিকদের নির্যাতন করা হচ্ছে। মাত্র ৩ হাজার ২০০ শ্রমিকের মধ্যে ৩০০ জন সামান্য পরিমাণ বেতন পেয়েছেন। যা এক মাসের ৮০ থেকে ৮৫ শতাংশের সমান। বাকি শ্রমিকদের পাওনা এখনো পরিশোধ করা হয়নি। এই ন্যক্কারজনক ঘটনা শ্রমিকদের সঙ্গে তামাশার শামিল।
সমাবেশ থেকে বক্তারা দ্রুত শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধের দাবি জানান। অন্যথায় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য সরকারকে দায় নিতে হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
ঈদুল ফিতরের আগে শিক্ষক ও শ্রমিকদের বকেয়া বেতন ও ভাতা পরিশোধের দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ হয়েছে।
নয়া গণতান্ত্রিক গণমোর্চা ও জাতীয় মুক্তি কাউন্সিলের উদ্যোগে আজ শনিবার দুপুরে শহরের চারখাম্বা এলাকায় এই সমাবেশ হয়। সমাবেশ থেকে শিক্ষক ও শ্রমিকদের বেতন-ভাতা দ্রুত পরিশোধের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন গণমোর্চার যশোর অঞ্চলের আহ্বায়ক খবির শিকদার। সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সম্পাদক জাহিদুল ইসলাম, বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক জিল্লুর রহমান ভিটু, জাতীয় মুক্তি কাউন্সিলের জেলা সদস্য ইয়াসির আরাফাত, বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের সংগঠক সুমাইয়া শিকদার ইলা, সদস্য সুরাইয়া শিকদার ইশা প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষকতা একটি মহান পেশা। যেখানে শিক্ষকদের সর্বোচ্চ সম্মান পাওয়া উচিত, সেখানে রাষ্ট্র তাঁদের অধিকার নিশ্চিত করতে সম্পূর্ণ ব্যর্থ। কারিগরি ত্রুটির অজুহাতে শিক্ষকদের বেতন-ভাতা দিতে বিলম্ব করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশেষ কারিগরি দল গঠন করে শিক্ষকদের বেতন সমস্যা দ্রুত সমাধানের দাবি জানান তাঁরা।
শ্রমিকদের প্রসঙ্গে বক্তারা বলেন, কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা গত তিন মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে পাঁচ দিন ধরে শ্রম ভবনের সামনে অবস্থান করলেও সরকার ও মালিকপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। উল্টো শ্রমিকদের নির্যাতন করা হচ্ছে। মাত্র ৩ হাজার ২০০ শ্রমিকের মধ্যে ৩০০ জন সামান্য পরিমাণ বেতন পেয়েছেন। যা এক মাসের ৮০ থেকে ৮৫ শতাংশের সমান। বাকি শ্রমিকদের পাওনা এখনো পরিশোধ করা হয়নি। এই ন্যক্কারজনক ঘটনা শ্রমিকদের সঙ্গে তামাশার শামিল।
সমাবেশ থেকে বক্তারা দ্রুত শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধের দাবি জানান। অন্যথায় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য সরকারকে দায় নিতে হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৭ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৭ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৭ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৭ দিন আগে