অভয়নগর (যশোর) প্রতিনিধি
টানা কয়েক দিনের বৃষ্টি ও উজানে যশোর শহর থেকে আসা পানিতে তলিয়ে গেছে ভবদহের দুই শতাধিক বাড়িঘর। এই এলাকার স্কুল, কলেজ, রাস্তাঘাট, ধর্মীয় উপাসনালয়ও এখন পানির তলে। ভেসে গেছে কয়েক হাজার মাছের ঘের। তলিয়ে গেছে ফসলি জমি। ভবদহে প্রতিদিনই বাড়ছে পানি। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানিবন্দী হয়ে পড়েছে দুই লক্ষাধিক মানুষ। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়।
এ অবস্থায় মানববন্ধন করেছে এলাকাবাসী। জলাবদ্ধ ভবদহ এলাকা থেকে দ্রুত পানি সরানোর দাবিতে ভবদহ এলাকাবাসীর আয়োজনে আজ রোববার দুপুরে যশোর–খুলনা মহাসড়কের নওয়াপাড়ায় মানববন্ধন করেন। দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এলাকার কয়েকশ নারী–পুরুষ ও শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এ মানববন্ধনে অংশ নেন।
এই মানববন্ধনে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিৎ বাওয়ালি বলেন, ‘ভবদহ এলাকায় এ বছর ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এক লাখ লোক বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। তাদের দুঃখ দুর্দশার শেষ নেই। সরকার পানি সরানোর জন্য এ পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি।’
এরপর তিনি ইউএনওর উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে উদ্দেশ করে বলেন, ‘আগামীকাল (সোমবার) থেকে আমডাঙা খাল সংস্কার কাজ শুরু না করলে জলাবদ্ধ এলাকার হাজার হাজার মহিলা এসে আপনাকে (ইউএনও) ধরে নিয়ে জলের মধ্যে বেঁধে রাখবে!’
মানববন্ধনে ভবদহ সমস্যার স্থায়ী সমাধানে বিল কপালিয়ায় দ্রুত টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট বা জোয়ারাধার) চালু ও আমডাঙা খাল সংস্কারের দাবি জানানো হয়।
মানববন্ধন থেকে দ্রুত পানি সরানোর কার্যকর উদ্যোগ না নিলে আগামী ৬ অক্টোবর ভবদহ দিবসে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেওয়া হয়। এ সময় অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী হাজির হয়ে জলাবদ্ধতা থেকে দ্রুত মুক্তি পেতে করণীয় সবকিছু করার আশ্বাস দেন।
গাজী ইকবাল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে রণজিৎ বাওয়ালি ছাড়া আরও বক্তব্য দেন—সংগ্রাম কমিটির নেতা শিবপদ বিশ্বাস, সাধন বিশ্বাস, কানু বিশ্বাস, অভয়নগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডাবলু কাজী, অভয়নগর উপজেলা জামায়াতের আমির সরদার মো. শরীফ হোসেন, উপজেলা ইমাম পরিষদের সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ প্রমুখ।
টানা কয়েক দিনের বৃষ্টি ও উজানে যশোর শহর থেকে আসা পানিতে তলিয়ে গেছে ভবদহের দুই শতাধিক বাড়িঘর। এই এলাকার স্কুল, কলেজ, রাস্তাঘাট, ধর্মীয় উপাসনালয়ও এখন পানির তলে। ভেসে গেছে কয়েক হাজার মাছের ঘের। তলিয়ে গেছে ফসলি জমি। ভবদহে প্রতিদিনই বাড়ছে পানি। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানিবন্দী হয়ে পড়েছে দুই লক্ষাধিক মানুষ। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়।
এ অবস্থায় মানববন্ধন করেছে এলাকাবাসী। জলাবদ্ধ ভবদহ এলাকা থেকে দ্রুত পানি সরানোর দাবিতে ভবদহ এলাকাবাসীর আয়োজনে আজ রোববার দুপুরে যশোর–খুলনা মহাসড়কের নওয়াপাড়ায় মানববন্ধন করেন। দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এলাকার কয়েকশ নারী–পুরুষ ও শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এ মানববন্ধনে অংশ নেন।
এই মানববন্ধনে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিৎ বাওয়ালি বলেন, ‘ভবদহ এলাকায় এ বছর ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এক লাখ লোক বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। তাদের দুঃখ দুর্দশার শেষ নেই। সরকার পানি সরানোর জন্য এ পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি।’
এরপর তিনি ইউএনওর উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে উদ্দেশ করে বলেন, ‘আগামীকাল (সোমবার) থেকে আমডাঙা খাল সংস্কার কাজ শুরু না করলে জলাবদ্ধ এলাকার হাজার হাজার মহিলা এসে আপনাকে (ইউএনও) ধরে নিয়ে জলের মধ্যে বেঁধে রাখবে!’
মানববন্ধনে ভবদহ সমস্যার স্থায়ী সমাধানে বিল কপালিয়ায় দ্রুত টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট বা জোয়ারাধার) চালু ও আমডাঙা খাল সংস্কারের দাবি জানানো হয়।
মানববন্ধন থেকে দ্রুত পানি সরানোর কার্যকর উদ্যোগ না নিলে আগামী ৬ অক্টোবর ভবদহ দিবসে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেওয়া হয়। এ সময় অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী হাজির হয়ে জলাবদ্ধতা থেকে দ্রুত মুক্তি পেতে করণীয় সবকিছু করার আশ্বাস দেন।
গাজী ইকবাল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে রণজিৎ বাওয়ালি ছাড়া আরও বক্তব্য দেন—সংগ্রাম কমিটির নেতা শিবপদ বিশ্বাস, সাধন বিশ্বাস, কানু বিশ্বাস, অভয়নগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডাবলু কাজী, অভয়নগর উপজেলা জামায়াতের আমির সরদার মো. শরীফ হোসেন, উপজেলা ইমাম পরিষদের সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ প্রমুখ।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে