যশোর প্রতিনিধি
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে হেনস্তা করার ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন যশোরের ৩৪ জন বীর মুক্তিযোদ্ধা। এ ধরনের অপতৎপরতা প্রতিরোধে অন্তর্বর্তী সরকার এবং সংশ্লিষ্ট সবার প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
মুক্তিযোদ্ধা সংসদ যশোর জেলা ইউনিট কমান্ডের প্যাডে আজ সোমবার রাতে ৩৪ বীর মুক্তিযোদ্ধার নাম ও স্বাক্ষর করা বিবৃতিটি গণমাধ্যমে পাঠানো হয়।
বীর মুক্তিযোদ্ধারা হলেন বাংলাদেশ লিবারেশন ফোর্স (বিএলএফ) বৃহত্তর যশোরের ডেপুটি প্রধান রবিউল আলম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এ এইচ এম মুযহারুল ইসলাম মন্টু, সদর উপজেলা সংসদের সাবেক কমান্ডার আফজাল হোসেন দোদুল, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, গোলাম মোস্তফা, নজরুর ইসলাম চাকলাদার, জি এম ইউসুফ আলী, আব্দুস সালাম প্রমুখ।
বিবৃতিতে বলা হয়েছে, ‘বীর মুক্তিযোদ্ধা নূরুল হুদা, যিনি সাবেক সিইসি, তাঁর ওপর হামলা, অপদস্থ ও লাঞ্ছনার ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করছি। দুর্বৃত্তরা বীর মৃক্তিযোদ্ধা নূরুল হুদাকে বাড়ির বাইরে ডেকে এনে প্রকাশ্যে তাঁকে মারধর করে এবং জুতা পরিয়ে দেয়। মুক্তিযোদ্ধা নূরুল হুদা মহান মুক্তিযুদ্ধে একটি বাহিনীর নেতৃত্বে ছিলেন।
যা পটুয়াখালী জেলার বিভিন্ন অঞ্চলে তাঁর বীরত্বের জন্য কিংবদন্তিতুল্য সুনাম রয়েছে। দেশের এই অন্যতম শ্রেষ্ঠ সন্তানের এহেন অপমানে আমরা তীব্র ক্ষোভ প্রকাশ করছি এবং নিন্দা জানাচ্ছি। বিচার দাবি করছি।
জনগণের জানমালের নিরাপত্তা, সম্মান ও মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্র ও সরকারের। কিন্তু এসব কী হচ্ছে? তাহলে দেশে কোনো মানুষ নিজের আত্মসম্মান রক্ষা করতে পারবেন না। দেশ কি নৈরাজ্যের দিকে চলে যাবে? সেটা হতে পারে না। আমরা এ কথা বলতে চাই, বীর মুক্তিযোদ্ধা নূরুল হুদার বিরুদ্ধে কারও যদি কোনো অভিযোগ থাকে, তাহলে তিনি আইনের আশ্রয় নিতে পারবেন। তাই বলে এমন ঘটনা মানা যায় না।’
জানতে চাইলে সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আফজাল হোসেন দোদুল আজকের পত্রিকাকে বলেন, ‘সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা কোনো অপরাধ করলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে গ্রেপ্তার ও বিচার করুক। কিন্তু তিনি মুক্তিযোদ্ধা, এভাবে প্রকাশ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে গলায় জুতার মালা পরিয়ে হেনস্তা করতে পারে না। এটা একটি সভ্য দেশের ঘটনা হতে পারে না। মুক্তিযোদ্ধা হিসেবে আমরা আরেক মুক্তিযোদ্ধাকে হেনস্তা করায় বিবৃতি জানিয়েছি। এই ধরনের ঘটনায় নিন্দা জানাচ্ছি এবং জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানাচ্ছি।’
উল্লেখ্য, গতকাল রোববার রাজধানীর উত্তরায় সাবেক সিইসি কে এম নূরুল হুদাকে হেনস্তা ও গলায় জুতা ঝুলিয়ে লাঞ্ছিত করে একদল লোক। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে দেখা যায়, কিছু লোক তাঁকে ঘিরে রেখেছে। তাঁর গলায় জুতা ঝুলিয়ে স্লোগান দেয় তারা।
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে হেনস্তা করার ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন যশোরের ৩৪ জন বীর মুক্তিযোদ্ধা। এ ধরনের অপতৎপরতা প্রতিরোধে অন্তর্বর্তী সরকার এবং সংশ্লিষ্ট সবার প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
মুক্তিযোদ্ধা সংসদ যশোর জেলা ইউনিট কমান্ডের প্যাডে আজ সোমবার রাতে ৩৪ বীর মুক্তিযোদ্ধার নাম ও স্বাক্ষর করা বিবৃতিটি গণমাধ্যমে পাঠানো হয়।
বীর মুক্তিযোদ্ধারা হলেন বাংলাদেশ লিবারেশন ফোর্স (বিএলএফ) বৃহত্তর যশোরের ডেপুটি প্রধান রবিউল আলম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এ এইচ এম মুযহারুল ইসলাম মন্টু, সদর উপজেলা সংসদের সাবেক কমান্ডার আফজাল হোসেন দোদুল, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, গোলাম মোস্তফা, নজরুর ইসলাম চাকলাদার, জি এম ইউসুফ আলী, আব্দুস সালাম প্রমুখ।
বিবৃতিতে বলা হয়েছে, ‘বীর মুক্তিযোদ্ধা নূরুল হুদা, যিনি সাবেক সিইসি, তাঁর ওপর হামলা, অপদস্থ ও লাঞ্ছনার ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করছি। দুর্বৃত্তরা বীর মৃক্তিযোদ্ধা নূরুল হুদাকে বাড়ির বাইরে ডেকে এনে প্রকাশ্যে তাঁকে মারধর করে এবং জুতা পরিয়ে দেয়। মুক্তিযোদ্ধা নূরুল হুদা মহান মুক্তিযুদ্ধে একটি বাহিনীর নেতৃত্বে ছিলেন।
যা পটুয়াখালী জেলার বিভিন্ন অঞ্চলে তাঁর বীরত্বের জন্য কিংবদন্তিতুল্য সুনাম রয়েছে। দেশের এই অন্যতম শ্রেষ্ঠ সন্তানের এহেন অপমানে আমরা তীব্র ক্ষোভ প্রকাশ করছি এবং নিন্দা জানাচ্ছি। বিচার দাবি করছি।
জনগণের জানমালের নিরাপত্তা, সম্মান ও মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্র ও সরকারের। কিন্তু এসব কী হচ্ছে? তাহলে দেশে কোনো মানুষ নিজের আত্মসম্মান রক্ষা করতে পারবেন না। দেশ কি নৈরাজ্যের দিকে চলে যাবে? সেটা হতে পারে না। আমরা এ কথা বলতে চাই, বীর মুক্তিযোদ্ধা নূরুল হুদার বিরুদ্ধে কারও যদি কোনো অভিযোগ থাকে, তাহলে তিনি আইনের আশ্রয় নিতে পারবেন। তাই বলে এমন ঘটনা মানা যায় না।’
জানতে চাইলে সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আফজাল হোসেন দোদুল আজকের পত্রিকাকে বলেন, ‘সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা কোনো অপরাধ করলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে গ্রেপ্তার ও বিচার করুক। কিন্তু তিনি মুক্তিযোদ্ধা, এভাবে প্রকাশ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে গলায় জুতার মালা পরিয়ে হেনস্তা করতে পারে না। এটা একটি সভ্য দেশের ঘটনা হতে পারে না। মুক্তিযোদ্ধা হিসেবে আমরা আরেক মুক্তিযোদ্ধাকে হেনস্তা করায় বিবৃতি জানিয়েছি। এই ধরনের ঘটনায় নিন্দা জানাচ্ছি এবং জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানাচ্ছি।’
উল্লেখ্য, গতকাল রোববার রাজধানীর উত্তরায় সাবেক সিইসি কে এম নূরুল হুদাকে হেনস্তা ও গলায় জুতা ঝুলিয়ে লাঞ্ছিত করে একদল লোক। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে দেখা যায়, কিছু লোক তাঁকে ঘিরে রেখেছে। তাঁর গলায় জুতা ঝুলিয়ে স্লোগান দেয় তারা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৭ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৭ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৭ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৭ দিন আগে