মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরে পণ্যবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পৌরসভার মিনি পার্কে ঢুকে পড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে পার্কের বিভিন্ন স্থাপনা। ঘটনার পর ক্ষতিপূরণ হিসেবে ট্রাকের মালিকের কাছ থেকে আদায় করা ৩৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে পৌরসভা কার্যালয়ের কার্যসহকারী তপু এস এম আব্দুর রশিদের বিরুদ্ধে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় ট্রাকটি উপজেলার মোহনপুর বটতলায় যশোর-চুকনগর আঞ্চলিক সড়কসংলগ্ন পৌর মিনি পার্কে ঢুকে পড়ে। পরে স্থানীয়রা ট্রাকটি আটকে রাখেন। পরদিন সকালে পৌরসভার কিছু কর্মচারী ও ট্রাক মালিক সমিতির নেতারা ঘটনাস্থলে এসে আলোচনা করে ট্রাকটি ছাড়িয়ে নেন।
অভিযোগ রয়েছে, এ ঘটনায় পৌর প্রশাসক বা প্রধান নির্বাহী কর্মকর্তাকে না জানিয়ে কার্যসহকারী তপু নিজেই কিছু স্টাফসহ ঘটনাস্থলে গিয়ে ৩৫ হাজার টাকা ক্ষতিপূরণ গ্রহণ করেন। পরে এই টাকা পৌরসভার তহবিলে জমা না দিয়ে নিজেদের মধ্যে ভাগ করে নেন।
তবে তপু দাবি করেছেন, ট্রাক দুর্ঘটনায় পার্কের সীমানা পিলার, পানির ট্যাব ও যাত্রী ছাউনির টিনের চালা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিপূরণ হিসেবে স্থানীয়দের মাধ্যমে ২২ হাজার টাকা আদায় করা হয়েছে, যা বুধবার পৌর তহবিলে জমা দেওয়া হয়েছে। তিনি জানান, বিষয়টি জানাতে একাধিকবার প্রশাসক ইউএনও নিশাত তামান্নাকে ফোন করেও যোগাযোগ করতে পারেননি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়াজ মাখদুমকেও অবহিত করেননি।
এ বিষয়ে জানতে চাইলে পৌরসভার কোষাধ্যক্ষ শাহিনুর ইসলাম বলেন, ‘পার্ক ক্ষতিগ্রস্ত হওয়ার বা ক্ষতিপূরণের কোনো তথ্য আমার জানা নেই। এ বিষয়ে আমি কোনো টাকা পাইনি।’
পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম বলেন, ‘কার্যসহকারীর পার্ক ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাটি জানানোর কথা, কিন্তু আমাকে কেউ কিছু জানায়নি। ট্রাক থেকে ক্ষতিপূরণ আদায়ের ক্ষমতা কার্যসহকারীর নেই। বুধবার রাতে বিষয়টি জানতে পেরে তপুর সঙ্গে ফোনে কথা বলি। সে ২২ হাজার টাকা নেওয়ার কথা স্বীকার করেছে এবং তাকে পৌর তহবিলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’
উল্লেখ্য, চলতি বছরের শুরুতে পৌর তহবিলের সাড়ে ৮ লাখ টাকা ব্যয়ে যশোর-চুকনগর সড়কের পাশ ঘেঁষে মোহনপুর বটতলায় একটি মিনি পার্ক নির্মাণ করে পৌরসভা। তবে সড়ক ও জনপদের (সওজ) জমি দখল করে অপরিকল্পিতভাবে পার্কটি গড়ে তোলার অভিযোগ রয়েছে। স্থানীয়রা বলছেন, এটি একটি দুর্ঘটনাপ্রবণ এলাকা, যেখানে চারপাশ থেকে রাস্তা এসে এক মোড়ে মিলেছে। এই এলাকায় পার্ক নির্মাণে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে গেছে। এর আগে ২৯ জানুয়ারি ‘আজকের পত্রিকা’য় ‘যশোরে ফুটপাত দখলে নিয়ে ইউএনওর মিনি পার্ক, দুর্ঘটনার শঙ্কা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।
সরেজমিনে দেখা গেছে, বর্তমানে পার্কটিতে কেবল কয়েকটি পিলার দাঁড়িয়ে রয়েছে, অধিকাংশ ফুলগাছ মারা গেছে। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের নামে অর্থ আত্মসাৎ করতেই তড়িঘড়ি করে পার্ক নির্মাণ করা হয়েছিল।
যশোরের মনিরামপুরে পণ্যবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পৌরসভার মিনি পার্কে ঢুকে পড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে পার্কের বিভিন্ন স্থাপনা। ঘটনার পর ক্ষতিপূরণ হিসেবে ট্রাকের মালিকের কাছ থেকে আদায় করা ৩৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে পৌরসভা কার্যালয়ের কার্যসহকারী তপু এস এম আব্দুর রশিদের বিরুদ্ধে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় ট্রাকটি উপজেলার মোহনপুর বটতলায় যশোর-চুকনগর আঞ্চলিক সড়কসংলগ্ন পৌর মিনি পার্কে ঢুকে পড়ে। পরে স্থানীয়রা ট্রাকটি আটকে রাখেন। পরদিন সকালে পৌরসভার কিছু কর্মচারী ও ট্রাক মালিক সমিতির নেতারা ঘটনাস্থলে এসে আলোচনা করে ট্রাকটি ছাড়িয়ে নেন।
অভিযোগ রয়েছে, এ ঘটনায় পৌর প্রশাসক বা প্রধান নির্বাহী কর্মকর্তাকে না জানিয়ে কার্যসহকারী তপু নিজেই কিছু স্টাফসহ ঘটনাস্থলে গিয়ে ৩৫ হাজার টাকা ক্ষতিপূরণ গ্রহণ করেন। পরে এই টাকা পৌরসভার তহবিলে জমা না দিয়ে নিজেদের মধ্যে ভাগ করে নেন।
তবে তপু দাবি করেছেন, ট্রাক দুর্ঘটনায় পার্কের সীমানা পিলার, পানির ট্যাব ও যাত্রী ছাউনির টিনের চালা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিপূরণ হিসেবে স্থানীয়দের মাধ্যমে ২২ হাজার টাকা আদায় করা হয়েছে, যা বুধবার পৌর তহবিলে জমা দেওয়া হয়েছে। তিনি জানান, বিষয়টি জানাতে একাধিকবার প্রশাসক ইউএনও নিশাত তামান্নাকে ফোন করেও যোগাযোগ করতে পারেননি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়াজ মাখদুমকেও অবহিত করেননি।
এ বিষয়ে জানতে চাইলে পৌরসভার কোষাধ্যক্ষ শাহিনুর ইসলাম বলেন, ‘পার্ক ক্ষতিগ্রস্ত হওয়ার বা ক্ষতিপূরণের কোনো তথ্য আমার জানা নেই। এ বিষয়ে আমি কোনো টাকা পাইনি।’
পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম বলেন, ‘কার্যসহকারীর পার্ক ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাটি জানানোর কথা, কিন্তু আমাকে কেউ কিছু জানায়নি। ট্রাক থেকে ক্ষতিপূরণ আদায়ের ক্ষমতা কার্যসহকারীর নেই। বুধবার রাতে বিষয়টি জানতে পেরে তপুর সঙ্গে ফোনে কথা বলি। সে ২২ হাজার টাকা নেওয়ার কথা স্বীকার করেছে এবং তাকে পৌর তহবিলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’
উল্লেখ্য, চলতি বছরের শুরুতে পৌর তহবিলের সাড়ে ৮ লাখ টাকা ব্যয়ে যশোর-চুকনগর সড়কের পাশ ঘেঁষে মোহনপুর বটতলায় একটি মিনি পার্ক নির্মাণ করে পৌরসভা। তবে সড়ক ও জনপদের (সওজ) জমি দখল করে অপরিকল্পিতভাবে পার্কটি গড়ে তোলার অভিযোগ রয়েছে। স্থানীয়রা বলছেন, এটি একটি দুর্ঘটনাপ্রবণ এলাকা, যেখানে চারপাশ থেকে রাস্তা এসে এক মোড়ে মিলেছে। এই এলাকায় পার্ক নির্মাণে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে গেছে। এর আগে ২৯ জানুয়ারি ‘আজকের পত্রিকা’য় ‘যশোরে ফুটপাত দখলে নিয়ে ইউএনওর মিনি পার্ক, দুর্ঘটনার শঙ্কা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।
সরেজমিনে দেখা গেছে, বর্তমানে পার্কটিতে কেবল কয়েকটি পিলার দাঁড়িয়ে রয়েছে, অধিকাংশ ফুলগাছ মারা গেছে। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের নামে অর্থ আত্মসাৎ করতেই তড়িঘড়ি করে পার্ক নির্মাণ করা হয়েছিল।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে