Ajker Patrika

ভাইকে স্কুল থেকে নিয়ে ফেরা হলো না সজিবের

ভাইকে স্কুল থেকে নিয়ে ফেরা হলো না সজিবের

স্কুল থেকে মোটরসাইকেলে করে ছোট ভাই তাসকিনকে নিয়ে বাড়ি ফিরছিল যশোরের মনিরামপুরের গরিবপুর গ্রামের ফারুখ হোসেনের ছেলে সজিব হোসেন (১৭)। পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যাওয়ার পর আরেক মোটরসাইকেলের আঘাতে নিহত হন সে। ভাইকে স্কুল থেকে নিয়ে আর ফেরা হলো না তার। আজ রোববার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মনিরামপুর-খেদাপাড়া সড়কের চাঁদপুর মনিরের মোড়ে এই দুর্ঘটনা ঘটে। 

সজিব হোসেনের মামাতো ভাই কলেজশিক্ষক মামুন-অর-রশিদ জুয়েল বলেন, ‘সজিবের ছোট ভাই তাসকিন হোসেন স্থানীয় চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। আজ দুপুরে ছুটির পর তাঁকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল সে। পথে স্থানীয় মনিরের মোড়ে পৌঁছালে উল্টোদিক থেকে আসা একটি মোটরসাইকেল দেখে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে সড়কের ওপর পড়ে যায় সজিব ও তাসকিন। এ সময় পেছন থেকে একটি মোটরসাইকেল এসে সজিবের মাথায় আঘাত করে। এতে গুরুতর আহত হয় সে।’ 

জুয়েল আরও বলেন, ‘এরপর উদ্ধার করে সজিবকে মনিরামপুর হাসপাতালে নেওয়া হয়। অবস্থা গুরুতর দেখে চিকিৎসক তাঁকে যশোর জেনারেল হাসপাতালে পাঠান। যশোরে জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

খেদাপাড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) সমেন বিশ্বাস মোটরসাইকেলের আঘাতে কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত