যশোরের মনিরামপুরের ৭ নম্বর খেদাপাড়া ইউনিয়ন পরিষদের গুদামে দীর্ঘ দিন পড়ে থাকায় নষ্ট হচ্ছে ত্রাণের চাল। চার থেকে পাঁচ মাস আগে লকডাউনের সময় কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য চালগুলো দিয়েছিলেন সরকার। কিন্তু লকডাউন পার হয়ে তিন থেকে চার মাস স্বাভাবিক জীবনযাপন শুরু হলেও সেই চাল বিতরণ করেননি পরিষদের চেয়ারম্যান ও সচিব।
আজ শনিবার সরেজমিনে দেখা গেছে, পরিষদের গুদামে ৫০ কেজি ওজনের ৫৫ থেকে ৬০টি চালভর্তি বস্তা পড়ে আছে। ছেঁড়া বস্তার ভেতরে চালে পচন ধরে কালো রং ধারণ করেছে। চালগুলোর ওজন আনুমানিক আড়াই থেকে তিন মেট্রিক টন।
খোঁজ নিয়ে জানা গেছে, চার থেকে পাঁচ মাস আগে করোনাকালীন বিতরণের জন্য চালগুলো দেওয়া হয়েছিল। কিন্তু পরিষদের চেয়ারম্যান ও সচিব চালগুলো দুস্থদের মাঝে বিতরণ না করে গুদামজাত করে রেখেছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শুধু এ চাল নয় করোনায় আক্রান্ত হয়ে লকডাউনে থাকা ব্যক্তিদের সাহায্যে উপজেলা প্রশাসনের দেওয়া অন্তত ২০০ কেজি চাল পড়ে থেকে নষ্ট হচ্ছে খেদাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষের পাশের একটি কক্ষে। এ ছাড়া সচিবের কক্ষের পেছনের কক্ষে বিতরণ না করে শিশুখাদ্য দুধ ফেলে রাখা হয়েছে।
জানতে চাইলে খেদাপাড়া ইউনিয়ন পরিষদের সচিব মৃনাল কান্তি বলেন, চালগুলো ত্রাণের। তালিকা ঠিকমতো না পাওয়ায় চাল বিতরণ করতে পারিনি। চেয়ারম্যানকে একাধিকবার বলেছি। তিনি আজ না কাল করে চাল দেননি। তবে এ চাল কবে উত্তোলন করা হয়েছে সে ব্যাপারে তিনি নানা অজুহাতে তথ্য দিতে রাজি হননি।
সচিব বলেন, সামনে নির্বাচন। এ সব নিয়ে ঘাঁটাঘাঁটির দরকার নেই।
খেদাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল হক বলেন, চালগুলো কিসের বলতে পারব না। রোববার পরিষদে গিয়ে চাল বিতরণের ব্যবস্থা করব।
মনিরামপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম শিকদার বলেন, জুলাই মাসের দিকে করোনার চাল চেয়ারম্যানদের কাছে দেওয়া হয়েছিল।
মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।
মনিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম বলেন, গুদামে কেন চাল পচানো হচ্ছে এ বিষয়ে জানতে রোববার সরেজমিন খেদাপাড়া ইউনিয়ন পরিষদে যাব।
যশোরের মনিরামপুরের ৭ নম্বর খেদাপাড়া ইউনিয়ন পরিষদের গুদামে দীর্ঘ দিন পড়ে থাকায় নষ্ট হচ্ছে ত্রাণের চাল। চার থেকে পাঁচ মাস আগে লকডাউনের সময় কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য চালগুলো দিয়েছিলেন সরকার। কিন্তু লকডাউন পার হয়ে তিন থেকে চার মাস স্বাভাবিক জীবনযাপন শুরু হলেও সেই চাল বিতরণ করেননি পরিষদের চেয়ারম্যান ও সচিব।
আজ শনিবার সরেজমিনে দেখা গেছে, পরিষদের গুদামে ৫০ কেজি ওজনের ৫৫ থেকে ৬০টি চালভর্তি বস্তা পড়ে আছে। ছেঁড়া বস্তার ভেতরে চালে পচন ধরে কালো রং ধারণ করেছে। চালগুলোর ওজন আনুমানিক আড়াই থেকে তিন মেট্রিক টন।
খোঁজ নিয়ে জানা গেছে, চার থেকে পাঁচ মাস আগে করোনাকালীন বিতরণের জন্য চালগুলো দেওয়া হয়েছিল। কিন্তু পরিষদের চেয়ারম্যান ও সচিব চালগুলো দুস্থদের মাঝে বিতরণ না করে গুদামজাত করে রেখেছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শুধু এ চাল নয় করোনায় আক্রান্ত হয়ে লকডাউনে থাকা ব্যক্তিদের সাহায্যে উপজেলা প্রশাসনের দেওয়া অন্তত ২০০ কেজি চাল পড়ে থেকে নষ্ট হচ্ছে খেদাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষের পাশের একটি কক্ষে। এ ছাড়া সচিবের কক্ষের পেছনের কক্ষে বিতরণ না করে শিশুখাদ্য দুধ ফেলে রাখা হয়েছে।
জানতে চাইলে খেদাপাড়া ইউনিয়ন পরিষদের সচিব মৃনাল কান্তি বলেন, চালগুলো ত্রাণের। তালিকা ঠিকমতো না পাওয়ায় চাল বিতরণ করতে পারিনি। চেয়ারম্যানকে একাধিকবার বলেছি। তিনি আজ না কাল করে চাল দেননি। তবে এ চাল কবে উত্তোলন করা হয়েছে সে ব্যাপারে তিনি নানা অজুহাতে তথ্য দিতে রাজি হননি।
সচিব বলেন, সামনে নির্বাচন। এ সব নিয়ে ঘাঁটাঘাঁটির দরকার নেই।
খেদাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল হক বলেন, চালগুলো কিসের বলতে পারব না। রোববার পরিষদে গিয়ে চাল বিতরণের ব্যবস্থা করব।
মনিরামপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম শিকদার বলেন, জুলাই মাসের দিকে করোনার চাল চেয়ারম্যানদের কাছে দেওয়া হয়েছিল।
মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।
মনিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম বলেন, গুদামে কেন চাল পচানো হচ্ছে এ বিষয়ে জানতে রোববার সরেজমিন খেদাপাড়া ইউনিয়ন পরিষদে যাব।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫