ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের ঝিকরগাছায় সুমাইয়া আক্তার (২৫) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। আজ শুক্রবার ভোরে উপজেলার পানিসারার চাপাতলা ফকিরটিকের একটি মাঠ থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
সুমাইয়া যশোরের শার্শা উপজেলা লক্ষ্মণপুর গ্রামের আইয়ুব হোসেনের স্ত্রী ও দক্ষিণ বুরুজবাগান এলাকার রেজাউল ইসলামের মেয়ে। রেজাউল ইসলামের দাবি, বিয়েবহির্ভূত সম্পর্কের জেরে তাঁর মেয়েকে খুন করা হয়েছে।
রেজাউল জানান, তাঁর মেয়ের সঙ্গে দীর্ঘদিন যাবৎ কাউরিয়া চৌধুরীপাড়ার আলাউদ্দিনের ছেলে আল-আমিন বাপ্পীর বিয়েবহির্ভূত সম্পর্ক ছিল। এর জের ধরে ২৭ মার্চ সুমাইয়া বাপ্পীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি জিডি করেছিলেন।
জিডির উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘সম্প্রতি আমার মেয়েকে যশোরের একটি বাসায় নিয়ে রাখে বাপ্পী। সেখানে আমার মেয়ে বিয়ে করতে বললে বিয়ে না করে টালবাহানা করে। একপর্যায়ে মেয়েকে মারধর ও টাকাপয়সা, স্বর্ণালংকার নিয়ে চম্পট দেয়।’
রেজাউল বলেন, ‘বাপ্পীর বিরুদ্ধে করা জিডি উঠিয়ে না নেওয়ায় আমার মেয়েকে খুন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মোবাইল ফোনে আবারও আমার মেয়েকে ডেকে নেয় বাপ্পী। এর পর থেকে সুমাইয়া নিখোঁজ ছিল। দুপুরে ফেসবুকে মেয়ের লাশের ছবি দেখে আমরা শনাক্ত করি।’
ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে লাশ উদ্ধার করে পুলিশ। লাশটি জবাই করা। দুই হাতের রগ কাটা ও বাঁ পাশে কোমরের নিচে চাকু ও আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
যশোরের ঝিকরগাছায় সুমাইয়া আক্তার (২৫) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। আজ শুক্রবার ভোরে উপজেলার পানিসারার চাপাতলা ফকিরটিকের একটি মাঠ থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
সুমাইয়া যশোরের শার্শা উপজেলা লক্ষ্মণপুর গ্রামের আইয়ুব হোসেনের স্ত্রী ও দক্ষিণ বুরুজবাগান এলাকার রেজাউল ইসলামের মেয়ে। রেজাউল ইসলামের দাবি, বিয়েবহির্ভূত সম্পর্কের জেরে তাঁর মেয়েকে খুন করা হয়েছে।
রেজাউল জানান, তাঁর মেয়ের সঙ্গে দীর্ঘদিন যাবৎ কাউরিয়া চৌধুরীপাড়ার আলাউদ্দিনের ছেলে আল-আমিন বাপ্পীর বিয়েবহির্ভূত সম্পর্ক ছিল। এর জের ধরে ২৭ মার্চ সুমাইয়া বাপ্পীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি জিডি করেছিলেন।
জিডির উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘সম্প্রতি আমার মেয়েকে যশোরের একটি বাসায় নিয়ে রাখে বাপ্পী। সেখানে আমার মেয়ে বিয়ে করতে বললে বিয়ে না করে টালবাহানা করে। একপর্যায়ে মেয়েকে মারধর ও টাকাপয়সা, স্বর্ণালংকার নিয়ে চম্পট দেয়।’
রেজাউল বলেন, ‘বাপ্পীর বিরুদ্ধে করা জিডি উঠিয়ে না নেওয়ায় আমার মেয়েকে খুন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মোবাইল ফোনে আবারও আমার মেয়েকে ডেকে নেয় বাপ্পী। এর পর থেকে সুমাইয়া নিখোঁজ ছিল। দুপুরে ফেসবুকে মেয়ের লাশের ছবি দেখে আমরা শনাক্ত করি।’
ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে লাশ উদ্ধার করে পুলিশ। লাশটি জবাই করা। দুই হাতের রগ কাটা ও বাঁ পাশে কোমরের নিচে চাকু ও আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫