যশোর প্রতিনিধি
যশোরে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে এক ছাত্রীকে বিয়ের প্রলোভনে সম্পর্ক গড়ে প্রতারণার অভিযোগে সংগঠনের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার সংগঠনের জেলা শাখার সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীব্ নওশাদ পল্লবের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
অব্যাহতি পাওয়া ছাত্রলীগ নেতার নাম তরিকুল ইসলাম। তিনি জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের পদে ছিলেন। এর আগে ভুক্তভোগী ওই ছাত্রী প্রতারণার অভিযোগ তুলে চলতি মাসের ১৯ জুন কেন্দ্রীয় ও জেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের কাছে লিখিত অভিযোগ দেন। পরে ছাত্রলীগ নেতা ও ওই ছাত্রীর একান্ত মুহূর্তের ভিডিও, ছবি ও হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
জেলা ছাত্রলীগের দলীয় প্যাডে বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে সম্পৃক্ত থাকার অভিযোগে তরিকুল ইসলামকে সংগঠনের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের কাছে সুপারিশ করা হয়েছে।
এ বিষয়ে জানতে অভিযুক্ত ছাত্রলীগ নেতা তরিকুল ইসলামের মোবাইল ফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস বলেন, ‘তরিকুল ইসলাম সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। সাংগঠনিকভাবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’
এর আগে লিখিত অভিযোগে ভুক্তভোগী ছাত্রলীগ নেত্রী উল্লেখ করেন, প্রায় দুই বছর আগে যশোর সরকারি এম এম কলেজের বাংলা বিভাগে পড়াশোনার সময় একই কলেজের ভূগোল বিভাগের ছাত্র ও জেলা ছাত্রলীগ নেতা তরিকুল ইসলামের সঙ্গে পরিচয় হয়। এরপর তা প্রেমের সম্পর্কে গড়ায়। একে অপরকে বিয়ের প্রতিশ্রুতিও দেন। তরিকুল তাঁর ভাড়া বাসায় স্ত্রী পরিচয়ে ওই কর্মীর সঙ্গে থাকতেন। সম্প্রতি ওই কর্মীটি বিয়ের কথা বললে সম্পর্ক অস্বীকার করে তাঁকে হত্যার ভয় দেখান তরিকুল।
এদিকে ওই কর্মীর সঙ্গে একান্তে কাটানো মুহূর্তের বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী তরুণী নিজেকে ছাত্রলীগ নেত্রী দাবি করে বলেন, ‘ছাত্রলীগের দাপট দেখিয়ে তরিকুল আমার জীবনটাকে তছনছ করে দিয়েছে। শারীরিক সম্পর্কের পর এখন বিয়ে করতে অস্বীকার করছে। প্রেম করে কিছু করলেই বিয়ে করতে হবে—এমন কোনো কথা নেই বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমি তরিকুলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে কেন্দ্রীয় ও জেলা ছাত্রলীগ সভাপতি-সম্পাদকের কাছে অভিযোগ করেছি।’
যশোরে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে এক ছাত্রীকে বিয়ের প্রলোভনে সম্পর্ক গড়ে প্রতারণার অভিযোগে সংগঠনের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার সংগঠনের জেলা শাখার সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীব্ নওশাদ পল্লবের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
অব্যাহতি পাওয়া ছাত্রলীগ নেতার নাম তরিকুল ইসলাম। তিনি জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের পদে ছিলেন। এর আগে ভুক্তভোগী ওই ছাত্রী প্রতারণার অভিযোগ তুলে চলতি মাসের ১৯ জুন কেন্দ্রীয় ও জেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের কাছে লিখিত অভিযোগ দেন। পরে ছাত্রলীগ নেতা ও ওই ছাত্রীর একান্ত মুহূর্তের ভিডিও, ছবি ও হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
জেলা ছাত্রলীগের দলীয় প্যাডে বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে সম্পৃক্ত থাকার অভিযোগে তরিকুল ইসলামকে সংগঠনের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের কাছে সুপারিশ করা হয়েছে।
এ বিষয়ে জানতে অভিযুক্ত ছাত্রলীগ নেতা তরিকুল ইসলামের মোবাইল ফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস বলেন, ‘তরিকুল ইসলাম সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। সাংগঠনিকভাবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’
এর আগে লিখিত অভিযোগে ভুক্তভোগী ছাত্রলীগ নেত্রী উল্লেখ করেন, প্রায় দুই বছর আগে যশোর সরকারি এম এম কলেজের বাংলা বিভাগে পড়াশোনার সময় একই কলেজের ভূগোল বিভাগের ছাত্র ও জেলা ছাত্রলীগ নেতা তরিকুল ইসলামের সঙ্গে পরিচয় হয়। এরপর তা প্রেমের সম্পর্কে গড়ায়। একে অপরকে বিয়ের প্রতিশ্রুতিও দেন। তরিকুল তাঁর ভাড়া বাসায় স্ত্রী পরিচয়ে ওই কর্মীর সঙ্গে থাকতেন। সম্প্রতি ওই কর্মীটি বিয়ের কথা বললে সম্পর্ক অস্বীকার করে তাঁকে হত্যার ভয় দেখান তরিকুল।
এদিকে ওই কর্মীর সঙ্গে একান্তে কাটানো মুহূর্তের বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী তরুণী নিজেকে ছাত্রলীগ নেত্রী দাবি করে বলেন, ‘ছাত্রলীগের দাপট দেখিয়ে তরিকুল আমার জীবনটাকে তছনছ করে দিয়েছে। শারীরিক সম্পর্কের পর এখন বিয়ে করতে অস্বীকার করছে। প্রেম করে কিছু করলেই বিয়ে করতে হবে—এমন কোনো কথা নেই বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমি তরিকুলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে কেন্দ্রীয় ও জেলা ছাত্রলীগ সভাপতি-সম্পাদকের কাছে অভিযোগ করেছি।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫