বেনাপোল প্রতিনিধি
ভারতে পাচারের সময় যশোরের শার্শা সীমান্তে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৯ কেজি ৭৫৯ গ্রাম ওজনের ৩০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে দুজন পাচারকারীকে আটক করা হয়েছে। এ সময় চোরাকারবারিদের ককটেল হামলায় পুলিশের দুই সদস্য আহত হন এবং পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় সড়ক দুর্ঘটনায় পাচারকারী একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শার্শার নাভারণ-সাতক্ষীরা সড়কের জামতলা এলাকায় মবিল ফ্যাক্টরির সামনে এসব ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন কনস্টেবল তোহিদ ইসলাম ও রনবীর। নিহত হয়েছেন ওলিয়ার রহমান (৩৫)। তিনি শার্শার রাজাপুর গ্রামের জাহান আলীর ছেলে। আটক হওয়া ব্যক্তিরা হলেন কুমিল্লার হোমনা উপজেলার আবুল সরকারের ছেলে রবিন সরকার (৩৫) ও দাউদকান্দি উপজেলার কবীর হোসেনের ছেলে আবুল কাশেম (৩৫)।
পুলিশ বলছে, সম্প্রতি যশোরের শার্শা সীমান্তপথে বেড়েছে ভারতে স্বর্ণ পাচার কার্যক্রম। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় শার্শা সীমান্তপথে স্বর্ণ পাচারের গোপন একটি খবর পেয়ে পুলিশ নাভারণ-সাতক্ষীরা সড়কের জামতলা বাজারে মবিল ফ্যাক্টরির সামনে সন্দেহভাজন একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-২২০৪২৪) ধাওয়া করে। এ সময় চোরাকারবারি সদস্যরা পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলা চালায়। পাচারকারীদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হন। পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় এক পাচারকারী গুরুতর জখম হলে পুলিশ তাঁকে উদ্ধার করে শার্শা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এদিকে চোরাকারবারিদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ চোরাকারবারিদের ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেট কার ও ৯ কেজি ৭৫৯ গ্রাম ওজনের ৩০টি স্বর্ণের বার উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে বোমার বিকট শব্দে ঘুম ভেড়ে যায়। পরে ঘর থেকে বের হয়ে দেখেন পুলিশ ও স্বর্ণ পাচারকারীদের মধ্যে সংঘর্ষ চলছে।
নিহত ওলিয়ারের পিতা জাহান আলী জানান, মোটরসাইকেল ভাড়ায় চালাতেন তাঁর ছেলে। রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। সকালে জানতে পারেন সোনা পাচারের ঘটনায় তাঁর ছেলে মারা গেছেন।
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ছিদ্দিকুর রহমান বলেন, ‘আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে স্বাস্থ্য কমপ্লেক্সে আসার আগেই মারা গেছেন ওই ব্যক্তি। আহত দুই পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়ে আজ (শুক্রবার) ভোরে চলে গেছেন।’
জেলা পুলিশের নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জুয়েল ইমরান জানান, ‘স্বর্ণ উদ্ধারের সময় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা পুলিশের ওপর ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে দুজন পুলিশ সদস্য আহত হয়েছেন। দুজনকে আটক করা হয়েছে।’
এএসপি আরও বলেন, ‘এদিকে পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় দুর্ঘটনায় একজন পাচারকারী মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
প্রসঙ্গত, গত এক সপ্তাহে যশোরের শার্শা সীমান্তপথে ভারতে পাচারের সময় বিজিবির অভিযানে দুটি ও পুলিশের অভিযানে একটি স্বর্ণের চালান আটক হয়েছে।
ভারতে পাচারের সময় যশোরের শার্শা সীমান্তে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৯ কেজি ৭৫৯ গ্রাম ওজনের ৩০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে দুজন পাচারকারীকে আটক করা হয়েছে। এ সময় চোরাকারবারিদের ককটেল হামলায় পুলিশের দুই সদস্য আহত হন এবং পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় সড়ক দুর্ঘটনায় পাচারকারী একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শার্শার নাভারণ-সাতক্ষীরা সড়কের জামতলা এলাকায় মবিল ফ্যাক্টরির সামনে এসব ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন কনস্টেবল তোহিদ ইসলাম ও রনবীর। নিহত হয়েছেন ওলিয়ার রহমান (৩৫)। তিনি শার্শার রাজাপুর গ্রামের জাহান আলীর ছেলে। আটক হওয়া ব্যক্তিরা হলেন কুমিল্লার হোমনা উপজেলার আবুল সরকারের ছেলে রবিন সরকার (৩৫) ও দাউদকান্দি উপজেলার কবীর হোসেনের ছেলে আবুল কাশেম (৩৫)।
পুলিশ বলছে, সম্প্রতি যশোরের শার্শা সীমান্তপথে বেড়েছে ভারতে স্বর্ণ পাচার কার্যক্রম। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় শার্শা সীমান্তপথে স্বর্ণ পাচারের গোপন একটি খবর পেয়ে পুলিশ নাভারণ-সাতক্ষীরা সড়কের জামতলা বাজারে মবিল ফ্যাক্টরির সামনে সন্দেহভাজন একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-২২০৪২৪) ধাওয়া করে। এ সময় চোরাকারবারি সদস্যরা পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলা চালায়। পাচারকারীদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হন। পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় এক পাচারকারী গুরুতর জখম হলে পুলিশ তাঁকে উদ্ধার করে শার্শা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এদিকে চোরাকারবারিদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ চোরাকারবারিদের ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেট কার ও ৯ কেজি ৭৫৯ গ্রাম ওজনের ৩০টি স্বর্ণের বার উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে বোমার বিকট শব্দে ঘুম ভেড়ে যায়। পরে ঘর থেকে বের হয়ে দেখেন পুলিশ ও স্বর্ণ পাচারকারীদের মধ্যে সংঘর্ষ চলছে।
নিহত ওলিয়ারের পিতা জাহান আলী জানান, মোটরসাইকেল ভাড়ায় চালাতেন তাঁর ছেলে। রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। সকালে জানতে পারেন সোনা পাচারের ঘটনায় তাঁর ছেলে মারা গেছেন।
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ছিদ্দিকুর রহমান বলেন, ‘আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে স্বাস্থ্য কমপ্লেক্সে আসার আগেই মারা গেছেন ওই ব্যক্তি। আহত দুই পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়ে আজ (শুক্রবার) ভোরে চলে গেছেন।’
জেলা পুলিশের নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জুয়েল ইমরান জানান, ‘স্বর্ণ উদ্ধারের সময় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা পুলিশের ওপর ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে দুজন পুলিশ সদস্য আহত হয়েছেন। দুজনকে আটক করা হয়েছে।’
এএসপি আরও বলেন, ‘এদিকে পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় দুর্ঘটনায় একজন পাচারকারী মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
প্রসঙ্গত, গত এক সপ্তাহে যশোরের শার্শা সীমান্তপথে ভারতে পাচারের সময় বিজিবির অভিযানে দুটি ও পুলিশের অভিযানে একটি স্বর্ণের চালান আটক হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫