বেনাপোল (যশোর) প্রতিনিধি
যশোরের বেনাপোল সীমান্তপথে চামড়া পাচার রোধে ঈদের দিন থেকে সাত দিন সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ইতিমধ্যে সীমান্তে বাড়ানো হয়েছে বিজিবি ও পুলিশের টহল। পাচার ঠেকাতে সীমান্ত সড়কে প্রবেশকালে সন্দেহভাজন যানবাহন তল্লাশি করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে সীমান্তে সতর্কতার বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি ও পুলিশের কর্মকর্তারা।
২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভির রহমান বলেন, কোরবানি পশুর চামড়া যাতে কোনোভাবে পাচার হতে না পারে, সে জন্য সীমান্তের বিশেষ বিশেষ পয়েন্টগুলো চিহ্নিত করে বিভিন্ন পদক্ষেপ নিতে নির্দেশ এসেছে বিজিবি সদর দপ্তর থেকে। ইতিমধ্যে এসব পয়েন্ট চিহ্নিত করে বিশেষ টহলের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া শহর থেকে যাতে চামড়া সহজেই সীমান্তে পৌঁছাতে না পারে, তার জন্য বিজিবি চেক পয়েন্টগুলোতে নজরদারি জোরদার রয়েছে। সীমান্ত অভিমুখে প্রতিটি ট্রাক, পিকআপসহ সব যানবাহন বিজিবির তল্লাশির আওতায় থাকবে। পাচারের সম্ভাবনা দেখা দিলে নির্ধারিত সাত দিন শেষেও এই নিরাপত্তা থাকবে বলে তিনি জানান।
এদিকে চামড়ার সাধারণ বিক্রেতারা জানান, সরকারনির্ধারিত মূল্য তাঁরা বাজারে পাচ্ছেন না। গরুর চামড়া ২০০ থেকে ৩০০ টাকার বেশি পাওয়া যাচ্ছে না। আর ছাগলের চামড়া বিক্রি করাই কঠিন হয়ে পড়েছে। চাহিদা বাড়ায় লবণের দামও কেজিতে ৫ টাকা বাড়িয়ে দেওয়ায় চামড়া সংরক্ষণ নিয়ে দুশ্চিন্তায় পড়তে হচ্ছে। তবে বিক্রেতারা অজুহাত দেখাচ্ছেন, চামড়ার মান ভালো না হওয়ায় তাঁরা নির্ধারিত দামে কিনতে পারছেন না।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, কোরবানির পশুর চামড়া পাচার রোধে সীমান্তে অন্যান্য নিরাপত্তা সংস্থার পাশাপাশি তাঁরাও কাজ করছেন। সীমান্ত অভিমুখে কোনো যানবাহন প্রবেশের সময় জিজ্ঞাসাবাদ ও সন্দেহভাজন যানবাহন তল্লাশি করা হচ্ছে।
জানা যায়, বাংলাদেশের পশুর চামড়ার গুণগত মান উন্নত। তবে দেশে গেল কয়েক বছর ধরে চামড়ার দাম খুবই কম যাচ্ছে। এ কারণে বেশি লাভের আশায় সীমান্তপথে চামড়া পাচারের প্রবণতা আছে অনেক ব্যবসায়ীর মধ্যে। আগে যশোরের বেনাপোল সীমান্তে কোরবানির পশুর চামড়া আটকের ঘটনাও ঘটেছে একাধিকবার। এ কারণে এই এলাকা দিয়ে চামড়া পাচারের ঝুঁকি থাকায় নজরদারি বাড়িয়েছে বিজিবি ও পুলিশ।
উল্লেখ্য, এ বছর ঢাকায় বাইরে প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৫০-৫৫ টাকা, ঢাকর জন্য এটা ৪৫–৪৮ টাকা। এ ছাড়া খাসির চামড়ার ক্রয়মূল্য প্রতি বর্গফুট ১৮-২০ টাকা এবং বকরির চামড়ার ক্রয়মূল্য ১২-১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
যশোরের বেনাপোল সীমান্তপথে চামড়া পাচার রোধে ঈদের দিন থেকে সাত দিন সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ইতিমধ্যে সীমান্তে বাড়ানো হয়েছে বিজিবি ও পুলিশের টহল। পাচার ঠেকাতে সীমান্ত সড়কে প্রবেশকালে সন্দেহভাজন যানবাহন তল্লাশি করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে সীমান্তে সতর্কতার বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি ও পুলিশের কর্মকর্তারা।
২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভির রহমান বলেন, কোরবানি পশুর চামড়া যাতে কোনোভাবে পাচার হতে না পারে, সে জন্য সীমান্তের বিশেষ বিশেষ পয়েন্টগুলো চিহ্নিত করে বিভিন্ন পদক্ষেপ নিতে নির্দেশ এসেছে বিজিবি সদর দপ্তর থেকে। ইতিমধ্যে এসব পয়েন্ট চিহ্নিত করে বিশেষ টহলের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া শহর থেকে যাতে চামড়া সহজেই সীমান্তে পৌঁছাতে না পারে, তার জন্য বিজিবি চেক পয়েন্টগুলোতে নজরদারি জোরদার রয়েছে। সীমান্ত অভিমুখে প্রতিটি ট্রাক, পিকআপসহ সব যানবাহন বিজিবির তল্লাশির আওতায় থাকবে। পাচারের সম্ভাবনা দেখা দিলে নির্ধারিত সাত দিন শেষেও এই নিরাপত্তা থাকবে বলে তিনি জানান।
এদিকে চামড়ার সাধারণ বিক্রেতারা জানান, সরকারনির্ধারিত মূল্য তাঁরা বাজারে পাচ্ছেন না। গরুর চামড়া ২০০ থেকে ৩০০ টাকার বেশি পাওয়া যাচ্ছে না। আর ছাগলের চামড়া বিক্রি করাই কঠিন হয়ে পড়েছে। চাহিদা বাড়ায় লবণের দামও কেজিতে ৫ টাকা বাড়িয়ে দেওয়ায় চামড়া সংরক্ষণ নিয়ে দুশ্চিন্তায় পড়তে হচ্ছে। তবে বিক্রেতারা অজুহাত দেখাচ্ছেন, চামড়ার মান ভালো না হওয়ায় তাঁরা নির্ধারিত দামে কিনতে পারছেন না।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, কোরবানির পশুর চামড়া পাচার রোধে সীমান্তে অন্যান্য নিরাপত্তা সংস্থার পাশাপাশি তাঁরাও কাজ করছেন। সীমান্ত অভিমুখে কোনো যানবাহন প্রবেশের সময় জিজ্ঞাসাবাদ ও সন্দেহভাজন যানবাহন তল্লাশি করা হচ্ছে।
জানা যায়, বাংলাদেশের পশুর চামড়ার গুণগত মান উন্নত। তবে দেশে গেল কয়েক বছর ধরে চামড়ার দাম খুবই কম যাচ্ছে। এ কারণে বেশি লাভের আশায় সীমান্তপথে চামড়া পাচারের প্রবণতা আছে অনেক ব্যবসায়ীর মধ্যে। আগে যশোরের বেনাপোল সীমান্তে কোরবানির পশুর চামড়া আটকের ঘটনাও ঘটেছে একাধিকবার। এ কারণে এই এলাকা দিয়ে চামড়া পাচারের ঝুঁকি থাকায় নজরদারি বাড়িয়েছে বিজিবি ও পুলিশ।
উল্লেখ্য, এ বছর ঢাকায় বাইরে প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৫০-৫৫ টাকা, ঢাকর জন্য এটা ৪৫–৪৮ টাকা। এ ছাড়া খাসির চামড়ার ক্রয়মূল্য প্রতি বর্গফুট ১৮-২০ টাকা এবং বকরির চামড়ার ক্রয়মূল্য ১২-১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে