বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রয়োজনীয় অবকাঠামো গড়ে না ওঠায় বাংলাদেশ থেকে ভারতে রেলপথে পণ্য রপ্তানি গতি পাচ্ছে না।
রপ্তানিকারকেরা বলছেন, বাংলাদেশ থেকে ভারতে প্রতিদিন অন্তত ৩০০ ট্রাক পণ্য রপ্তানির চাহিদা রয়েছে। কিন্তু প্রায় ২০০ ট্রাক পণ্য এখন রপ্তানি করা হয়। গত নভেম্বরে ভারতের সঙ্গে রপ্তানি বাণিজ্য বাড়াতে রেলপথে পণ্য রপ্তানির অনুমোদন দিয়েছে দুই দেশের সরকার। কিন্তু অবকাঠামোর কারণে তা এখনো শুরু হয়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, খুব দ্রুত রেল ও বন্দরের অবকাঠামো উন্নয়নের কাজে হাত দেওয়া হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, দেশে স্থলপথে ভারতের সঙ্গে যে বাণিজ্য হয়, তার ৭০ শতাংশ হয় বেনাপোল বন্দর দিয়ে। বর্তমানে আমদানি সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাণিজ্যও।
আমদানি বাণিজ্যকে সহজ করতে বেশ আগেই সড়কপথের পাশাপাশি রেলপথেও ভারত থেকে পণ্য আমদানি হচ্ছে। এতে আমদানি বাণিজ্যে গতি ফিরেছে। কিন্তু রপ্তানি বাণিজ্যে রয়েছে নানান প্রতিবন্ধকতা ও হয়রানি। এক্ষেত্রে রেলপথে পণ্য রপ্তানির দাবি ছিল ব্যবসায়ীদের। গত ২ নভেম্বর দুই দেশের মধ্যস্থতায় রেলপথে পণ্য রপ্তানির অনুমতি দেওয়া হয়। কিন্তু বন্দর ও রেলের প্রয়োজনীয় অবকাঠামো গড়ে না ওঠায় রপ্তানি চালু করা সম্ভব হচ্ছে না। দিনে ৩০০ ট্রাক পণ্য রপ্তানির চাহিদা রয়েছে। কিন্তু ২০০ ট্রাকের বেশি পণ্য রপ্তানি করা সম্ভব হচ্ছে না। ব্যবসায়ীরা বলছেন, রেলপথে রপ্তানি চালু করা গেলে দিনে দিনে যেমন পণ্য কলকাতায় পৌঁছাবে, তেমনি খরচ অর্ধেকে নেমে আসবে।
বেনাপোল আমদান-রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক বলেন, ‘২০২১-২২ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানি হয়েছে ৭ হাজার ৮৫৪ কোটি টাকা মূল্যের ৪ লাখ ২৬ হাজার ৩৯৩ মেট্রিক টন পণ্য। রপ্তানি করা পণ্যের মধ্যে রয়েছে, পাট ও পাটজাত দ্র্রব্য, তৈরি পোশাক, কেমিক্যাল, বসুন্ধরা টিসু, মেলামাইন, কাঁচা লোহা, নকশি কাঁথা, ওয়ালটন ফ্রিজ, এসিসহ বিভিন্ন ধরনের শতাধিক পণ্য। রেলপথে পণ্য রপ্তানি করা গেলে কম খরচে খুব অল্প সময়ে পণ্য রপ্তানি করা সম্ভব হবে। রেলপথে পণ্য রপ্তানির অনুমতি দেওয়া হলেও বেনাপোল ও পেট্রোপোল বন্দরের রেল খাতে অবকাঠামোগত সমস্যায় বাণিজ্যিক কার্যক্রম চালু হচ্ছে না।’
বেনাপোল সিঅ্যন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ‘সড়কপথে রপ্তানি বাণিজ্যে নিরাপত্তার নামে ভারতের সীমান্তরক্ষী বিএসএফের কাছে হয়রানির শিকার হতে হয়। এতে চাহিদামতো পণ্য রপ্তানি করা সম্ভব হয় না। রেলপথে পণ্য রপ্তানির অনুমতি দেওয়ায় আমরা খুশি। আশা রাখছি দ্রুত কার্যক্রম শুরু করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’
বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) মনিরুল ইসলাম বলেন, ‘গত নভেম্বর মাসে রেলপথে পণ্য রপ্তানির জন্য অনুমতি দেওয়া হয়েছে। তবে প্রয়োজনীয় অবকাঠামো না থাকায় এখনই রপ্তানি চালু করা সম্ভব হচ্ছে না। শিগগিরই এর জন্য অবকাঠামোর উন্নয়নমূলক কাজে হাত দেওয়া হবে।’
এ নিয়ে জানতে চাইলে বেনাপোল রেল স্টেশনের মাস্টার সাইদুর রহমান বলেন, ‘এখন ভারত থেকে রেলে পণ্য আমদানি হচ্ছে। যত দ্রুত অবকাঠামোগত সমস্যার সমাধান করা হবে, তত দ্রুত রেলপথে ভারত থেকে পণ্য রপ্তানি করা সম্ভব হবে।’
প্রয়োজনীয় অবকাঠামো গড়ে না ওঠায় বাংলাদেশ থেকে ভারতে রেলপথে পণ্য রপ্তানি গতি পাচ্ছে না।
রপ্তানিকারকেরা বলছেন, বাংলাদেশ থেকে ভারতে প্রতিদিন অন্তত ৩০০ ট্রাক পণ্য রপ্তানির চাহিদা রয়েছে। কিন্তু প্রায় ২০০ ট্রাক পণ্য এখন রপ্তানি করা হয়। গত নভেম্বরে ভারতের সঙ্গে রপ্তানি বাণিজ্য বাড়াতে রেলপথে পণ্য রপ্তানির অনুমোদন দিয়েছে দুই দেশের সরকার। কিন্তু অবকাঠামোর কারণে তা এখনো শুরু হয়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, খুব দ্রুত রেল ও বন্দরের অবকাঠামো উন্নয়নের কাজে হাত দেওয়া হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, দেশে স্থলপথে ভারতের সঙ্গে যে বাণিজ্য হয়, তার ৭০ শতাংশ হয় বেনাপোল বন্দর দিয়ে। বর্তমানে আমদানি সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাণিজ্যও।
আমদানি বাণিজ্যকে সহজ করতে বেশ আগেই সড়কপথের পাশাপাশি রেলপথেও ভারত থেকে পণ্য আমদানি হচ্ছে। এতে আমদানি বাণিজ্যে গতি ফিরেছে। কিন্তু রপ্তানি বাণিজ্যে রয়েছে নানান প্রতিবন্ধকতা ও হয়রানি। এক্ষেত্রে রেলপথে পণ্য রপ্তানির দাবি ছিল ব্যবসায়ীদের। গত ২ নভেম্বর দুই দেশের মধ্যস্থতায় রেলপথে পণ্য রপ্তানির অনুমতি দেওয়া হয়। কিন্তু বন্দর ও রেলের প্রয়োজনীয় অবকাঠামো গড়ে না ওঠায় রপ্তানি চালু করা সম্ভব হচ্ছে না। দিনে ৩০০ ট্রাক পণ্য রপ্তানির চাহিদা রয়েছে। কিন্তু ২০০ ট্রাকের বেশি পণ্য রপ্তানি করা সম্ভব হচ্ছে না। ব্যবসায়ীরা বলছেন, রেলপথে রপ্তানি চালু করা গেলে দিনে দিনে যেমন পণ্য কলকাতায় পৌঁছাবে, তেমনি খরচ অর্ধেকে নেমে আসবে।
বেনাপোল আমদান-রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক বলেন, ‘২০২১-২২ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানি হয়েছে ৭ হাজার ৮৫৪ কোটি টাকা মূল্যের ৪ লাখ ২৬ হাজার ৩৯৩ মেট্রিক টন পণ্য। রপ্তানি করা পণ্যের মধ্যে রয়েছে, পাট ও পাটজাত দ্র্রব্য, তৈরি পোশাক, কেমিক্যাল, বসুন্ধরা টিসু, মেলামাইন, কাঁচা লোহা, নকশি কাঁথা, ওয়ালটন ফ্রিজ, এসিসহ বিভিন্ন ধরনের শতাধিক পণ্য। রেলপথে পণ্য রপ্তানি করা গেলে কম খরচে খুব অল্প সময়ে পণ্য রপ্তানি করা সম্ভব হবে। রেলপথে পণ্য রপ্তানির অনুমতি দেওয়া হলেও বেনাপোল ও পেট্রোপোল বন্দরের রেল খাতে অবকাঠামোগত সমস্যায় বাণিজ্যিক কার্যক্রম চালু হচ্ছে না।’
বেনাপোল সিঅ্যন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ‘সড়কপথে রপ্তানি বাণিজ্যে নিরাপত্তার নামে ভারতের সীমান্তরক্ষী বিএসএফের কাছে হয়রানির শিকার হতে হয়। এতে চাহিদামতো পণ্য রপ্তানি করা সম্ভব হয় না। রেলপথে পণ্য রপ্তানির অনুমতি দেওয়ায় আমরা খুশি। আশা রাখছি দ্রুত কার্যক্রম শুরু করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’
বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) মনিরুল ইসলাম বলেন, ‘গত নভেম্বর মাসে রেলপথে পণ্য রপ্তানির জন্য অনুমতি দেওয়া হয়েছে। তবে প্রয়োজনীয় অবকাঠামো না থাকায় এখনই রপ্তানি চালু করা সম্ভব হচ্ছে না। শিগগিরই এর জন্য অবকাঠামোর উন্নয়নমূলক কাজে হাত দেওয়া হবে।’
এ নিয়ে জানতে চাইলে বেনাপোল রেল স্টেশনের মাস্টার সাইদুর রহমান বলেন, ‘এখন ভারত থেকে রেলে পণ্য আমদানি হচ্ছে। যত দ্রুত অবকাঠামোগত সমস্যার সমাধান করা হবে, তত দ্রুত রেলপথে ভারত থেকে পণ্য রপ্তানি করা সম্ভব হবে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫