Ajker Patrika

ভারতে পাচার হওয়া ৮ বাংলাদেশি বেনাপোলে হস্তান্তর

বেনাপোল (যশোর) প্রতিনিধি
ভারতে পাচার হওয়া ৮ বাংলাদেশি বেনাপোলে হস্তান্তর

ভারতে পাচার হওয়া ৮ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে জেল খেটে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট হয়ে দেশে ফিরেছে। আইনি সহায়তা দিতে জাস্টিস এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা তাঁদের গ্রহণ করেছে। 

আজ বুধবার সন্ধ্যা ৬টার সময় তাঁদের ভারতের ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। 

ফেরত আসা ব্যক্তিরা হলেন, ইসমাইল (৩৫), সোহেল রানা (৩৫), আলামিন (৩০), শফি আলম (২৬), আব্দুল হামিদ (৩১), সোহেল (২৫), আশিক শেখ (৩০) ও ফজলু রহমান (২৭)। ফেরত আসা সবাই কক্সবাজার জেলার রামু উপজেলার। 

বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ভালো কাজের আশায় এরা বিভিন্ন সীমান্ত পথে ভারতে যায়। সে দেশে কাজ করার সময় পুলিশের কাছে আটক হয়ে তারা জেলে যান। এরপর তারা ৮ থেকে ১২ বছর জেল খেটে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরেন। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাঁদের বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। 

জাস্টিস এন্ড কেয়ার বেনাপোল ফিল্ড অফিসার রোকেয়া খাতুন জানান, পাচারের শিকার বাংলাদেশিদের বেনাপোল বন্দর থানার আনুষ্ঠানিকতা শেষে যশোর শেল্টার হোমে রাখা হবে। এরপর তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ সময় কেউ যদি পাচারকারীদের শনাক্ত করে আইনি সহায়তা চান দেওয়া হবে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত