Ajker Patrika

বেনাপোল সীমান্তে ৪ কেজি সোনার বারসহ আটক ২

বেনাপোল প্রতিনিধি
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ১৯
বেনাপোল সীমান্তে ৪ কেজি সোনার বারসহ আটক ২

ভারতে পাচারের সময় যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৩ কেজি ৯০০ গ্রাম ওজনের ২০টি সোনার বারসহ দুই পাচারকারীকে আটক করেছেন বিজিবি সদস্যরা। আজ সোমবার সকালে বেনাপোল সীমান্তের পুটখালী ইউনিয়নের বালুন্ডা বাজার থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাঁদের আটক করেন। 

আটক দুজন হলেন বেনাপোল বন্দর থানার আলী হোসেনের ছেলে লিটন ও আজিজুর রহমানের ছেলে হাফিজুর রহমান। 

জব্দ হওয়া ৪ কেজি স্বর্ণবার২১ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক মোহাম্মদ মনজুর-ই-এলাহী জানান, বিজিবি গোপন খবরে জানতে পারে বেনাপোল সীমান্ত পথে সোনার একটি চালান ভারতে পাচার হবে। এ সময় বিজিবি সীমান্তে টহল জোরদার করে। একপর্যায়ে দুই যুবক মোটরসাইকেলযোগে সীমান্তের দিকে প্রবেশের চেষ্টা করলে তাঁদের গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে তাঁদের শরীর তল্লাশি করে ২০টি সোনার বার পাওয়া যায়। আটক দুই যুবকের বিরুদ্ধে সোনা পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত