মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরে আলী হাসান (১৯) নামের এক কোম্পানির বিক্রয় প্রতিনিধির গলায় ও হাতে ছুরিকাঘাত করে টাকার ব্যাগ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার শেখপাড়া খানপুর এলাকা থেকে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়।
আলী হাসান মুন্সি খানপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি পেট্রা নামের একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধি। তাঁকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ছিনতাই হওয়া ব্যাগে পণ্য বিক্রির ২৬-২৭ হাজার টাকা ছিল বলে দাবি করেছেন আলী হাসান।
আলী হাসান বলেন, ‘আমি পেট্রা নামের একটি কোম্পানিতে কাজ করি। আমার কাজ ফরমায়েশ অনুযায়ী ইঞ্জিন ভ্যানে করে কোম্পানির কলম, পেনসিল, খাতাসহ বিভিন্ন পণ্য দোকানে পৌঁছে দিয়ে টাকা বুঝে নেওয়া। সেই টাকা প্রতি রাতে সুন্দলপুর বাজারে পরিবেশকের ঘরে পৌঁছে বুঝিয়ে দিতে হয়।’
আলী হাসান বলেন, ‘বুধবার দিন শেষে মনোহরপুর বাজারে পণ্য বুঝিয়ে দিয়ে টাকা নিয়ে রাত সাড়ে ৯টার দিকে ভ্যান চালিয়ে ফিরছিলাম। আমার কাছে ব্যাগে পণ্য বিক্রির ২৬-২৭ হাজার টাকা ছিল। শেখপাড়া খানপুর এলাকায় এলে ভ্যান রেখে রাস্তার পাশে প্রস্রাব করতে বসি। সেখান থেকে উঠে ভ্যান টান দিতেই রাস্তার পাশ থেকে তিনজন উঠে আমার গতি রোধ করে টাকার ব্যাগ ছিনিয়ে নিতে চায়। আমি ব্যাগ না ছাড়তে চাইলে ওরা আমার হাতে ছুরি দিয়ে পোচ দেয়। এর পরও আমি ব্যাগ ছাড়তে না চাইলে গলায় পোচ দিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে মাঠের দিকে চলে যায়। তখন আমি চিৎকার দিলে আশপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।’
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা হুমায়ুন রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘ছিনতাইকারীরা আলী হাসানের হাতে ও গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। রাতে হাসপাতালে আনার পর তাঁর ক্ষতস্থান ব্যান্ডেজ করা হয়েছে। তিনি ঝুঁকিমুক্ত।’
মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) অরূপ কুমার বসু বলেন, ‘কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে রক্তাক্ত জখম করে টাকা ছিনতাইয়ের খবর পেয়ে রাতে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের আইনের আওয়তায় আনার চেষ্টা করা হবে।’
যশোরের মনিরামপুরে আলী হাসান (১৯) নামের এক কোম্পানির বিক্রয় প্রতিনিধির গলায় ও হাতে ছুরিকাঘাত করে টাকার ব্যাগ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার শেখপাড়া খানপুর এলাকা থেকে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়।
আলী হাসান মুন্সি খানপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি পেট্রা নামের একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধি। তাঁকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ছিনতাই হওয়া ব্যাগে পণ্য বিক্রির ২৬-২৭ হাজার টাকা ছিল বলে দাবি করেছেন আলী হাসান।
আলী হাসান বলেন, ‘আমি পেট্রা নামের একটি কোম্পানিতে কাজ করি। আমার কাজ ফরমায়েশ অনুযায়ী ইঞ্জিন ভ্যানে করে কোম্পানির কলম, পেনসিল, খাতাসহ বিভিন্ন পণ্য দোকানে পৌঁছে দিয়ে টাকা বুঝে নেওয়া। সেই টাকা প্রতি রাতে সুন্দলপুর বাজারে পরিবেশকের ঘরে পৌঁছে বুঝিয়ে দিতে হয়।’
আলী হাসান বলেন, ‘বুধবার দিন শেষে মনোহরপুর বাজারে পণ্য বুঝিয়ে দিয়ে টাকা নিয়ে রাত সাড়ে ৯টার দিকে ভ্যান চালিয়ে ফিরছিলাম। আমার কাছে ব্যাগে পণ্য বিক্রির ২৬-২৭ হাজার টাকা ছিল। শেখপাড়া খানপুর এলাকায় এলে ভ্যান রেখে রাস্তার পাশে প্রস্রাব করতে বসি। সেখান থেকে উঠে ভ্যান টান দিতেই রাস্তার পাশ থেকে তিনজন উঠে আমার গতি রোধ করে টাকার ব্যাগ ছিনিয়ে নিতে চায়। আমি ব্যাগ না ছাড়তে চাইলে ওরা আমার হাতে ছুরি দিয়ে পোচ দেয়। এর পরও আমি ব্যাগ ছাড়তে না চাইলে গলায় পোচ দিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে মাঠের দিকে চলে যায়। তখন আমি চিৎকার দিলে আশপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।’
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা হুমায়ুন রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘ছিনতাইকারীরা আলী হাসানের হাতে ও গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। রাতে হাসপাতালে আনার পর তাঁর ক্ষতস্থান ব্যান্ডেজ করা হয়েছে। তিনি ঝুঁকিমুক্ত।’
মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) অরূপ কুমার বসু বলেন, ‘কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে রক্তাক্ত জখম করে টাকা ছিনতাইয়ের খবর পেয়ে রাতে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের আইনের আওয়তায় আনার চেষ্টা করা হবে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে