যশোর প্রতিনিধি
ময়না খাতুন। ৩৬টি বসন্ত পার করেছেন। কিন্তু উচ্চতা মোটে ৩৬ ইঞ্চি। বহু চেষ্টা করে ব্যর্থ হয়ে হাল ছেড়ে দিয়েছিলেন বাবা-মা। ধরেই নিয়েছিলেন এ জন্মে আর জামাইয়ের মুখ দেখবেন না তাঁরা। অবশেষে তাঁদের আশা পূরণ হলো। গতকাল শুক্রবার রাতে ধুমধাম করে বিয়ে হয় ময়নার। বর রবিউল ইসলাম। তাঁর উচ্চতা ৪২ ইঞ্চি। অবশ্য কনের চেয়ে ১০ বছরের ছোট। আজ শনিবার বৌভাতের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
এলাকাবাসী উদ্যোগ নিয়ে দুদিন ব্যাপী আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ বিয়ে সম্পন্ন করেছেন। তিন ফুট উচ্চতার এ দম্পতির বিয়েতে আশপাশের বিভিন্ন গ্রামের হাজারো মানুষের ঢল নামে।
নরেন্দ্রপুর গ্রামের পোস্ট অফিস এলাকার বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর কবির জানান, গ্রামের মৃত আকবার আলীর ছেলে রবিউল ইসলামের উচ্চতা কম হওয়ায় বিয়ের জন্য পাত্রী পাচ্ছিলেন না। পরে স্থানীয়দের সহায়তায় খোঁজ মেলে পাশের আন্দুলিয়া গ্রামের নাজির মোল্লার মেয়ে ময়না খাতুনের। তাঁরও উচ্চতা কম হওয়ায় দীর্ঘদিন থেকে পাত্র পাচ্ছিলেন না অভিভাবকেরা। স্থানীয় মোতাহার হোসেন বুলবুল, গাজি কামরুল ইসলাম, বিকাশ কুমার সেনসহ কয়েকজন তাঁদের বিয়ে দেওয়ার উদ্যোগ নেন।
আলমগীর কবির আরও জানান, সবাই মিলে দুই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে বিয়ের দিনক্ষণ ঠিক করেন। যার ফলশ্রুতিতে শুক্রবার রাতে উভয়ের মধ্যে মুসলিম শরিয়া অনুযায়ী বিয়ে সম্পন্ন হয়েছে।
বরের খালু জাহাঙ্গীর বলেন, আমরা খুবই দরিদ্র। রবিউলের বাবা-মা কেউ নেই। ছোট থেকে আমরাই মানুষ করেছি। ছেলেটা প্রতিবন্ধী হওয়ায় বিয়ের জন্য মেয়ে খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে গ্রামবাসীর সহায়তায় পাশের আন্দুলিয়া গ্রামের ময়না খাতুনের সঙ্গে তাঁর বিয়ে সম্পন্ন হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য সুজিত বিশ্বাস বলেন, শুক্রবার রবিউলের সঙ্গে ময়নার বিয়ে সম্পন্ন হয়েছে। এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় দুইটি মাইক্রোবাসসহ ২০টি মোটরসাইকেল যোগে এই বিয়েতে ৬০ জন বরযাত্রী ছিল। নিয়ম অনুযায়ী পরদিন শনিবার মহা ধুমধামের সঙ্গে বউভাত অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয়রা। কনের এলাকা থেকে ৪০ জন আসেন এ অনুষ্ঠানে।
এদিকে দুই খুদে মানুষের বিয়েকে স্বাগত জানিয়েছে পোস্ট অফিসপাড়াসহ আশপাশের গ্রামের মানুষ। নবদম্পতিকে একনজর দেখতে এবং শুভকামনা জানাতে বর-কনের বাড়িতে ভিড় করছেন বহু নারী-পুরুষ।
ময়না খাতুন। ৩৬টি বসন্ত পার করেছেন। কিন্তু উচ্চতা মোটে ৩৬ ইঞ্চি। বহু চেষ্টা করে ব্যর্থ হয়ে হাল ছেড়ে দিয়েছিলেন বাবা-মা। ধরেই নিয়েছিলেন এ জন্মে আর জামাইয়ের মুখ দেখবেন না তাঁরা। অবশেষে তাঁদের আশা পূরণ হলো। গতকাল শুক্রবার রাতে ধুমধাম করে বিয়ে হয় ময়নার। বর রবিউল ইসলাম। তাঁর উচ্চতা ৪২ ইঞ্চি। অবশ্য কনের চেয়ে ১০ বছরের ছোট। আজ শনিবার বৌভাতের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
এলাকাবাসী উদ্যোগ নিয়ে দুদিন ব্যাপী আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ বিয়ে সম্পন্ন করেছেন। তিন ফুট উচ্চতার এ দম্পতির বিয়েতে আশপাশের বিভিন্ন গ্রামের হাজারো মানুষের ঢল নামে।
নরেন্দ্রপুর গ্রামের পোস্ট অফিস এলাকার বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর কবির জানান, গ্রামের মৃত আকবার আলীর ছেলে রবিউল ইসলামের উচ্চতা কম হওয়ায় বিয়ের জন্য পাত্রী পাচ্ছিলেন না। পরে স্থানীয়দের সহায়তায় খোঁজ মেলে পাশের আন্দুলিয়া গ্রামের নাজির মোল্লার মেয়ে ময়না খাতুনের। তাঁরও উচ্চতা কম হওয়ায় দীর্ঘদিন থেকে পাত্র পাচ্ছিলেন না অভিভাবকেরা। স্থানীয় মোতাহার হোসেন বুলবুল, গাজি কামরুল ইসলাম, বিকাশ কুমার সেনসহ কয়েকজন তাঁদের বিয়ে দেওয়ার উদ্যোগ নেন।
আলমগীর কবির আরও জানান, সবাই মিলে দুই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে বিয়ের দিনক্ষণ ঠিক করেন। যার ফলশ্রুতিতে শুক্রবার রাতে উভয়ের মধ্যে মুসলিম শরিয়া অনুযায়ী বিয়ে সম্পন্ন হয়েছে।
বরের খালু জাহাঙ্গীর বলেন, আমরা খুবই দরিদ্র। রবিউলের বাবা-মা কেউ নেই। ছোট থেকে আমরাই মানুষ করেছি। ছেলেটা প্রতিবন্ধী হওয়ায় বিয়ের জন্য মেয়ে খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে গ্রামবাসীর সহায়তায় পাশের আন্দুলিয়া গ্রামের ময়না খাতুনের সঙ্গে তাঁর বিয়ে সম্পন্ন হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য সুজিত বিশ্বাস বলেন, শুক্রবার রবিউলের সঙ্গে ময়নার বিয়ে সম্পন্ন হয়েছে। এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় দুইটি মাইক্রোবাসসহ ২০টি মোটরসাইকেল যোগে এই বিয়েতে ৬০ জন বরযাত্রী ছিল। নিয়ম অনুযায়ী পরদিন শনিবার মহা ধুমধামের সঙ্গে বউভাত অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয়রা। কনের এলাকা থেকে ৪০ জন আসেন এ অনুষ্ঠানে।
এদিকে দুই খুদে মানুষের বিয়েকে স্বাগত জানিয়েছে পোস্ট অফিসপাড়াসহ আশপাশের গ্রামের মানুষ। নবদম্পতিকে একনজর দেখতে এবং শুভকামনা জানাতে বর-কনের বাড়িতে ভিড় করছেন বহু নারী-পুরুষ।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫