বেনাপোল (যশোর) প্রতিনিধি
পদ্মা সেতু হয়ে প্রথমবারের মতো বেনাপোল থেকে যাত্রীবাহী ট্রেন ‘বেনাপোল এক্সপ্রেস’ যাত্রা শুরু করেছে। এ আগে রেলটি যমুনা সেতু হয়ে ঢাকায় যেত।
আজ বৃহস্পতিবার বেলা ১টায় যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়ে রাত সাড়ে ৮টায় ঢাকায় পৌঁছাবে বেনাপোল এক্সপ্রেস। পরের দিন সকাল ৭টা ২০ মিনিটে আবার যাত্রী নিয়ে ফিরবে ট্রেনটি। বেনাপোল রেলস্টেশন থেকে সাড়ে ৩০০ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয় ট্রেনটি। তবে যাত্রাপথে অন্যান্য স্টেশন থেকে আরও যাত্রী উঠবে এই ট্রেনে।
এর আগে পদ্মা সেতুতে সড়কপথে যানবাহনে বেনাপোল বন্দর থেকে যাত্রী ও পণ্য পরিবহন সেবা চালু হয়েছে। আজ থেকে এ রুটে যাত্রীরা পাচ্ছে রেলসেবা।
ভারতীয় পাসপোর্টধারী যাত্রী কমলেশ বিশ্বাস জানান, নিরাপদ ও স্বাচ্ছন্দ্য ভ্রমণের সুযোগ সৃষ্টিতে খুশি তাঁরা। প্রথম যাত্রী হয়ে তিনি বেনাপোল এক্সপ্রেসে টিকিট নিয়েছেন।
জানা গেছে, গত বছরের ২৫ জুন পদ্মার বুকে সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ, পশ্চিমাঞ্চলের ২১টি জেলা যুক্ত হয়। দূরত্ব কমে আসায় গত এক বছরে যোগাযোগ খাতে সুফল মেলে যাতায়াত ও বাণিজ্যে। এরই মধ্যে মানুষের জীবনযাত্রাকে আরও এক ধাপ এগিয়ে নিতে এবার পদ্মা সেতুতে চালু হলো রেলসেবা। গতকাল খুলনা থেকে যাত্রী নিয়ে রেল পদ্মা পাড়ি দিলেও আজ বেনাপোল থেকে যাত্রী নিয়ে ‘বেনাপোল এক্সপ্রেস’ রুট পরিবর্তন করে যমুনা সেতুর পরিবর্তে পদ্মা সেতু হয়ে যায় ঢাকায়। প্রথম পর্যায়ে কেবল যাত্রীবাহী রেল চলাচলের সুবিধা হলেও পরে মিলবে রেলে পণ্য পরিবহন সেবা।
বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক বলেন, বাণিজ্যিক কাজে ব্যবসায়ীদের রেলসেবা বড় ভূমিকা রাখবে। এ উন্নয়ন কার্যক্রম দেশের অর্থনীতিকে আগামীতে আরও বেগবান করতে ভূমিকা রাখবে।
বেনাপোল রেলওয়ে নিরাপত্তা কর্মকর্তা ইমদাদুল হক জানান, যাত্রীদের নিরাপত্তাব্যবস্থা আগের চেয়ে আরও জোরদার করা হয়েছে।
বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, বর্তমানে বেনাপোল রেলস্টেশন থেকে ঢাকা-বেনাপোল রুটে বেনাপোল এক্সপ্রেস, খুলনা-কলকাতা রুটে বন্ধন এক্সপ্রেস ও খুলনা-বেনাপোল রুটে বেতনা এক্সপ্রেস সার্ভিস চালু রয়েছে। আগে বেনাপোল এক্সপ্রেস যমুনা সেতু হয়ে যেত ঢাকায়। ২ নভেম্বর থেকে পদ্মা পাড়ি দিয়ে বেনাপোল এক্সপ্রেস যায় ঢাকায়। পদ্মা পাড়ির সুযোগে রেল ভ্রমণে যাত্রীর সংখ্যা সামনের দিনে আরও বাড়বে জানান তিনি। এ ছাড়া খুব শিগগিরই নড়াইল হয়ে রেল যাবে ঢাকায়। তখন ঢাকা-বেনাপোলের দূরত্ব ও সময় অর্ধেকে কমে আসবে।
পদ্মা সেতু হয়ে প্রথমবারের মতো বেনাপোল থেকে যাত্রীবাহী ট্রেন ‘বেনাপোল এক্সপ্রেস’ যাত্রা শুরু করেছে। এ আগে রেলটি যমুনা সেতু হয়ে ঢাকায় যেত।
আজ বৃহস্পতিবার বেলা ১টায় যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়ে রাত সাড়ে ৮টায় ঢাকায় পৌঁছাবে বেনাপোল এক্সপ্রেস। পরের দিন সকাল ৭টা ২০ মিনিটে আবার যাত্রী নিয়ে ফিরবে ট্রেনটি। বেনাপোল রেলস্টেশন থেকে সাড়ে ৩০০ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয় ট্রেনটি। তবে যাত্রাপথে অন্যান্য স্টেশন থেকে আরও যাত্রী উঠবে এই ট্রেনে।
এর আগে পদ্মা সেতুতে সড়কপথে যানবাহনে বেনাপোল বন্দর থেকে যাত্রী ও পণ্য পরিবহন সেবা চালু হয়েছে। আজ থেকে এ রুটে যাত্রীরা পাচ্ছে রেলসেবা।
ভারতীয় পাসপোর্টধারী যাত্রী কমলেশ বিশ্বাস জানান, নিরাপদ ও স্বাচ্ছন্দ্য ভ্রমণের সুযোগ সৃষ্টিতে খুশি তাঁরা। প্রথম যাত্রী হয়ে তিনি বেনাপোল এক্সপ্রেসে টিকিট নিয়েছেন।
জানা গেছে, গত বছরের ২৫ জুন পদ্মার বুকে সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ, পশ্চিমাঞ্চলের ২১টি জেলা যুক্ত হয়। দূরত্ব কমে আসায় গত এক বছরে যোগাযোগ খাতে সুফল মেলে যাতায়াত ও বাণিজ্যে। এরই মধ্যে মানুষের জীবনযাত্রাকে আরও এক ধাপ এগিয়ে নিতে এবার পদ্মা সেতুতে চালু হলো রেলসেবা। গতকাল খুলনা থেকে যাত্রী নিয়ে রেল পদ্মা পাড়ি দিলেও আজ বেনাপোল থেকে যাত্রী নিয়ে ‘বেনাপোল এক্সপ্রেস’ রুট পরিবর্তন করে যমুনা সেতুর পরিবর্তে পদ্মা সেতু হয়ে যায় ঢাকায়। প্রথম পর্যায়ে কেবল যাত্রীবাহী রেল চলাচলের সুবিধা হলেও পরে মিলবে রেলে পণ্য পরিবহন সেবা।
বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক বলেন, বাণিজ্যিক কাজে ব্যবসায়ীদের রেলসেবা বড় ভূমিকা রাখবে। এ উন্নয়ন কার্যক্রম দেশের অর্থনীতিকে আগামীতে আরও বেগবান করতে ভূমিকা রাখবে।
বেনাপোল রেলওয়ে নিরাপত্তা কর্মকর্তা ইমদাদুল হক জানান, যাত্রীদের নিরাপত্তাব্যবস্থা আগের চেয়ে আরও জোরদার করা হয়েছে।
বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, বর্তমানে বেনাপোল রেলস্টেশন থেকে ঢাকা-বেনাপোল রুটে বেনাপোল এক্সপ্রেস, খুলনা-কলকাতা রুটে বন্ধন এক্সপ্রেস ও খুলনা-বেনাপোল রুটে বেতনা এক্সপ্রেস সার্ভিস চালু রয়েছে। আগে বেনাপোল এক্সপ্রেস যমুনা সেতু হয়ে যেত ঢাকায়। ২ নভেম্বর থেকে পদ্মা পাড়ি দিয়ে বেনাপোল এক্সপ্রেস যায় ঢাকায়। পদ্মা পাড়ির সুযোগে রেল ভ্রমণে যাত্রীর সংখ্যা সামনের দিনে আরও বাড়বে জানান তিনি। এ ছাড়া খুব শিগগিরই নড়াইল হয়ে রেল যাবে ঢাকায়। তখন ঢাকা-বেনাপোলের দূরত্ব ও সময় অর্ধেকে কমে আসবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে