বেনাপোল (যশোর) প্রতিনিধি
ঈদুল ফিতর উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে ভারতের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম টানা আট দিন বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার কর্মদিবস শেষে শুরু হবে ঈদের ছুটি, যা চলবে আগামী ৪ এপ্রিল পর্যন্ত। ৫ এপ্রিল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে। তবে এই সময়ে পাসপোর্টধারী যাত্রী চলাচল অব্যাহত থাকবে।
বাণিজ্য-সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ-ভারতের মধ্যে সড়কপথে ৮০ শতাংশ বাণিজ্যই বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে সম্পন্ন হয়। প্রতিদিন গড়ে ৫০০ ট্রাক পণ্য আমদানি ও ২৫০ ট্রাক পণ্য রপ্তানি হয়ে থাকে। পাশাপাশি প্রতিদিন ৫ থেকে ৭ হাজার পাসপোর্টধারী যাত্রী এ পথে যাতায়াত করেন। প্রায় ১২ হাজার মানুষ এই বন্দরকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত। সরকারি হিসাব অনুযায়ী, বন্দর থেকে প্রতিদিন গড়ে ৫০ কোটি টাকা রাজস্ব আয় হয়ে থাকে। তবে টানা আট দিনের ছুটির কারণে বাণিজ্যে স্থবিরতা আসবে এবং রাজস্ব ঘাটতির শঙ্কা রয়েছে।
ছুটির মধ্যে বন্দর এলাকায় যেন কোনো ধরনের অপ্রত্যাশিত ঘটনা না ঘটে, সে জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সিসি ক্যামেরার নজরদারি বাড়ানোর পাশাপাশি আনসার, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও বেসরকারি নিরাপত্তা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মোস্তাফিজ্জোহা সেলিম বলেন, ‘বেনাপোল বন্দরে হাজার হাজার কোটি টাকার পণ্য সংরক্ষিত রয়েছে। ছুটির মধ্যে বাণিজ্য বন্ধ থাকলেও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।’
এদিকে ভারতীয় ট্রাকচালক অশোক কুমার জানান, বাংলাদেশে আট দিন ছুটির কারণে তাঁরা পণ্য পরিবহন করতে পারবেন না। বন্দরেই তাঁরা খালাসের অপেক্ষায় থাকবেন।
বেনাপোল বন্দর পরিচালক শামিম হোসেন বলেন, ছুটির মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
বেনাপোল ইমিগ্রেশন ওসি ইমতিয়াজ মোহাম্মদ আহসানুল কাদের ভূঁইয়া জানান, নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঈদুল ফিতর উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে ভারতের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম টানা আট দিন বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার কর্মদিবস শেষে শুরু হবে ঈদের ছুটি, যা চলবে আগামী ৪ এপ্রিল পর্যন্ত। ৫ এপ্রিল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে। তবে এই সময়ে পাসপোর্টধারী যাত্রী চলাচল অব্যাহত থাকবে।
বাণিজ্য-সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ-ভারতের মধ্যে সড়কপথে ৮০ শতাংশ বাণিজ্যই বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে সম্পন্ন হয়। প্রতিদিন গড়ে ৫০০ ট্রাক পণ্য আমদানি ও ২৫০ ট্রাক পণ্য রপ্তানি হয়ে থাকে। পাশাপাশি প্রতিদিন ৫ থেকে ৭ হাজার পাসপোর্টধারী যাত্রী এ পথে যাতায়াত করেন। প্রায় ১২ হাজার মানুষ এই বন্দরকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত। সরকারি হিসাব অনুযায়ী, বন্দর থেকে প্রতিদিন গড়ে ৫০ কোটি টাকা রাজস্ব আয় হয়ে থাকে। তবে টানা আট দিনের ছুটির কারণে বাণিজ্যে স্থবিরতা আসবে এবং রাজস্ব ঘাটতির শঙ্কা রয়েছে।
ছুটির মধ্যে বন্দর এলাকায় যেন কোনো ধরনের অপ্রত্যাশিত ঘটনা না ঘটে, সে জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সিসি ক্যামেরার নজরদারি বাড়ানোর পাশাপাশি আনসার, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও বেসরকারি নিরাপত্তা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মোস্তাফিজ্জোহা সেলিম বলেন, ‘বেনাপোল বন্দরে হাজার হাজার কোটি টাকার পণ্য সংরক্ষিত রয়েছে। ছুটির মধ্যে বাণিজ্য বন্ধ থাকলেও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।’
এদিকে ভারতীয় ট্রাকচালক অশোক কুমার জানান, বাংলাদেশে আট দিন ছুটির কারণে তাঁরা পণ্য পরিবহন করতে পারবেন না। বন্দরেই তাঁরা খালাসের অপেক্ষায় থাকবেন।
বেনাপোল বন্দর পরিচালক শামিম হোসেন বলেন, ছুটির মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
বেনাপোল ইমিগ্রেশন ওসি ইমতিয়াজ মোহাম্মদ আহসানুল কাদের ভূঁইয়া জানান, নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে