যশোর প্রতিনিধি
যশোরের সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের নামে সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন হয়েছে। আজ মঙ্গলবার মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে শহরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, ‘পৃথিবীর বিখ্যাত মহাকবি হোমার, দান্তে, মিলটন, শেক্সপিয়ার, বাইরেনের সমতুল্য পর্যায়ের কবি মাইকেল মধুসূদন দত্ত। যে মধুকবির জন্ম না হলে বাংলা ভাষা ও সাহিত্য এত কম সময়ে এত বেশি সমৃদ্ধ হতো না। সেই মহাকবিকে যথাযথ মূল্যায়ন করা হয়নি। তাঁর সাহিত্যের অনুশীলনও খুব বেশি হয় না। নতুন প্রজন্ম তাঁর সাহিত্য ভান্ডার সম্পর্কে তত বেশি জানেও না।’ এ জন্য মধুসূদন চর্চা ও তাঁর সাহিত্য গবেষণার জন্য যশোরে একটি পূর্ণাঙ্গ সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান তাঁরা।
সমাবেশ থেকে বলা হয়, আন্দোলনের ধারাবাহিকতায় বুধবার বিকেলে কেশবপুরের সাগরদাঁড়িতে মধুমেলার উদ্বোধনী অনুষ্ঠানের সময় কবির বাড়ির সামনে মানববন্ধন করা হবে। শেষে মধুমেলার উদ্বোধক ও প্রধান অতিথির হাতে বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হবে। এ ছাড়া মেলার প্রতিদিনই প্রধান অতিথির কাছে স্মারকলিপি দেওয়া হবে।
মধুসূদনের নামে সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলার আয়োজন করেছে জেলা প্রশাসন। ওই মেলায় সহযোগিতা দিচ্ছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। মেলার উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ।
মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হারুন অর রশীদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সরকারি মাইকেল মধুসূদন কলেজের বাংলা বিভাগের সাবেক প্রধান মুস্তাফিজুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুকুমার দাস, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান, যশোর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি দিপংকর দাস, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনতোষ বসু, সাবেক সভাপতি ফারাজী আহমেদ সাঈদ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক আবু বকর সিদ্দিকী, স্বপ্ন দেখো সমাজ কল্যাণ সংস্থার সভাপতি জহির ইকবাল, প্রথম আলো বন্ধুসভার সহসভাপতি মুরাদ হোসেন, নাট্য সংগঠন থিয়েটার ক্যানভাসের প্রধান সম্পাদক কামরুল হাসান, আইডিয়া সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, টিউশন সেবা সংগঠনের সভাপতি রেজওয়ান রনি প্রমুখ।
সঞ্চালনা করেন সহকারী সদস্যসচিব মনিরুল ইসলাম।
যশোরের সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের নামে সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন হয়েছে। আজ মঙ্গলবার মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে শহরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, ‘পৃথিবীর বিখ্যাত মহাকবি হোমার, দান্তে, মিলটন, শেক্সপিয়ার, বাইরেনের সমতুল্য পর্যায়ের কবি মাইকেল মধুসূদন দত্ত। যে মধুকবির জন্ম না হলে বাংলা ভাষা ও সাহিত্য এত কম সময়ে এত বেশি সমৃদ্ধ হতো না। সেই মহাকবিকে যথাযথ মূল্যায়ন করা হয়নি। তাঁর সাহিত্যের অনুশীলনও খুব বেশি হয় না। নতুন প্রজন্ম তাঁর সাহিত্য ভান্ডার সম্পর্কে তত বেশি জানেও না।’ এ জন্য মধুসূদন চর্চা ও তাঁর সাহিত্য গবেষণার জন্য যশোরে একটি পূর্ণাঙ্গ সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান তাঁরা।
সমাবেশ থেকে বলা হয়, আন্দোলনের ধারাবাহিকতায় বুধবার বিকেলে কেশবপুরের সাগরদাঁড়িতে মধুমেলার উদ্বোধনী অনুষ্ঠানের সময় কবির বাড়ির সামনে মানববন্ধন করা হবে। শেষে মধুমেলার উদ্বোধক ও প্রধান অতিথির হাতে বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হবে। এ ছাড়া মেলার প্রতিদিনই প্রধান অতিথির কাছে স্মারকলিপি দেওয়া হবে।
মধুসূদনের নামে সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলার আয়োজন করেছে জেলা প্রশাসন। ওই মেলায় সহযোগিতা দিচ্ছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। মেলার উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ।
মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হারুন অর রশীদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সরকারি মাইকেল মধুসূদন কলেজের বাংলা বিভাগের সাবেক প্রধান মুস্তাফিজুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুকুমার দাস, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান, যশোর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি দিপংকর দাস, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনতোষ বসু, সাবেক সভাপতি ফারাজী আহমেদ সাঈদ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক আবু বকর সিদ্দিকী, স্বপ্ন দেখো সমাজ কল্যাণ সংস্থার সভাপতি জহির ইকবাল, প্রথম আলো বন্ধুসভার সহসভাপতি মুরাদ হোসেন, নাট্য সংগঠন থিয়েটার ক্যানভাসের প্রধান সম্পাদক কামরুল হাসান, আইডিয়া সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, টিউশন সেবা সংগঠনের সভাপতি রেজওয়ান রনি প্রমুখ।
সঞ্চালনা করেন সহকারী সদস্যসচিব মনিরুল ইসলাম।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫