ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
আবহাওয়া অনুকূলে থাকলে আর মাত্র ১০ থেকে ১২ দিন পরই কৃষকেরা বুকভরা আশা নিয়ে কাস্তে চালাবেন রোপা আমনের ধান খেতে। দিগন্তজোড়া মাঠে হিমেল হাওয়ায় দোল খাচ্ছে ধানের সোনালি শিষের সঙ্গে কৃষকের রঙিন স্বপ্ন। ঠিক এ সময় আবহাওয়াজনিত কারণে কারেন্ট পোকার আক্রমণের খবরে কৃষক দিশেহারা হয়ে পড়েছেন। এরই মধ্যে যশোরের ঝিকরগাছা উপজেলার বিভিন্ন এলাকায় এই পোকার আক্রমণের খবর পাওয়া গেছে।
দূর থেকে দেখলে মনে হচ্ছে খেতের ধান পেকে গেছে। ধানের শিষ ও গাছ সম্পূর্ণ সোনালি বর্ণ হয়ে গেছে। আক্রান্ত গাছে ধানের ভেতরে কোনো দানা নেই। শত চেষ্টা করেও প্রতিকার না মেলায় কৃষকের সর্বস্বান্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে পরিস্থিতি সামাল দিতে উপজেলা কৃষি অধিদপ্তর আক্রান্ত এলাকায় যাবতীয় ব্যবস্থা গ্রহণে তৎপরতা চালাচ্ছে বলে জানানো হয়।
আজ রোববার উপজেলার বল্লা মাঠে দেখা গেছে, কম বেশি প্রায় ধান খেতেই কারেন্ট পোকার আক্রমণ দেখা দিয়েছে। এ মাঠে মহসিন আলম মুক্তি, বাবলুর রহমান, সালাউদ্দীন লাল্টুর রোপা আমনের ধান খেত কারেন্ট পোকায় আক্রান্ত হয়েছে।
মহসিন আলম মুক্তি বলেন, ‘তিন বিঘা ১৫ কাটা জমিতে এবার আমান ধানের চাষ করে ছিলাম। আক্রান্ত খেতে প্রতিকার পেতে ওষুধ ছিটানোর পরও কোনো ফল পাইনি। শেষে সময়ের আগেই ধান কেটেছি। তাতে কিছু ধান-বিচালি বাঁচাতে পেরেছি। তারপরও ধান চাষে ২৫ হাজার টাকা লোকসান হয়েছে।’
মহসিন আলম মুক্তি অভিযোগ করেন, ‘আমাদের এলাকায় উপসহকারী কৃষি কর্মকর্তা (ব্লক সুপারভাইজার) কে তা কোনো কৃষক জানেন না। কোনো দিন এলাকায় আসতেও দেখেননি।’
একই গ্রামের বাবলুর রহমান বলেন, ‘আবহাওয়া ঠিক থাকলে সপ্তাহ খানিক পরই খেতে কাঁচি চালাব। এ অবস্থায় আশপাশে কারেন্ট পোকার আক্রমণ দেখে আগে ভাগেই ওষুধ ছিটায়েছি সব খেতে। তারপরও খেত আক্রান্ত হয়েছে। আক্রান্ত ১৮ কাটা জমির ধান কেটেছি। তাতে এক ছটাক ধান-বিচালি কিছুই হয়নি।
বল্লা বাজারের কীটনাশক বিক্রেতা আব্দুল মাজিদ বলেন, এবার আমন ধানে কারেন্ট পোকার আক্রমণ এত বেশি যে পর্যাপ্ত প্রতিষেধক ওষুধ সরবরাহ করে পারা যাচ্ছে না।
উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ বলেন, এটা আবহাওয়াজনিত পোকার আক্রমণ। কারেন্ট পোকার হাত থেকে রেহাই পেতে আগে থেকে আলোক ফাঁদের মাধ্যমে পোকা নির্ণয় করে ওষুধ ছিটানোর পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ঝিকরগাছাতে রোপা আমনের ধানখেতে আক্রান্তের হার এখনো সহনীয় পর্যায়ে আছে।
আবহাওয়া অনুকূলে থাকলে আর মাত্র ১০ থেকে ১২ দিন পরই কৃষকেরা বুকভরা আশা নিয়ে কাস্তে চালাবেন রোপা আমনের ধান খেতে। দিগন্তজোড়া মাঠে হিমেল হাওয়ায় দোল খাচ্ছে ধানের সোনালি শিষের সঙ্গে কৃষকের রঙিন স্বপ্ন। ঠিক এ সময় আবহাওয়াজনিত কারণে কারেন্ট পোকার আক্রমণের খবরে কৃষক দিশেহারা হয়ে পড়েছেন। এরই মধ্যে যশোরের ঝিকরগাছা উপজেলার বিভিন্ন এলাকায় এই পোকার আক্রমণের খবর পাওয়া গেছে।
দূর থেকে দেখলে মনে হচ্ছে খেতের ধান পেকে গেছে। ধানের শিষ ও গাছ সম্পূর্ণ সোনালি বর্ণ হয়ে গেছে। আক্রান্ত গাছে ধানের ভেতরে কোনো দানা নেই। শত চেষ্টা করেও প্রতিকার না মেলায় কৃষকের সর্বস্বান্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে পরিস্থিতি সামাল দিতে উপজেলা কৃষি অধিদপ্তর আক্রান্ত এলাকায় যাবতীয় ব্যবস্থা গ্রহণে তৎপরতা চালাচ্ছে বলে জানানো হয়।
আজ রোববার উপজেলার বল্লা মাঠে দেখা গেছে, কম বেশি প্রায় ধান খেতেই কারেন্ট পোকার আক্রমণ দেখা দিয়েছে। এ মাঠে মহসিন আলম মুক্তি, বাবলুর রহমান, সালাউদ্দীন লাল্টুর রোপা আমনের ধান খেত কারেন্ট পোকায় আক্রান্ত হয়েছে।
মহসিন আলম মুক্তি বলেন, ‘তিন বিঘা ১৫ কাটা জমিতে এবার আমান ধানের চাষ করে ছিলাম। আক্রান্ত খেতে প্রতিকার পেতে ওষুধ ছিটানোর পরও কোনো ফল পাইনি। শেষে সময়ের আগেই ধান কেটেছি। তাতে কিছু ধান-বিচালি বাঁচাতে পেরেছি। তারপরও ধান চাষে ২৫ হাজার টাকা লোকসান হয়েছে।’
মহসিন আলম মুক্তি অভিযোগ করেন, ‘আমাদের এলাকায় উপসহকারী কৃষি কর্মকর্তা (ব্লক সুপারভাইজার) কে তা কোনো কৃষক জানেন না। কোনো দিন এলাকায় আসতেও দেখেননি।’
একই গ্রামের বাবলুর রহমান বলেন, ‘আবহাওয়া ঠিক থাকলে সপ্তাহ খানিক পরই খেতে কাঁচি চালাব। এ অবস্থায় আশপাশে কারেন্ট পোকার আক্রমণ দেখে আগে ভাগেই ওষুধ ছিটায়েছি সব খেতে। তারপরও খেত আক্রান্ত হয়েছে। আক্রান্ত ১৮ কাটা জমির ধান কেটেছি। তাতে এক ছটাক ধান-বিচালি কিছুই হয়নি।
বল্লা বাজারের কীটনাশক বিক্রেতা আব্দুল মাজিদ বলেন, এবার আমন ধানে কারেন্ট পোকার আক্রমণ এত বেশি যে পর্যাপ্ত প্রতিষেধক ওষুধ সরবরাহ করে পারা যাচ্ছে না।
উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ বলেন, এটা আবহাওয়াজনিত পোকার আক্রমণ। কারেন্ট পোকার হাত থেকে রেহাই পেতে আগে থেকে আলোক ফাঁদের মাধ্যমে পোকা নির্ণয় করে ওষুধ ছিটানোর পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ঝিকরগাছাতে রোপা আমনের ধানখেতে আক্রান্তের হার এখনো সহনীয় পর্যায়ে আছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে