যশোর প্রতিনিধি
যশোরের বাঘারপাড়ায় ডিবি পুলিশের সদস্য পরিচয়ে দুটি বাড়িতে ডাকাতি হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার ধলগ্রাম ইউনিয়নের বরভাগ গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় লক্ষাধিক টাকা ও ৭ ভরি স্বর্ণালংকার লুট হয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকেরা হলেন পশুপতি দেবনাথ ও বিশ্বনাথ দেবনাথ। সম্পর্কে তাঁরা দুই ভাই। বরভাগ গ্রামে পাশাপাশি বাড়িতে পরিবার নিয়ে থাকেন তাঁরা।
ভুক্তভোগী পশুপতি দেবনাথের ছেলে ব্রজেশ্বর দেবনাথ বলেন, ‘শনিবার ভোর সোয়া ৪টার দিকে ডিবি পুলিশের পরিচয় দিয়ে তাঁদের ডাকাডাকি করা হয়। দরজা খুলতে রাজি না হওয়ায় তারা ভেঙে ঢুকবে বলে হুমকি দেয়। এ সময় তারা ঘরে ঢুকে বলে, তাদের কাছে তথ্য রয়েছে, চট্টগ্রামের এক আসামি এই বাড়িতে লুকিয়ে আছে। এরপর তারা (ডাকাত) প্রায় ১৫ মিনিট পুরো পুলিশের অভিনয় করে। সকলের গায়ে পুলিশের পোশাক ছিল। কয়েকজনের গায়ে ডিবি পোশাকের মতো জ্যাকেট ছিল। তবে তাতে ডিবি লেখা ছিল না। এ সময় তারা ওয়াকিটকিতে কথা বলতে থাকে।’
ব্রজেশ্বর দেবনাথ আরও বলেন, ‘ডাকাত দল একপর্যায়ে তাঁকে ও তাঁর কাকা বিশ্বনাথকে বেঁধে ফেলে ভয় দেখাতে শুরু করে। এ সময় মহিলাদের ভয় দেখাতে থাকে, আলমারি চাবি না দিলে তাদের মেরে ফেলবে। বাধ্য হয়েই তাদের হাতে চাবি দিয়ে দেওয়া হয়। এরপর তারা পশুপতি দেবনাথের ঘর থেকে এক লাখ টাকা ও কয়েক ভরি স্বর্ণালংকার নিয়ে নেয়। এরপর বিশ্বনাথ দেবনাথের ঘর থেকে পাঁচ হাজার টাকা ও কয়েক ভরি স্বর্ণালংকার নিয়ে নেয়।’
ব্রজেশ্বর দেবনাথ জানান, ডাকাতেরা ১০-১২ জন ছিল। ৩৫-৪০ মিনিটের মধ্যে তারা দুই পরিবারের প্রায় সাত ভরি স্বর্ণ ও ১ লাখ পাঁচ হাজার টাকা নিয়ে গেছে।
মামুদালিপুর গ্রামের সাখাওয়াত হোসেন জানান, রাত ৪টার দিকে তিনি গরুর খাবার দিতে গোয়ালে প্রবেশ করেন। এ সময় তিনি দেখতে পান, ৫-৬টি মোটরসাইকেলযোগে পুলিশের পোশাক পরা একটি দল বরভাগ গ্রামের দিকে যাচ্ছে। ৪০-৫০ মিনিট পর একই দল আবার নোয়াপাড়ার দিকে ফিরে য়ায়।
জানতে চাইলে বাঘারপাড়া থানার ওসি আব্দুল আলীম আজকের পত্রিকাকে জানান, ‘পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছি। এ বিষয়ে তদন্ত চলছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় কেউ আটক হয়নি।’
যশোরের বাঘারপাড়ায় ডিবি পুলিশের সদস্য পরিচয়ে দুটি বাড়িতে ডাকাতি হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার ধলগ্রাম ইউনিয়নের বরভাগ গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় লক্ষাধিক টাকা ও ৭ ভরি স্বর্ণালংকার লুট হয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকেরা হলেন পশুপতি দেবনাথ ও বিশ্বনাথ দেবনাথ। সম্পর্কে তাঁরা দুই ভাই। বরভাগ গ্রামে পাশাপাশি বাড়িতে পরিবার নিয়ে থাকেন তাঁরা।
ভুক্তভোগী পশুপতি দেবনাথের ছেলে ব্রজেশ্বর দেবনাথ বলেন, ‘শনিবার ভোর সোয়া ৪টার দিকে ডিবি পুলিশের পরিচয় দিয়ে তাঁদের ডাকাডাকি করা হয়। দরজা খুলতে রাজি না হওয়ায় তারা ভেঙে ঢুকবে বলে হুমকি দেয়। এ সময় তারা ঘরে ঢুকে বলে, তাদের কাছে তথ্য রয়েছে, চট্টগ্রামের এক আসামি এই বাড়িতে লুকিয়ে আছে। এরপর তারা (ডাকাত) প্রায় ১৫ মিনিট পুরো পুলিশের অভিনয় করে। সকলের গায়ে পুলিশের পোশাক ছিল। কয়েকজনের গায়ে ডিবি পোশাকের মতো জ্যাকেট ছিল। তবে তাতে ডিবি লেখা ছিল না। এ সময় তারা ওয়াকিটকিতে কথা বলতে থাকে।’
ব্রজেশ্বর দেবনাথ আরও বলেন, ‘ডাকাত দল একপর্যায়ে তাঁকে ও তাঁর কাকা বিশ্বনাথকে বেঁধে ফেলে ভয় দেখাতে শুরু করে। এ সময় মহিলাদের ভয় দেখাতে থাকে, আলমারি চাবি না দিলে তাদের মেরে ফেলবে। বাধ্য হয়েই তাদের হাতে চাবি দিয়ে দেওয়া হয়। এরপর তারা পশুপতি দেবনাথের ঘর থেকে এক লাখ টাকা ও কয়েক ভরি স্বর্ণালংকার নিয়ে নেয়। এরপর বিশ্বনাথ দেবনাথের ঘর থেকে পাঁচ হাজার টাকা ও কয়েক ভরি স্বর্ণালংকার নিয়ে নেয়।’
ব্রজেশ্বর দেবনাথ জানান, ডাকাতেরা ১০-১২ জন ছিল। ৩৫-৪০ মিনিটের মধ্যে তারা দুই পরিবারের প্রায় সাত ভরি স্বর্ণ ও ১ লাখ পাঁচ হাজার টাকা নিয়ে গেছে।
মামুদালিপুর গ্রামের সাখাওয়াত হোসেন জানান, রাত ৪টার দিকে তিনি গরুর খাবার দিতে গোয়ালে প্রবেশ করেন। এ সময় তিনি দেখতে পান, ৫-৬টি মোটরসাইকেলযোগে পুলিশের পোশাক পরা একটি দল বরভাগ গ্রামের দিকে যাচ্ছে। ৪০-৫০ মিনিট পর একই দল আবার নোয়াপাড়ার দিকে ফিরে য়ায়।
জানতে চাইলে বাঘারপাড়া থানার ওসি আব্দুল আলীম আজকের পত্রিকাকে জানান, ‘পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছি। এ বিষয়ে তদন্ত চলছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় কেউ আটক হয়নি।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে