মনিরামপুর-কপালিয়া সড়কের সংস্কারকাজ শুরু হয়েছিল দুই বছর আগে। ২১ কিলোমিটার সড়কটির সব অংশে কার্পেটিং ও ঢালাইয়ের কাজ হয়েছে।
তবে ফেলে রাখা হয়েছে নেহালপুর বাজারের প্রায় ২৩৭ মিটার রাস্তা। ওই অংশের খোয়া ও পিচের কাজ না হওয়ায় বর্ষায় কাদা পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কাদায় আটকে যাচ্ছে পিকআপ। উল্টে পড়ছে ভ্যান ইজিবাইক।
গতকাল রোববার সকালে এক দুধ বিক্রেতার কন্টিনারে দুধভর্তি ভ্যান উল্টে অনেক দুধ পড়ে কাদায় মিশে গেছে।
গেল দুই বছর ধরে সড়কটিতে চলাচলকারীরা এভাবে চরম ভোগান্তিতে রয়েছেন। ভোগান্তির শিকার হচ্ছেন বাজারের ক্রেতা-বিক্রেতারা।
৩৩ কোটি টাকা ব্যয়ে রাস্তাটি প্রশস্তের কাজ শুরু হয় দুই বছর আগে। রাস্তার দুধারে মাটি ফেলে উঁচু করে পাঁচ মিটার চওড়া রাস্তার কাজ শেষ হয়েছে ছয় মাস আগে। কিন্তু নেহালপুর বাজারের মূল অংশে কাজ না করে ফেলে রাখা হয়েছে।
মনিরামপুর সদরের সঙ্গে পূর্ব এলাকার লাখেরও বেশি মানুষের যোগাযোগের একমাত্র সড়ক এটি। উপজেলার পূর্বাঞ্চলের সর্ববৃহৎ বাজার নেহালপুর। সপ্তাহে দুদিন সোম ও বৃহস্পতিবার এখানে হাট বসে।
নেহালপুর বাজার এলাকার সোহরাব হোসেন বলেন, ‘বৃষ্টিতে রাস্তায় পানি জমে হাঁটু কাদা হয়েছে। চলাচলে ভোগান্তি হচ্ছে।’
রাস্তা সংস্কারের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান তাহের ব্রাদার অ্যান্ড মোজাহার এন্টারপ্রাইজের প্রকল্প ব্যবস্থাপক মতিয়ার রহমান বলেন, ‘নেহালপুর বাজারের ১৫০ মিটার রাস্তার ঢালাই না পিচের কাজ হবে তা নিয়ে সিদ্ধান্তহীনতা ছিল।’
মতিয়ার রহমান বলেন, ‘অবশেষে ঢালাইয়ের সিদ্ধান্ত হয়েছে। ঈদের ছুটির কারণে কাজ শুরু করা সম্ভব হয়নি। সোমবার (আজ) থেকে কাজ শুরু হবে।’
মতিয়ার রহমান বলেন, ‘এই অংশের কাজ হলেও ওই অঞ্চলের মানুষের ভোগান্তি শেষ হচ্ছে না। নেহালপুর বাজারের অংশে একটি ভাঙা সেতু রয়েছে। সেতুসহ ওই সড়কের ৮৭ মিটারের ঢালাইয়ের কাজ অন্য ঠিকাদারের। সেই অংশের কাজের এখনো অনুমোদন হয়নি।’
সড়কটির সংস্কারকাজ দেখভালের দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী গাউসুল আজম বলেন, ‘নেহালপুর বাজারে শ্রী নদীর ওপর একটি সেতু রয়েছে। সেতুসহ ৮৭
মিটার রাস্তার কাজের এখনো অনুমোদন মেলেনি। বর্ষার মৌসুমে সেতুর কাজ শুরু হচ্ছে না। এ ছাড়া বাজারের ১৫০ মিটার ঢালাইয়ের কাজের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে কথা হয়েছে। তাঁরা দ্রুত কাজ শুরু করবেন।’
মনিরামপুর উপজেলা নির্বাহী প্রকৌশলী সানাউল হক বলেন, ‘নেহালপুর বাজারের অংশের রাস্তায় কার্পেটিং না হয়ে ঢালাই হবে।
কাজের অনুমোদনের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অনুমোদন পেলে কাজ শুরু হবে।’
মনিরামপুর-কপালিয়া সড়কের সংস্কারকাজ শুরু হয়েছিল দুই বছর আগে। ২১ কিলোমিটার সড়কটির সব অংশে কার্পেটিং ও ঢালাইয়ের কাজ হয়েছে।
তবে ফেলে রাখা হয়েছে নেহালপুর বাজারের প্রায় ২৩৭ মিটার রাস্তা। ওই অংশের খোয়া ও পিচের কাজ না হওয়ায় বর্ষায় কাদা পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কাদায় আটকে যাচ্ছে পিকআপ। উল্টে পড়ছে ভ্যান ইজিবাইক।
গতকাল রোববার সকালে এক দুধ বিক্রেতার কন্টিনারে দুধভর্তি ভ্যান উল্টে অনেক দুধ পড়ে কাদায় মিশে গেছে।
গেল দুই বছর ধরে সড়কটিতে চলাচলকারীরা এভাবে চরম ভোগান্তিতে রয়েছেন। ভোগান্তির শিকার হচ্ছেন বাজারের ক্রেতা-বিক্রেতারা।
৩৩ কোটি টাকা ব্যয়ে রাস্তাটি প্রশস্তের কাজ শুরু হয় দুই বছর আগে। রাস্তার দুধারে মাটি ফেলে উঁচু করে পাঁচ মিটার চওড়া রাস্তার কাজ শেষ হয়েছে ছয় মাস আগে। কিন্তু নেহালপুর বাজারের মূল অংশে কাজ না করে ফেলে রাখা হয়েছে।
মনিরামপুর সদরের সঙ্গে পূর্ব এলাকার লাখেরও বেশি মানুষের যোগাযোগের একমাত্র সড়ক এটি। উপজেলার পূর্বাঞ্চলের সর্ববৃহৎ বাজার নেহালপুর। সপ্তাহে দুদিন সোম ও বৃহস্পতিবার এখানে হাট বসে।
নেহালপুর বাজার এলাকার সোহরাব হোসেন বলেন, ‘বৃষ্টিতে রাস্তায় পানি জমে হাঁটু কাদা হয়েছে। চলাচলে ভোগান্তি হচ্ছে।’
রাস্তা সংস্কারের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান তাহের ব্রাদার অ্যান্ড মোজাহার এন্টারপ্রাইজের প্রকল্প ব্যবস্থাপক মতিয়ার রহমান বলেন, ‘নেহালপুর বাজারের ১৫০ মিটার রাস্তার ঢালাই না পিচের কাজ হবে তা নিয়ে সিদ্ধান্তহীনতা ছিল।’
মতিয়ার রহমান বলেন, ‘অবশেষে ঢালাইয়ের সিদ্ধান্ত হয়েছে। ঈদের ছুটির কারণে কাজ শুরু করা সম্ভব হয়নি। সোমবার (আজ) থেকে কাজ শুরু হবে।’
মতিয়ার রহমান বলেন, ‘এই অংশের কাজ হলেও ওই অঞ্চলের মানুষের ভোগান্তি শেষ হচ্ছে না। নেহালপুর বাজারের অংশে একটি ভাঙা সেতু রয়েছে। সেতুসহ ওই সড়কের ৮৭ মিটারের ঢালাইয়ের কাজ অন্য ঠিকাদারের। সেই অংশের কাজের এখনো অনুমোদন হয়নি।’
সড়কটির সংস্কারকাজ দেখভালের দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী গাউসুল আজম বলেন, ‘নেহালপুর বাজারে শ্রী নদীর ওপর একটি সেতু রয়েছে। সেতুসহ ৮৭
মিটার রাস্তার কাজের এখনো অনুমোদন মেলেনি। বর্ষার মৌসুমে সেতুর কাজ শুরু হচ্ছে না। এ ছাড়া বাজারের ১৫০ মিটার ঢালাইয়ের কাজের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে কথা হয়েছে। তাঁরা দ্রুত কাজ শুরু করবেন।’
মনিরামপুর উপজেলা নির্বাহী প্রকৌশলী সানাউল হক বলেন, ‘নেহালপুর বাজারের অংশের রাস্তায় কার্পেটিং না হয়ে ঢালাই হবে।
কাজের অনুমোদনের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অনুমোদন পেলে কাজ শুরু হবে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫