Ajker Patrika

পেট্রাপোল বন্দরে ৫ ট্রাকে আগুন, পুড়ে গেছে আমদানি পণ্য

বেনাপোল (যশোর) প্রতিনিধি
আপডেট : ১৮ জুন ২০২২, ১২: ০৫
পেট্রাপোল বন্দরে ৫ ট্রাকে আগুন, পুড়ে গেছে আমদানি পণ্য

দেশে আমদানির অপেক্ষায় ভারতের পেট্রাপোল বন্দরের সিডব্লিউসি পার্কিংয়ে থাকা ব্লিচিংবাহী ট্রাকে আগুন লেগে পাঁচ ট্রাক পণ্য ভস্মীভূত হয়েছে বলে জানা গেছে। শুক্রবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে এই অগ্নি দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ট্রাকগুলোতে বিভিন্ন ধরনের পণ্য ছিল বলে জানা গেছে, তবে ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। 

বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, পুড়ে যাওয়া পাঁচটি ট্রাকের মধ্যে ছিল একটি ব্লিচিংবাহী ট্রাক, দুটি কাগজের রোলবাহী ট্রাক ও একটি তুলার ট্রাক।

ব্যবসায়ী নেতারা বলছেন, ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে পারায় বড় ধরনের ক্ষতি থেকে বেঁচে গেছে বন্দর। ভবিষ্যতে ব্লিচিং পণ্য খোলা ট্রাকে আমদানি না করে কনটেইনারে আমদানির দাবি জানিয়েছেন তাঁরা। 

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ‘ভারতীয় ব্যবসায়ীরা রাতেই ফোন দিয়ে বন্দরের সিডব্লিউসি পার্কিংয়ে ব্লিচিংবাহী ট্রাকে আগুন লাগার কথা জানিয়েছে। আগুনে পাঁচ ট্রাক পণ্য সম্পূর্ণ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তাঁরা জানিয়েছেন। এসব ট্রাক বাংলাদেশে রপ্তানি পণ্য নিয়ে আসার অপেক্ষায় পার্কিংয়ে দাঁড়িয়ে ছিল।’ 

ভারতের পেট্রাপোল বন্দর সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র জানান, ব্লিচিং পণ্যে বারবার অগ্নিকাণ্ড ঘটে ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। আশঙ্কা করা হচ্ছিল, ২০ থেকে ২৫টি পণ্যবাহী ট্রাক পুড়বে। তবে দ্রুত প্রতিরোধব্যবস্থা গ্রহণে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে বন্দর। ভবিষ্যতে কনটেইনারে এসব ঝুঁকিপূর্ণ পণ্য আমদানি করা গেলে ভয় কম থাকবে। 

প্রসঙ্গত, গত দুই বছরে ব্লিচিং পাউডার থেকে বেনাপোল বন্দরে তিনটি, ভারতের পেট্রাপোল বন্দরে দুটি অগ্নিকাণ্ড ঘটেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত