বেনাপোল প্রতিনিধি
বেনাপোল বন্দর দিয়ে ভারতফেরত তিন পাসপোর্টধারী বাংলাদেশি যাত্রীর করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আজ বুধবার বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন হয়ে আক্রান্ত তিন যাত্রী বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশ করেন। এ সময় তাঁদের সঙ্গে থাকা করোনা পরীক্ষার সনদ পজিটিভ ছিল।
আক্রান্ত যাত্রীরা হলেন ঠাকুরগাঁওয়ের হাবিবার রহমান, হাবিবুল্লাহ হোসাইন ও কামাল হোসেন।
জানা যায়, এদিকে করোনা আক্রান্ত যাত্রী সুস্থ না হওয়া পর্যন্ত ইমিগ্রেশনে প্রবেশ নিষিদ্ধ থাকলেও আক্রান্ত তিন যাত্রী ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষকে ম্যানেজ করে দেশে ঢুকে পড়েন বলে অভিযোগ উঠেছে। পরে বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্যকেন্দ্রে এসে তাঁরা ধরা পড়েন। আক্রান্ত ব্যক্তিদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের রেড জোনে চিকিৎসাধীন রাখা হয়েছে। পরবর্তী সময়ে পরীক্ষা করে দেখা হবে আক্রান্ত ব্যক্তিরা কেউ করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত কিনা।
বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার শুভঙ্কর কুমার মণ্ডল বলেন, ভারত ছাড়া অন্যান্য ওমিক্রন আক্রান্ত দেশের যাত্রীদের বাংলাদেশ ভ্রমণ নিষিদ্ধ রয়েছে। এ ছাড়া ভারতে গিয়ে কেউ করোনা আক্রান্ত হলে সুস্থ না হওয়া পর্যন্ত দেশে আসার সুযোগ নেই। তবে অনিয়ম করে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তিনজন করোনা আক্রান্ত যাত্রীকে বাংলাদেশে পাঠায়। বিষয় নিয়ে অভিযোগ জানানো হয়েছে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষকে। এমন অনিয়মের কারণে দুঃখ প্রকাশ করেছে তারা। তবে আক্রান্তরা যেহেতু বাংলাদেশি আর দেশে প্রবেশ করেছেন তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাঁদের যশোর করোনা ইউনিটের রেড জোনে রাখা হয়েছে। গত ১৫ দিনে ভারতফেরত সন্দেহভাজন ৬৫ জনকে করোনার র্যাপিড এন্টিজেন পরীক্ষা করা হয়েছে। এ সময় চারজন করোনা পজিটিভ হয়েছেন বলেও জানান এই কর্মকর্তা।
বেনাপোল ইমিগ্রেশন ওসি মো. রাজু জানান, করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমণের কারণে বর্তমানে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের কড়াকড়িতে যাত্রী যাতায়াত কমেছে। এ ছাড়া সড়কপথে ভিসা কমে গেছে। বর্তমানে বন্ধ রয়েছে ট্যুরিস্ট ভিসা। মেডিকেল, বিজনেস ও শিক্ষা ভিসায় সীমিত পরিসরে যাত্রী যাতায়াত চালু রয়েছে। মঙ্গলবার বেনাপোল বন্দর দিয়ে ভারতে গেছে ৫০১ জন বাংলাদেশি। ভারতীয় নাগরিক বাংলাদেশে এসেছে ১৩৮ জন। বর্তমানে ভারত ভ্রমণে ৭২ ঘণ্টার মধ্যে আরটিপিসিআর থেকে পরীক্ষা করা করোনা নেগেটিভ সনদ লাগছে। ভারত থেকে ফিরতেও লাগছে নতুন করে করোনা নেগেটিভ সনদ।
বেনাপোল বন্দর দিয়ে ভারতফেরত তিন পাসপোর্টধারী বাংলাদেশি যাত্রীর করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আজ বুধবার বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন হয়ে আক্রান্ত তিন যাত্রী বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশ করেন। এ সময় তাঁদের সঙ্গে থাকা করোনা পরীক্ষার সনদ পজিটিভ ছিল।
আক্রান্ত যাত্রীরা হলেন ঠাকুরগাঁওয়ের হাবিবার রহমান, হাবিবুল্লাহ হোসাইন ও কামাল হোসেন।
জানা যায়, এদিকে করোনা আক্রান্ত যাত্রী সুস্থ না হওয়া পর্যন্ত ইমিগ্রেশনে প্রবেশ নিষিদ্ধ থাকলেও আক্রান্ত তিন যাত্রী ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষকে ম্যানেজ করে দেশে ঢুকে পড়েন বলে অভিযোগ উঠেছে। পরে বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্যকেন্দ্রে এসে তাঁরা ধরা পড়েন। আক্রান্ত ব্যক্তিদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের রেড জোনে চিকিৎসাধীন রাখা হয়েছে। পরবর্তী সময়ে পরীক্ষা করে দেখা হবে আক্রান্ত ব্যক্তিরা কেউ করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত কিনা।
বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার শুভঙ্কর কুমার মণ্ডল বলেন, ভারত ছাড়া অন্যান্য ওমিক্রন আক্রান্ত দেশের যাত্রীদের বাংলাদেশ ভ্রমণ নিষিদ্ধ রয়েছে। এ ছাড়া ভারতে গিয়ে কেউ করোনা আক্রান্ত হলে সুস্থ না হওয়া পর্যন্ত দেশে আসার সুযোগ নেই। তবে অনিয়ম করে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তিনজন করোনা আক্রান্ত যাত্রীকে বাংলাদেশে পাঠায়। বিষয় নিয়ে অভিযোগ জানানো হয়েছে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষকে। এমন অনিয়মের কারণে দুঃখ প্রকাশ করেছে তারা। তবে আক্রান্তরা যেহেতু বাংলাদেশি আর দেশে প্রবেশ করেছেন তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাঁদের যশোর করোনা ইউনিটের রেড জোনে রাখা হয়েছে। গত ১৫ দিনে ভারতফেরত সন্দেহভাজন ৬৫ জনকে করোনার র্যাপিড এন্টিজেন পরীক্ষা করা হয়েছে। এ সময় চারজন করোনা পজিটিভ হয়েছেন বলেও জানান এই কর্মকর্তা।
বেনাপোল ইমিগ্রেশন ওসি মো. রাজু জানান, করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমণের কারণে বর্তমানে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের কড়াকড়িতে যাত্রী যাতায়াত কমেছে। এ ছাড়া সড়কপথে ভিসা কমে গেছে। বর্তমানে বন্ধ রয়েছে ট্যুরিস্ট ভিসা। মেডিকেল, বিজনেস ও শিক্ষা ভিসায় সীমিত পরিসরে যাত্রী যাতায়াত চালু রয়েছে। মঙ্গলবার বেনাপোল বন্দর দিয়ে ভারতে গেছে ৫০১ জন বাংলাদেশি। ভারতীয় নাগরিক বাংলাদেশে এসেছে ১৩৮ জন। বর্তমানে ভারত ভ্রমণে ৭২ ঘণ্টার মধ্যে আরটিপিসিআর থেকে পরীক্ষা করা করোনা নেগেটিভ সনদ লাগছে। ভারত থেকে ফিরতেও লাগছে নতুন করে করোনা নেগেটিভ সনদ।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫