যশোর প্রতিনিধি
পূর্ব পশ্চিম তরুণ সাহিত্য পুরস্কার পেয়েছেন কথাসাহিত্যিক ও অনুসন্ধানী সাংবাদিক আবদুল্লাহ আল ইমরান। পাটকল শ্রমিকদের পটভূমিতে রচিত ‘কালচক্র’ উপন্যাসের মাধ্যমে আলোচনায় আসা এই লেখকের জন্ম ও বেড়ে ওঠা খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামে। শৈশব, কৈশোরের মোহগ্রস্ততা থেকে তিনি লিখছেন প্রায় দেড় যুগ।
আজ শুক্রবার সকালে যশোরের আরআরএফ টার্ক সেন্টারে দুই দিনব্যাপী ‘পূর্ব-পশ্চিম সাহিত্য উৎসব’ এর প্রথম দিনে এই পুরস্কার ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পুরস্কার তুলে দেন বরেণ্য কথাসাহিত্যিক সেলিনা হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নুরুল হুদা এবং কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক।
ইমরান ছাড়াও দুটি ক্যাটাগরিতে মোট ছয়জন লেখক এবার এ সাহিত্য পুরস্কার পেয়েছেন। পূর্ব পশ্চিম সাহিত্য পুরস্কার পেয়েছেন কথাসাহিত্যিক আহমদ মোস্তফা কামাল, কবি ও প্রাবন্ধিক তপন বাগচী এবং কবি আমিনুল ইসলাম। পূর্ব পশ্চিম তরুণ সাহিত্য পুরস্কার পেয়েছেন কথাসাহিত্যিক আবদুল্লাহ আল ইমরান, মাহবুব ময়ূখ রিশাদ এবং কবি সেঁজুতি বড়ুয়া।
লেখক আবদুল্লাহ আল ইমরান বলেন, ‘শ্রমিক এলাকার নদীপাড়ে বেড়ে উঠেছি বলে জীবনের বাঁকে বাঁকে নানা অভিজ্ঞতা হয়েছে আমার। সুযোগ হয়েছে প্রান্তিক মানুষের সঙ্গে মেশারও। যাদের জীবনজুড়ে অসংখ্য ঘটনা, অজস্র গল্প। এই গল্পগুলো আমাকে ভাবায়, অভিভূত করে। লিখতে বসলে সেসব মনে পড়ে। মনে পড়ে ফেলে আসা মুখ, মানুষের মানচিত্র। এসবই লিখি আমি, লিখি মানুষের ইতিহাস। এই পুরস্কার আমাকে সে ইতিহাস লিখতে আরও প্রাণিত করবে।’
কালচক্র, দিবানিশি, চন্দ্রলেখাসহ এ পর্যন্ত আবদুল্লাহ আল ইমরানের মোট ৫টি উপন্যাস এবং একটি ছোটগল্পের বই প্রকাশিত হয়েছে। বইগুলো পাঠকমহলে এরই মধ্যে সমাদৃত হয়েছে।
আল ইমরান খুলনা সেন্ট যোজেফস স্কুল থেকে এসএসসি, খুলনা পাবলিক কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষে পেশা জীবনে বেছে নেন সাংবাদিকতা।
পূর্ব পশ্চিম তরুণ সাহিত্য পুরস্কার পেয়েছেন কথাসাহিত্যিক ও অনুসন্ধানী সাংবাদিক আবদুল্লাহ আল ইমরান। পাটকল শ্রমিকদের পটভূমিতে রচিত ‘কালচক্র’ উপন্যাসের মাধ্যমে আলোচনায় আসা এই লেখকের জন্ম ও বেড়ে ওঠা খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামে। শৈশব, কৈশোরের মোহগ্রস্ততা থেকে তিনি লিখছেন প্রায় দেড় যুগ।
আজ শুক্রবার সকালে যশোরের আরআরএফ টার্ক সেন্টারে দুই দিনব্যাপী ‘পূর্ব-পশ্চিম সাহিত্য উৎসব’ এর প্রথম দিনে এই পুরস্কার ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পুরস্কার তুলে দেন বরেণ্য কথাসাহিত্যিক সেলিনা হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নুরুল হুদা এবং কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক।
ইমরান ছাড়াও দুটি ক্যাটাগরিতে মোট ছয়জন লেখক এবার এ সাহিত্য পুরস্কার পেয়েছেন। পূর্ব পশ্চিম সাহিত্য পুরস্কার পেয়েছেন কথাসাহিত্যিক আহমদ মোস্তফা কামাল, কবি ও প্রাবন্ধিক তপন বাগচী এবং কবি আমিনুল ইসলাম। পূর্ব পশ্চিম তরুণ সাহিত্য পুরস্কার পেয়েছেন কথাসাহিত্যিক আবদুল্লাহ আল ইমরান, মাহবুব ময়ূখ রিশাদ এবং কবি সেঁজুতি বড়ুয়া।
লেখক আবদুল্লাহ আল ইমরান বলেন, ‘শ্রমিক এলাকার নদীপাড়ে বেড়ে উঠেছি বলে জীবনের বাঁকে বাঁকে নানা অভিজ্ঞতা হয়েছে আমার। সুযোগ হয়েছে প্রান্তিক মানুষের সঙ্গে মেশারও। যাদের জীবনজুড়ে অসংখ্য ঘটনা, অজস্র গল্প। এই গল্পগুলো আমাকে ভাবায়, অভিভূত করে। লিখতে বসলে সেসব মনে পড়ে। মনে পড়ে ফেলে আসা মুখ, মানুষের মানচিত্র। এসবই লিখি আমি, লিখি মানুষের ইতিহাস। এই পুরস্কার আমাকে সে ইতিহাস লিখতে আরও প্রাণিত করবে।’
কালচক্র, দিবানিশি, চন্দ্রলেখাসহ এ পর্যন্ত আবদুল্লাহ আল ইমরানের মোট ৫টি উপন্যাস এবং একটি ছোটগল্পের বই প্রকাশিত হয়েছে। বইগুলো পাঠকমহলে এরই মধ্যে সমাদৃত হয়েছে।
আল ইমরান খুলনা সেন্ট যোজেফস স্কুল থেকে এসএসসি, খুলনা পাবলিক কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষে পেশা জীবনে বেছে নেন সাংবাদিকতা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫