চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও গত দুই দিনের ভারী বর্ষণে হবিগঞ্জের চুনারুঘাটের খোয়াই ও সুতাং নদের পানি বেড়েছে। ইতিমধ্যে অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর আউশ ফসল।
আজ সোমবার খোয়াই নদের বাল্লা পয়েন্টে ১১০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পায়। উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে গাজীপুর, মিরাশি, রানীগাঁও, সাটিয়াজুরী, শানখলা ইউনিয়নের প্রায় ৫০টি গ্রামে পানি ঢুকে পড়েছে। এ অবস্থায় দুর্ভোগে পড়েছেন গ্রামবাসী।
এদিকে দুপুরে খোয়াই নদের চুনারুঘাট ব্রিজ পয়েন্টে ১০৫ সেন্টিমিটার পানি বেড়েছে। করাঙ্গী ও সুতাং নদীর পানিও হু হু করে বাড়ছে। এসব নদীর বাঁধ উপচে নদী এলাকার কয়েক শত একর জমির ফসল পানিতে তলিয়ে গেছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন বলেন, ভারতের ত্রিপুরা রাজ্যে ভারী বর্ষণ হওয়ার কারণে খোয়াই নদেতে পানি বাড়ছে। পানি বৃদ্ধির পরিমাণ আশঙ্কাজনক। বিষয়টি সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।
পাউবোর আরেকটি সূত্র জানিয়েছে, চুনারুঘাট উপজেলার উজানে খোয়াই নদের ভারত অংশে ব্যারেজ খুলে দেওয়ার ফলে পানির বৃদ্ধির মাত্রা বেড়েছে।
আজ দুপুরে উপজেলা সাটিয়াজুরী ও রানীগাঁও ইউনিয়নে গিয়ে দেখা গেছে বেশ কয়েকটি গ্রামে পানি ঢুকেছে। ফসলি জমিসহ পুকুর তলিয়ে গেছে।
সাটিয়াজুরী ইউনিয়নের করাঙ্গী নদীর বাঁশের সাঁকো ঢলের পানিতে ভেসে যাওয়ায় কুনাউড়া, কৃষ্ণপুর, চিলামি, দৌলতপুর, দারাগাঁওসহ সাত-আট গ্রামের মানুষের যোগাযোগ বন্ধ হয়ে পরেছে।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক বলেন, ‘পানিতে প্লাবিত বেশ কয়েকটি গ্রাম পরিদর্শন করেছি। সার্বক্ষণিক খবর রাখতে ও ক্ষতিগ্রস্তদের তালিকা করতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।’
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও গত দুই দিনের ভারী বর্ষণে হবিগঞ্জের চুনারুঘাটের খোয়াই ও সুতাং নদের পানি বেড়েছে। ইতিমধ্যে অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর আউশ ফসল।
আজ সোমবার খোয়াই নদের বাল্লা পয়েন্টে ১১০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পায়। উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে গাজীপুর, মিরাশি, রানীগাঁও, সাটিয়াজুরী, শানখলা ইউনিয়নের প্রায় ৫০টি গ্রামে পানি ঢুকে পড়েছে। এ অবস্থায় দুর্ভোগে পড়েছেন গ্রামবাসী।
এদিকে দুপুরে খোয়াই নদের চুনারুঘাট ব্রিজ পয়েন্টে ১০৫ সেন্টিমিটার পানি বেড়েছে। করাঙ্গী ও সুতাং নদীর পানিও হু হু করে বাড়ছে। এসব নদীর বাঁধ উপচে নদী এলাকার কয়েক শত একর জমির ফসল পানিতে তলিয়ে গেছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন বলেন, ভারতের ত্রিপুরা রাজ্যে ভারী বর্ষণ হওয়ার কারণে খোয়াই নদেতে পানি বাড়ছে। পানি বৃদ্ধির পরিমাণ আশঙ্কাজনক। বিষয়টি সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।
পাউবোর আরেকটি সূত্র জানিয়েছে, চুনারুঘাট উপজেলার উজানে খোয়াই নদের ভারত অংশে ব্যারেজ খুলে দেওয়ার ফলে পানির বৃদ্ধির মাত্রা বেড়েছে।
আজ দুপুরে উপজেলা সাটিয়াজুরী ও রানীগাঁও ইউনিয়নে গিয়ে দেখা গেছে বেশ কয়েকটি গ্রামে পানি ঢুকেছে। ফসলি জমিসহ পুকুর তলিয়ে গেছে।
সাটিয়াজুরী ইউনিয়নের করাঙ্গী নদীর বাঁশের সাঁকো ঢলের পানিতে ভেসে যাওয়ায় কুনাউড়া, কৃষ্ণপুর, চিলামি, দৌলতপুর, দারাগাঁওসহ সাত-আট গ্রামের মানুষের যোগাযোগ বন্ধ হয়ে পরেছে।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক বলেন, ‘পানিতে প্লাবিত বেশ কয়েকটি গ্রাম পরিদর্শন করেছি। সার্বক্ষণিক খবর রাখতে ও ক্ষতিগ্রস্তদের তালিকা করতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে