Ajker Patrika

হবিগঞ্জে ৫১ শতাংশ ছাড়িয়েছে করোনা শনাক্তের হার

প্রতিনিধি
হবিগঞ্জে ৫১ শতাংশ ছাড়িয়েছে করোনা শনাক্তের হার

হবিগঞ্জ: গত ২৪ ঘণ্টায় হবিগঞ্জে ৯১ জনের নমুনা পরীক্ষায় ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ৫১ শতাংশ। যা আগে ছিল ২০-২৫ শতাংশ। আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল। 

নতুন শনাক্তদের মধ্যে রয়েছেন হবিগঞ্জ সদরের ১৮ জন, মাধবপুরের ৬ জন, বাহুবলের ১২ জন, বানিয়াচংয়ের ৭ জন, নবীগঞ্জ উপজেলার ৩ জন ও লাখাইয়ের ১ জন। 

সিভিল সার্জন বলেন, গতকাল সোমবার রাতে সিলেট থেকে আসা প্রতিবেদন অনুযায়ী জেলায় ৯১ জনের নমুনা পরীক্ষায় ৪৭ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছেন ২ হাজার ৭১৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ১১০ জন ও মারা গেছেন ১৯ জন। 

সিভিল সার্জন আরও বলেন, বর্তমানে এ জেলায় করোনা সংক্রমণের হার ভয়াবহ আকারে পৌঁছে গেছে। এতে সচেতন মহলে উদ্বেগ ছড়ালেও সাধারণ মানুষের মধ্যে উদাসীনতাই লক্ষ্য করা গেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত