প্রতিনিধি, হবিগঞ্জ
হবিগঞ্জের আজমিরীগঞ্জে নৌ–পুলিশের এক উপ–পরিদর্শককে (এসআই) কোভিড টিকার দ্বিতীয় ডোজে সিনোফার্মের টিকা দিয়েছেন স্বাস্থ্যকর্মী। অথচ প্রথম ডোজে অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকা নিয়েছিলেন তিনি।
আজ শনিবার দুপুর ১২টার দিকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
ওই এসআইয়ের নাম বিদ্যুৎ দাশ। তিনি আজমিরীগঞ্জের কাকাইলছেও নৌ–ফাঁড়ির ইনচার্জ হিসেবে কর্মরত।
এসআই বিদ্যুৎ দাশ জানান, গত ১১ এপ্রিল তিনি আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকার প্রথম ডোজ নেন। পরে মজুত শেষ হয়ে যাওয়ায় দ্বিতীয় ডোজ দেওয়া বন্ধ হয়ে যায়। চার মাস পর গত শুক্রবার (১৩ আগস্ট) তাঁর ফোনে দ্বিতীয় ডোজ নেওয়ার এসএমএস আসে।
আজ সকালে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকার দ্বিতীয় ডোজ নিতে যান বিদ্যুৎ দাশ। এ সময় স্বাস্থ্যকর্মী জোৎস্না বিশ্বাস তাঁকে সিনোফার্মের টিকা প্রয়োগ করেন। পরে বিদ্যুৎ দাশ তাঁর টিকা কার্ড দেখে বুঝতে পারেন তাঁকে অ্যাস্ট্রাজেনেকার স্থলে সিনোফার্মের ভেরোসেল দেওয়া হয়েছে।
বিদ্যুৎ দাশ বলেন, ‘টিকা নেওয়ার সময় নার্স জোৎস্না বিশ্বাসকে আমি বলেছি, প্রথম ডোজে অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড নিয়েছি। আমাকে যেনো দ্বিতীয় ডোজে অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ডই দেওয়া হয়। এমনকি আমি প্রথম ডোজ নেওয়ার কার্ডও তাঁকে দিয়েছি। কিন্তু পরে কার্ড হাতে নিয়ে দেখি তিনি আমাকে সিনোফার্মের টিকা দিয়েছেন। সঙ্গে সঙ্গে বিষয়টি আমি কর্তব্যরত চিকিৎসককে জানিয়েছি। উনি বলেছেন, পার্শ্বপ্রতিক্রিয়া হলে যোগাযোগ করার জন্য।’
এ বিষয়ে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মনির হোসেন বলেন, ‘বিষয়টি আমাকে জানানো হয়েছে। আমি সিভিল সার্জন অফিসে বিষয়টি অবগত করেছি। সিভিল সার্জন অফিস থেকে বলা হয়েছে, উনাকে পর্যবেক্ষণে রাখার জন্য। কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে তাঁকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানোর জন্যও বলেছেন তিনি।’
জেলা সিভিল সার্জন ডা কেএম মুস্তাফিজুর রহমান বলেন, ‘আমাকে বিষয়টি আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানানো হয়েছে। আমরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছি। কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে হাসপাতালে ভর্তি করা হবে।’
উল্লেখ্য, কয়েকটি দেশে কোভিড টিকার মিশ্র ডোজ প্রয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে জার্মানি অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজের সঙ্গে মডার্নার দ্বিতীয় ডোজ দেওয়ার অনুমোদন দিয়েছে। জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল মিশ্র ডোজ নিয়েছেন। গবেষণায়ও দেখা গেছে, মিশ্র ডোজে টিকার কার্যকারিতা বাড়ে। বাংলাদেশও বিষয়টি বিবেচনা করছে। তবে অনুমোদন দেওয়ার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
হবিগঞ্জের আজমিরীগঞ্জে নৌ–পুলিশের এক উপ–পরিদর্শককে (এসআই) কোভিড টিকার দ্বিতীয় ডোজে সিনোফার্মের টিকা দিয়েছেন স্বাস্থ্যকর্মী। অথচ প্রথম ডোজে অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকা নিয়েছিলেন তিনি।
আজ শনিবার দুপুর ১২টার দিকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
ওই এসআইয়ের নাম বিদ্যুৎ দাশ। তিনি আজমিরীগঞ্জের কাকাইলছেও নৌ–ফাঁড়ির ইনচার্জ হিসেবে কর্মরত।
এসআই বিদ্যুৎ দাশ জানান, গত ১১ এপ্রিল তিনি আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকার প্রথম ডোজ নেন। পরে মজুত শেষ হয়ে যাওয়ায় দ্বিতীয় ডোজ দেওয়া বন্ধ হয়ে যায়। চার মাস পর গত শুক্রবার (১৩ আগস্ট) তাঁর ফোনে দ্বিতীয় ডোজ নেওয়ার এসএমএস আসে।
আজ সকালে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকার দ্বিতীয় ডোজ নিতে যান বিদ্যুৎ দাশ। এ সময় স্বাস্থ্যকর্মী জোৎস্না বিশ্বাস তাঁকে সিনোফার্মের টিকা প্রয়োগ করেন। পরে বিদ্যুৎ দাশ তাঁর টিকা কার্ড দেখে বুঝতে পারেন তাঁকে অ্যাস্ট্রাজেনেকার স্থলে সিনোফার্মের ভেরোসেল দেওয়া হয়েছে।
বিদ্যুৎ দাশ বলেন, ‘টিকা নেওয়ার সময় নার্স জোৎস্না বিশ্বাসকে আমি বলেছি, প্রথম ডোজে অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড নিয়েছি। আমাকে যেনো দ্বিতীয় ডোজে অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ডই দেওয়া হয়। এমনকি আমি প্রথম ডোজ নেওয়ার কার্ডও তাঁকে দিয়েছি। কিন্তু পরে কার্ড হাতে নিয়ে দেখি তিনি আমাকে সিনোফার্মের টিকা দিয়েছেন। সঙ্গে সঙ্গে বিষয়টি আমি কর্তব্যরত চিকিৎসককে জানিয়েছি। উনি বলেছেন, পার্শ্বপ্রতিক্রিয়া হলে যোগাযোগ করার জন্য।’
এ বিষয়ে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মনির হোসেন বলেন, ‘বিষয়টি আমাকে জানানো হয়েছে। আমি সিভিল সার্জন অফিসে বিষয়টি অবগত করেছি। সিভিল সার্জন অফিস থেকে বলা হয়েছে, উনাকে পর্যবেক্ষণে রাখার জন্য। কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে তাঁকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানোর জন্যও বলেছেন তিনি।’
জেলা সিভিল সার্জন ডা কেএম মুস্তাফিজুর রহমান বলেন, ‘আমাকে বিষয়টি আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানানো হয়েছে। আমরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছি। কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে হাসপাতালে ভর্তি করা হবে।’
উল্লেখ্য, কয়েকটি দেশে কোভিড টিকার মিশ্র ডোজ প্রয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে জার্মানি অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজের সঙ্গে মডার্নার দ্বিতীয় ডোজ দেওয়ার অনুমোদন দিয়েছে। জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল মিশ্র ডোজ নিয়েছেন। গবেষণায়ও দেখা গেছে, মিশ্র ডোজে টিকার কার্যকারিতা বাড়ে। বাংলাদেশও বিষয়টি বিবেচনা করছে। তবে অনুমোদন দেওয়ার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে