Ajker Patrika

হবিগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৫ জুন ২০২৪, ১৭: ৪৮
হবিগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা

হবিগঞ্জে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাত ৩টার দিকে সদর উপজেলার গোপায়া গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম নাসিম শেখ (৩১)। তিনি গোপালগঞ্জ জেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রামের শেখ আলমগীরের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৩টার দিকে নাসিম শেখ স্থানীয় এক গৃহবধূর ঘরে প্রবেশ করে। তখন ওই গৃহবধূ চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাঁকে আটক করে পিটিয়ে হত্যা করে। ঘটনার খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার পুলিশ লাশ উদ্ধার করে এবং হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। 

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র আজকের পত্রিকাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

ওসি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা ও পিবিআই পুলিশের মাধ্যমে তার ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে পরিচয় নিশ্চিত করা হয়। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা লাশ নেওয়ার জন্য গোপালগঞ্জ থেকে রওনা দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত