নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গৃহবধূ রাজনা বেগম হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি স্বামীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। আজ শুক্রবার দুপুরে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নবীগঞ্জ সদর ইউনিয়নের বড় আলীপুর গ্রামের সবুজ মিয়ার ছেলে ও নিহত রাজনার স্বামী জাকারিয়া মিয়া (২৫), মৃত আনোয়ার মিয়া চৌধুরীর ছেলে সফিক মিয়া চৌধুরী (৫৬) ও তাঁর ছেলে আকরাম চৌধুরী মাসুম (২১)।
জানা যায়, প্রায় ছয় মাস আগে উপজেলার সদর ইউনিয়নের বড় আলীপুর গ্রামের সবুজ মিয়ার ছেলে জাকারিয়া মিয়ার সঙ্গে পশ্চিম তিমিরপুর গ্রামের মৃত আ. রহিমের মেয়ে রাজনা বেগমের বিয়ে হয়। গত ১০-১২ দিন আগে রসুলগঞ্জ বাজারের সফিক মিয়া চৌধুরীর মালিকানাধীন একটি বাসা ভাড়া নেন জাকারিয়া মিয়া ও তাঁর স্ত্রী রাজনা বেগম। এরপর থেকে স্বামী-স্ত্রী ওই বাসায় বসবাস করে আসছিলেন। গত সোমবার (৩১ জানুয়ারি) বিকেলে রাজনা বেগমের মা রাজনাকে দেখতে ওই ভাড়া বাসায় যান। এ সময় তাঁদের বসবাসরত কক্ষের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন। একপর্যায়ে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজার ফাঁক দিয়ে মেয়ের রক্তাক্ত দেহ বিছানার ওপর পড়ে থাকতে দেখেন। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিজ কক্ষের বিছানার ওপর থেকে গলাকাটা অবস্থায় রাজনা বেগমের মরদেহ উদ্ধার করে। এ সময় একটি রক্তমাখা বঁটি উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে রাজনা বেগমের স্বামী জাকারিয়া মিয়ার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।
পরে গত বুধবার (২ ফেব্রুয়ারি) রাজনা বেগমকে যৌতুকের জন্য নির্যাতন করে গলা কেটে হত্যা ও সহযোগিতার অভিযোগ এনে নিহত রাজনার ভাই সুফি মিয়া বাদী হয়ে রাজনার স্বামী জাকারিয়া আহমদ, ভাড়া বাসার মালিক সফিক মিয়া চৌধুরী ও তাঁর ছেলে আকরাম চৌধুরী মাসুমসহ পাঁচজনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
মামলার পর আসামিদের ধরতে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার সরাজিদখান থানা এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি রাজনার স্বামী জাকারিয়া মিয়াকে (২৫) গ্রেপ্তার করে র্যাব-৯। ওই দিন রাতেই র্যাব-৯-এর অপর আরেকটি অভিযানকারী দল নবীগঞ্জ উপজেলার রসুলগঞ্জ বাজারে অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি ভাড়া বাসার মালিক সফিক মিয়া চৌধুরী (৫৬) ও তাঁর ছেলে আকরাম চৌধুরী মাসুমকে (২১) গ্রেপ্তার করে।
র্যাব-৯ মিডিয়া অফিসার এএসপি সোমেন মজুমদার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার প্রধান আসামি রাজনার স্বামী জাকারিয়া হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, জাকারিয়া পেশায় একজন সিএনজি অটোচালক এবং রাজনা বেগমের সঙ্গে চার বছরের প্রেমের সম্পর্কের পর গত বছর পারিবারিক সম্মতিতে তাঁদের বিয়ে হয়। বিয়ের পর থেকে অটোরিকশা কেনার কথা বলে যৌতুকের টাকার জন্য রাজনা ও তাঁর পরিবারকে বিভিন্নভাবে চাপ দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় সোমবার (৩১ জানুয়ারি) বিকেলে প্রথমে জাকারিয়া তাঁর স্ত্রী রাজনা বেগমের হাত-পা ওড়না দিয়ে বেঁধে ফেলেন। ভয়ভীতি দেখান এবং শারীরিকভাবে নির্যাতন করেন। পরে জাকারিয়া তাঁর শ্বশুরবাড়িতে ফোন দিয়ে টাকা দাবি করেন এবং অটোরিকশা কেনা বাবদ টাকা না দিলে রাজনাকে মেরে ফেলার হুমকি দেন। শ্বশুরবাড়ির লোকজন টাকা দিতে রাজি না হওয়ায় হাত-পা বাঁধা অবস্থায় তিনি তাঁর স্ত্রীর মুখ ওড়না দিয়ে বেঁধে ফেলেন, যাতে চিৎকার করতে না পারেন। পরে রান্নাঘরের ধারালো বঁটি দিয়ে স্ত্রীর গলা কেটে হত্যা করে ঘরের বাইরে থেকে তালা দিয়ে চলে যান। গত মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) মধ্যরাতের দিকে বাসযোগে রওনা হয়ে ঢাকায় চলে যান জাকারিয়া। ঢাকায় নিরাপদ আশ্রয় না পেয়ে তাঁর একসময়ের কর্মস্থল মুন্সিগঞ্জের লতব্দী এলাকার ইটভাটায় আত্মগোপনের উদ্দেশ্যে গমন করেন। অতঃপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত (৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার লতব্দী এলাকা থেকে গ্রেপ্তার করা হয় রাজনা হত্যার প্রধান আসামি জাকারিয়াকে।
এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ইতিমধ্যে গ্রেপ্তার হওয়া সফিক মিয়া চৌধুরী ও তাঁর ছেলে আকরাম চৌধুরী মাসুমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওই মামলার প্রধান আসামি জাকারিয়াকে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
গ্রেপ্তার হওয়া আসামিদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গৃহবধূ রাজনা বেগম হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি স্বামীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। আজ শুক্রবার দুপুরে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নবীগঞ্জ সদর ইউনিয়নের বড় আলীপুর গ্রামের সবুজ মিয়ার ছেলে ও নিহত রাজনার স্বামী জাকারিয়া মিয়া (২৫), মৃত আনোয়ার মিয়া চৌধুরীর ছেলে সফিক মিয়া চৌধুরী (৫৬) ও তাঁর ছেলে আকরাম চৌধুরী মাসুম (২১)।
জানা যায়, প্রায় ছয় মাস আগে উপজেলার সদর ইউনিয়নের বড় আলীপুর গ্রামের সবুজ মিয়ার ছেলে জাকারিয়া মিয়ার সঙ্গে পশ্চিম তিমিরপুর গ্রামের মৃত আ. রহিমের মেয়ে রাজনা বেগমের বিয়ে হয়। গত ১০-১২ দিন আগে রসুলগঞ্জ বাজারের সফিক মিয়া চৌধুরীর মালিকানাধীন একটি বাসা ভাড়া নেন জাকারিয়া মিয়া ও তাঁর স্ত্রী রাজনা বেগম। এরপর থেকে স্বামী-স্ত্রী ওই বাসায় বসবাস করে আসছিলেন। গত সোমবার (৩১ জানুয়ারি) বিকেলে রাজনা বেগমের মা রাজনাকে দেখতে ওই ভাড়া বাসায় যান। এ সময় তাঁদের বসবাসরত কক্ষের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন। একপর্যায়ে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজার ফাঁক দিয়ে মেয়ের রক্তাক্ত দেহ বিছানার ওপর পড়ে থাকতে দেখেন। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিজ কক্ষের বিছানার ওপর থেকে গলাকাটা অবস্থায় রাজনা বেগমের মরদেহ উদ্ধার করে। এ সময় একটি রক্তমাখা বঁটি উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে রাজনা বেগমের স্বামী জাকারিয়া মিয়ার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।
পরে গত বুধবার (২ ফেব্রুয়ারি) রাজনা বেগমকে যৌতুকের জন্য নির্যাতন করে গলা কেটে হত্যা ও সহযোগিতার অভিযোগ এনে নিহত রাজনার ভাই সুফি মিয়া বাদী হয়ে রাজনার স্বামী জাকারিয়া আহমদ, ভাড়া বাসার মালিক সফিক মিয়া চৌধুরী ও তাঁর ছেলে আকরাম চৌধুরী মাসুমসহ পাঁচজনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
মামলার পর আসামিদের ধরতে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার সরাজিদখান থানা এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি রাজনার স্বামী জাকারিয়া মিয়াকে (২৫) গ্রেপ্তার করে র্যাব-৯। ওই দিন রাতেই র্যাব-৯-এর অপর আরেকটি অভিযানকারী দল নবীগঞ্জ উপজেলার রসুলগঞ্জ বাজারে অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি ভাড়া বাসার মালিক সফিক মিয়া চৌধুরী (৫৬) ও তাঁর ছেলে আকরাম চৌধুরী মাসুমকে (২১) গ্রেপ্তার করে।
র্যাব-৯ মিডিয়া অফিসার এএসপি সোমেন মজুমদার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার প্রধান আসামি রাজনার স্বামী জাকারিয়া হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, জাকারিয়া পেশায় একজন সিএনজি অটোচালক এবং রাজনা বেগমের সঙ্গে চার বছরের প্রেমের সম্পর্কের পর গত বছর পারিবারিক সম্মতিতে তাঁদের বিয়ে হয়। বিয়ের পর থেকে অটোরিকশা কেনার কথা বলে যৌতুকের টাকার জন্য রাজনা ও তাঁর পরিবারকে বিভিন্নভাবে চাপ দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় সোমবার (৩১ জানুয়ারি) বিকেলে প্রথমে জাকারিয়া তাঁর স্ত্রী রাজনা বেগমের হাত-পা ওড়না দিয়ে বেঁধে ফেলেন। ভয়ভীতি দেখান এবং শারীরিকভাবে নির্যাতন করেন। পরে জাকারিয়া তাঁর শ্বশুরবাড়িতে ফোন দিয়ে টাকা দাবি করেন এবং অটোরিকশা কেনা বাবদ টাকা না দিলে রাজনাকে মেরে ফেলার হুমকি দেন। শ্বশুরবাড়ির লোকজন টাকা দিতে রাজি না হওয়ায় হাত-পা বাঁধা অবস্থায় তিনি তাঁর স্ত্রীর মুখ ওড়না দিয়ে বেঁধে ফেলেন, যাতে চিৎকার করতে না পারেন। পরে রান্নাঘরের ধারালো বঁটি দিয়ে স্ত্রীর গলা কেটে হত্যা করে ঘরের বাইরে থেকে তালা দিয়ে চলে যান। গত মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) মধ্যরাতের দিকে বাসযোগে রওনা হয়ে ঢাকায় চলে যান জাকারিয়া। ঢাকায় নিরাপদ আশ্রয় না পেয়ে তাঁর একসময়ের কর্মস্থল মুন্সিগঞ্জের লতব্দী এলাকার ইটভাটায় আত্মগোপনের উদ্দেশ্যে গমন করেন। অতঃপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত (৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার লতব্দী এলাকা থেকে গ্রেপ্তার করা হয় রাজনা হত্যার প্রধান আসামি জাকারিয়াকে।
এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ইতিমধ্যে গ্রেপ্তার হওয়া সফিক মিয়া চৌধুরী ও তাঁর ছেলে আকরাম চৌধুরী মাসুমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওই মামলার প্রধান আসামি জাকারিয়াকে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
গ্রেপ্তার হওয়া আসামিদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২১ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২১ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২১ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২১ দিন আগে