Ajker Patrika

হবিগঞ্জে আরও ২৫ জনের করোনা শনাক্ত

প্রতিনিধি
হবিগঞ্জে আরও ২৫ জনের করোনা শনাক্ত

হবিগঞ্জ: হবিগঞ্জে নতুন করে আরও ২৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা ২ হাজার ৬৬৬ জন। আজ সোমবার এ তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল। 

নতুন শনাক্তদের মধ্যে রয়েছেন-হবিগঞ্জ সদর উপজেলার ১৩ জন, বাহুবল উপজেলার ৬ জন, নবীগঞ্জ উপজেলার ৩ জন, মাধবপুর উপজেলার ১ জন, বানিয়াচং উপজেলার ১ জন ও চুনারুঘাট উপজেলার ১ জন। 

সিভিল সার্জন জানান, হবিগঞ্জে নতুন করে ২৫ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এতে শনাক্তের হার ৩২ দশমিক ৮ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট শনাক্ত হয়েছেন ২ হাজার ৬৬৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৯৫ জন। মারা গেছেন ১৯ জন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত