হবিগঞ্জ প্রতিনিধি
চার মামলায় ১৫৪ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায়বিষয়ক সম্পাদক ও টানা তিনবারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছ। আজ সোমবার দুপুরে হবিগঞ্জ কারাগার থেকে মুক্ত হন তিনি।
বেলা ২টার সময় কারাগার থেকে মুক্তি পাওয়ার পর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ তাঁকে ফুলের মালা দিয়ে বরণ করেন। পরে শোভাযাত্রার মধ্য দিয়ে দলের নেতা-কর্মীরা জি কে গউছকে তাঁর বাসভবনে নিয়ে যান।
এর আগে ১১ জানুয়ারি বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খাইরুল আলমের হাইকোর্ট বেঞ্চ গত ১৯ আগস্ট বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় হবিগঞ্জ সদর থানা-পুলিশের দায়েরকৃত পুলিশ এসল্ট মামলায় জি কে গউছের জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেন জি কে গউছের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম।
থানা-পুলিশ ও দলীয় সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে কেন্দ্র ঘোষিত পদযাত্রা কর্মসূচি ছিল। ওই দিন বিকেল ৫টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর ঈদগার সামন থেকে জি কে গউছের নেতৃত্বে পদযাত্রা কর্মসূচি শুরু করে হবিগঞ্জ জেলা বিএনপি। শায়েস্তানগরে বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে পদযাত্রা কর্মসূচি শেষ হয়।
এ সময় পুলিশ বিএনপি নেতা-কর্মীদের প্রধান সড়ক ছেড়ে ভেতরের রাস্তায় চলে যেতে বলে। কিন্তু নেতা-কর্মীরা প্রধান সড়কেই অবস্থান করছিলেন। এ সময় নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা, টিয়ারগ্যাস নিক্ষেপ ও গুলিবর্ষণ শুরু করে। এতে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের দফায় দফায় ব্যাপক সংঘর্ষ হয়।
প্রায় ২ ঘণ্টাব্যাপী সংঘর্ষে বিএনপির শতাধিক নেতা-কর্মী আহত হন। এ ছাড়া সদর থানার ওসি অজয় চন্দ্র দেবসহ কয়েক পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি বেগতিক হলে পুলিশ রায়ট কার এনে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ ঘটনায় জি কে গউছকে প্রধান আসামি করে বিএনপির ১২শ নেতা-কর্মীর বিরুদ্ধে পুলিশ এসল্ট ও বিস্ফোরক আইনে হবিগঞ্জ সদর থানায় দুটি মামলা দায়ের করা হয়। এ ছাড়া আরও দুটি মামলায় কারাগারে ছিলেন জি গউছ।
চার মামলায় ১৫৪ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায়বিষয়ক সম্পাদক ও টানা তিনবারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছ। আজ সোমবার দুপুরে হবিগঞ্জ কারাগার থেকে মুক্ত হন তিনি।
বেলা ২টার সময় কারাগার থেকে মুক্তি পাওয়ার পর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ তাঁকে ফুলের মালা দিয়ে বরণ করেন। পরে শোভাযাত্রার মধ্য দিয়ে দলের নেতা-কর্মীরা জি কে গউছকে তাঁর বাসভবনে নিয়ে যান।
এর আগে ১১ জানুয়ারি বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খাইরুল আলমের হাইকোর্ট বেঞ্চ গত ১৯ আগস্ট বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় হবিগঞ্জ সদর থানা-পুলিশের দায়েরকৃত পুলিশ এসল্ট মামলায় জি কে গউছের জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেন জি কে গউছের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম।
থানা-পুলিশ ও দলীয় সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে কেন্দ্র ঘোষিত পদযাত্রা কর্মসূচি ছিল। ওই দিন বিকেল ৫টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর ঈদগার সামন থেকে জি কে গউছের নেতৃত্বে পদযাত্রা কর্মসূচি শুরু করে হবিগঞ্জ জেলা বিএনপি। শায়েস্তানগরে বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে পদযাত্রা কর্মসূচি শেষ হয়।
এ সময় পুলিশ বিএনপি নেতা-কর্মীদের প্রধান সড়ক ছেড়ে ভেতরের রাস্তায় চলে যেতে বলে। কিন্তু নেতা-কর্মীরা প্রধান সড়কেই অবস্থান করছিলেন। এ সময় নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা, টিয়ারগ্যাস নিক্ষেপ ও গুলিবর্ষণ শুরু করে। এতে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের দফায় দফায় ব্যাপক সংঘর্ষ হয়।
প্রায় ২ ঘণ্টাব্যাপী সংঘর্ষে বিএনপির শতাধিক নেতা-কর্মী আহত হন। এ ছাড়া সদর থানার ওসি অজয় চন্দ্র দেবসহ কয়েক পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি বেগতিক হলে পুলিশ রায়ট কার এনে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ ঘটনায় জি কে গউছকে প্রধান আসামি করে বিএনপির ১২শ নেতা-কর্মীর বিরুদ্ধে পুলিশ এসল্ট ও বিস্ফোরক আইনে হবিগঞ্জ সদর থানায় দুটি মামলা দায়ের করা হয়। এ ছাড়া আরও দুটি মামলায় কারাগারে ছিলেন জি গউছ।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৫ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫