Ajker Patrika

পিকআপের চাপায় বাবা ও শিশুসন্তান নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৯ জুলাই ২০২২, ২০: ৫৭
পিকআপের চাপায় বাবা ও শিশুসন্তান নিহত

একমাত্র ছেলেকে নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন ইউসুফ আলী। হঠাৎ ছেলে মহাসড়ক পার হতে দৌড় দেয়। গাড়ি চলে আসায় ছেলেকে বাঁচাতে পিছু পিছু ছোটেন বাবাও। এ সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান দুজনকে চাপা দিয়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান তাঁরা। 

ঘটনাটি ঘটে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কান্দিগাঁও এলাকায় আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে। 

নিহত ব্যক্তিরা হলেন কান্দিগাঁও গ্রামের ইউসুফ আলী (৫৫) ও তাঁর ছেলে মোহাম্মদ আলী (৫)। 

পুলিশ জানায়, ইউসুফ আলী তাঁর একমাত্র শিশুসন্তান মোহাম্মদ আলীকে নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ শিশুটি দৌড়ে মহাসড়ক পার হওয়ার চেষ্টা করে। ছেলেকে বাঁচাতে দৌড়ে যান ইউসুফ আলী। এ সময় সিলেটগামী একটি দ্রুতগতির পিকআপ ভ্যানের চাপায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। 

দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে ঢাকা-সিলেট মহাসড়কে গাছ ফেলে অবরোধ করে রাখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করেন। 

২৪ জুলাই ইউসুফ আলীর ব্রুনেইয়ে যাওয়ার কথা ছিল বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত