নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
সারা দেশে তীব্র তাপপ্রবাহের মধ্যে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ের সঙ্গে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি হয়। এতে ঘরবাড়ি ও হাওরের আধপাকা বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে ভেঙে পড়েছে কাঁচা ঘরবাড়ি ও গাছপালা।
কৃষি বিভাগের তথ্যমতে, ২২০ হেক্টর ফসলি জমিতে বোরো ধানের ক্ষতি হয়েছে। এর আগে, গত রোববার বিকেলে ব্যাপক শিলাবৃষ্টি হয়। আজ মঙ্গলবার আবারও শিলাবৃষ্টি হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে বলে শঙ্কা কৃষকদের।
জানা গেছে, গত রোববার বিকেল ৪টার দিকে নবীগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হয়। উপজেলার পৌর এলাকাসহ করগাঁও, গজনাইপুর, দেবপাড়া ও পানিউমদা ইউনিয়নের অন্তত অর্ধশতাধিক গ্রামের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। এ সময় প্রায় ২০ মিনিটের মতো শিলাবৃষ্টি পড়ে। শিলাবৃষ্টিতে অনেকের ঘরের টিন ছিদ্র হয়ে যায়। অর্ধশতাধিক গ্রামের প্রায় সহস্রাধিক কাঁচা ঘর-বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ভেঙে পড়ে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বোরো ফসলের। শিলাবৃষ্টির আঘাতে ঝড়ে পড়েছে জমির পাকা ধান। এদিকে আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে দমকা-ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি হয়। এতে ধানের আরও ক্ষতি হবে বলে শঙ্কা কৃষকদের।
বনগাঁও গ্রামের কৃষক আহাদ মিয়া বলেন, ‘প্রতি বছর ধান পেয়েছি ৬০-৭০ মণ। এবারও ফসল ভালো হয়েছিল। আশা করেছিলাম, ফলন ভালো পাব, কিন্তু শিলাবৃষ্টিতে সব লন্ডভন্ড হয়ে গেছে। ঘরে হয়েছে টিন ছিদ্র, ধানখেতে অধিকাংশ ধান ঝরে গেছে।’
কায়স্থ গ্রামের কৃষক আব্দুল মন্নান বলেন, ‘গত রোববার ও আজ মঙ্গলবারের শিলাবৃষ্টিতে আমার ধান খেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত বছরের তুলনায় এবার অর্ধেক ধানও পাব না।’
গজনাইপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের জয়নাল মিয়া বলেন, ‘প্রচণ্ড গরমের মধ্যে হঠাৎ আকস্মিকভাবে শিলাবৃষ্টি শুরু হয়, আমার ঘরের অধিকাংশ টিন ছিদ্র হয়ে ঘরের ভেতরেও শিলা পড়ে। আমার আশপাশের ৩০-৪০টি বাড়িঘর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।’
একই গ্রামের মীর টিলা এলাকার ওয়াহিদ মিয়া বলেন, ‘প্রতিদিন কাজ করে জীবিকা নির্বাহ করি, হঠাৎ করে রোববার শিলাবৃষ্টি হওয়ায় আমার ঘরের টিনের একাধিক ছিদ্র সৃষ্টি হয়েছে, আমরা অসহায় হয়ে পড়েছি, সরকারি সহযোগিতা পেলে হয়তো একটু উপকার হতো।’
নবীগঞ্জ শহরের পৌর এলাকার ছালামতপুর গ্রামের আব্দুল লতিফ বলেন, ‘শিলাবৃষ্টি হওয়ায় আমার ঘরের টিনে বড় বড় ছিদ্র হয়ে ঘরে এখন পানি পড়ে, এখন পরিবার নিয়ে কোথায় যাব।’
দেবপাড়া ইউনিয়নের উত্তর দেবপাড়া গ্রামের কৃষক আজিজুর রহমান বলেন, ‘আমার ফসলের পাকা ধান ভেবেছিলাম ২-১ দিনের ভেতরে ফসল ঘরে ওঠাব, কিন্তু শিলাবৃষ্টিতে ৬৫-৭০ ভাগ পাকা ধান ঝড়ে পড়ে গেছে।’
নবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মণি বলেন, ‘হাওরাঞ্চলে ৯০ ভাগ ধান কর্তন করা হয়ে গেছে, তবে যারা একটু দেরিতে ধান রোপণ করেছিলেন তাঁদের খেত শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা বিভিন্নভাবে জেনেছি ২২০ হেক্টর জমিতে ধান ঝরে পড়েছে। ফলে আমাদের যে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল সেটা পূর্ণ হবে না।’
সারা দেশে তীব্র তাপপ্রবাহের মধ্যে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ের সঙ্গে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি হয়। এতে ঘরবাড়ি ও হাওরের আধপাকা বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে ভেঙে পড়েছে কাঁচা ঘরবাড়ি ও গাছপালা।
কৃষি বিভাগের তথ্যমতে, ২২০ হেক্টর ফসলি জমিতে বোরো ধানের ক্ষতি হয়েছে। এর আগে, গত রোববার বিকেলে ব্যাপক শিলাবৃষ্টি হয়। আজ মঙ্গলবার আবারও শিলাবৃষ্টি হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে বলে শঙ্কা কৃষকদের।
জানা গেছে, গত রোববার বিকেল ৪টার দিকে নবীগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হয়। উপজেলার পৌর এলাকাসহ করগাঁও, গজনাইপুর, দেবপাড়া ও পানিউমদা ইউনিয়নের অন্তত অর্ধশতাধিক গ্রামের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। এ সময় প্রায় ২০ মিনিটের মতো শিলাবৃষ্টি পড়ে। শিলাবৃষ্টিতে অনেকের ঘরের টিন ছিদ্র হয়ে যায়। অর্ধশতাধিক গ্রামের প্রায় সহস্রাধিক কাঁচা ঘর-বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ভেঙে পড়ে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বোরো ফসলের। শিলাবৃষ্টির আঘাতে ঝড়ে পড়েছে জমির পাকা ধান। এদিকে আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে দমকা-ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি হয়। এতে ধানের আরও ক্ষতি হবে বলে শঙ্কা কৃষকদের।
বনগাঁও গ্রামের কৃষক আহাদ মিয়া বলেন, ‘প্রতি বছর ধান পেয়েছি ৬০-৭০ মণ। এবারও ফসল ভালো হয়েছিল। আশা করেছিলাম, ফলন ভালো পাব, কিন্তু শিলাবৃষ্টিতে সব লন্ডভন্ড হয়ে গেছে। ঘরে হয়েছে টিন ছিদ্র, ধানখেতে অধিকাংশ ধান ঝরে গেছে।’
কায়স্থ গ্রামের কৃষক আব্দুল মন্নান বলেন, ‘গত রোববার ও আজ মঙ্গলবারের শিলাবৃষ্টিতে আমার ধান খেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত বছরের তুলনায় এবার অর্ধেক ধানও পাব না।’
গজনাইপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের জয়নাল মিয়া বলেন, ‘প্রচণ্ড গরমের মধ্যে হঠাৎ আকস্মিকভাবে শিলাবৃষ্টি শুরু হয়, আমার ঘরের অধিকাংশ টিন ছিদ্র হয়ে ঘরের ভেতরেও শিলা পড়ে। আমার আশপাশের ৩০-৪০টি বাড়িঘর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।’
একই গ্রামের মীর টিলা এলাকার ওয়াহিদ মিয়া বলেন, ‘প্রতিদিন কাজ করে জীবিকা নির্বাহ করি, হঠাৎ করে রোববার শিলাবৃষ্টি হওয়ায় আমার ঘরের টিনের একাধিক ছিদ্র সৃষ্টি হয়েছে, আমরা অসহায় হয়ে পড়েছি, সরকারি সহযোগিতা পেলে হয়তো একটু উপকার হতো।’
নবীগঞ্জ শহরের পৌর এলাকার ছালামতপুর গ্রামের আব্দুল লতিফ বলেন, ‘শিলাবৃষ্টি হওয়ায় আমার ঘরের টিনে বড় বড় ছিদ্র হয়ে ঘরে এখন পানি পড়ে, এখন পরিবার নিয়ে কোথায় যাব।’
দেবপাড়া ইউনিয়নের উত্তর দেবপাড়া গ্রামের কৃষক আজিজুর রহমান বলেন, ‘আমার ফসলের পাকা ধান ভেবেছিলাম ২-১ দিনের ভেতরে ফসল ঘরে ওঠাব, কিন্তু শিলাবৃষ্টিতে ৬৫-৭০ ভাগ পাকা ধান ঝড়ে পড়ে গেছে।’
নবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মণি বলেন, ‘হাওরাঞ্চলে ৯০ ভাগ ধান কর্তন করা হয়ে গেছে, তবে যারা একটু দেরিতে ধান রোপণ করেছিলেন তাঁদের খেত শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা বিভিন্নভাবে জেনেছি ২২০ হেক্টর জমিতে ধান ঝরে পড়েছে। ফলে আমাদের যে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল সেটা পূর্ণ হবে না।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে