নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গোপালগঞ্জ সদর উপজেলার ২৮ নং উরফি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ কান্তি বিশ্বাসকে ম্যানেজিং কমিটির সভাপতির লোকজন ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক মারধরের ঘটনার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে প্রতিবাদ জানানোর পাশাপাশি মনোজ কান্তি বিশ্বাসের সাময়িক বরখাস্ত স্থগিতসহ শিক্ষকদের নানান জটিলতা নিরসনের দাবি জানান।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আতিকুর রহমান বলেন, বিদ্যালয়ের উন্নয়নকাজের ভাগ না দেওয়ায় প্রধান শিক্ষক মনোজ কান্তি বিশ্বাসকে ৩ ও ৫ অক্টোবর দুই দফায় লাথি, ঘুষি মেরে অমানুষিক নির্যাতন করে হাসপাতালে পাঠানো হয়েছে। শিক্ষক দিবসে উপজেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র রায় জাতির বিবেক শিক্ষকের গায়ে লাথি দিয়ে সব শিক্ষককে অপমান করেছেন। মারধর করেই তাঁরা ক্ষান্ত হননি, তড়িঘড়ি করে মনোজ কান্তি বিশ্বাসকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে মিথ্যা প্রতিবেদন তৈরি করে সাময়িক বরখাস্ত করেছেন।
৩ অক্টোবর মনোজ কান্তি দাসের সন্তানের জন্ম হওয়ায় সেদিন বিদ্যালয় ছুটির আগেই স্ত্রী ও সন্তানকে দেখতে হাসপাতালে ছুটে যান জানিয়ে আতিকুর রহমান বলেন, 'স্কুল ছুটির পর ৪টা ১২ মিনিটে সহকারী উপজেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র রায় বিদ্যালয়ে আসেন। এসে তিনি মনোজ কান্তি বিশ্বাসকে ফোন করে ডেকে আনেন। মনোজ কান্তি বিশ্বাস বিদ্যালয়ে আসামাত্রই গৌতম চন্দ্র রায় তাঁকে লাথি, কিল, ঘুষি মারতে থাকেন।'
বক্তারা জানান, ৩ অক্টোবরের পর ৫ অক্টোবর শিক্ষক দিবসে আবারও তাকে বেধড়ক মারধর করেছেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির লোকজন। শিক্ষক দিবসে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ওপর এমন হামলা ন্যক্কারজনক, হৃদয়বিদারক এবং চরম অমানবিক।
সংবাদ সম্মেলন থেকে বক্তারা গোপালগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও সহকারী উপজেলা শিক্ষা অফিসারকে প্রত্যাহারসহ দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, প্রধান শিক্ষক মনোজ কান্তি বিশ্বাসের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার, প্রাথমিকের ক্যাডার সার্ভিস সৃষ্টি করে সহকারী ও প্রধান শিক্ষকদের এন্ট্রি পদ ধরে শতভাগ পরিচালক পর্যন্ত পদোন্নতি চালু, প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড প্রদান, প্রধান শিক্ষকদের টাইম স্কেলের জটিলতা নিরসন, চলতি দায়িত্বে কর্মরত প্রধান শিক্ষকদের পদোন্নতি স্থায়ীকরণ, প্রাথমিক শিক্ষকদের জ্যেষ্ঠতার জটিলতা নিরসনের দাবি জানান।
সংবাদ সম্মেলন থেকে ১৭ নভেম্বর সব উপজেলা চত্বরে বিক্ষোভ জানিয়ে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান এবং ১ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি প্রদান কর্মসূচির ঘোষণা দেন বক্তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান, সহসভাপতি আছমা খানম, বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষদের সভাপতি মো. সিদ্দিকুর রহমান, প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো. মিজানুর রহমান প্রমুখ।
গোপালগঞ্জ সদর উপজেলার ২৮ নং উরফি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ কান্তি বিশ্বাসকে ম্যানেজিং কমিটির সভাপতির লোকজন ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক মারধরের ঘটনার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে প্রতিবাদ জানানোর পাশাপাশি মনোজ কান্তি বিশ্বাসের সাময়িক বরখাস্ত স্থগিতসহ শিক্ষকদের নানান জটিলতা নিরসনের দাবি জানান।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আতিকুর রহমান বলেন, বিদ্যালয়ের উন্নয়নকাজের ভাগ না দেওয়ায় প্রধান শিক্ষক মনোজ কান্তি বিশ্বাসকে ৩ ও ৫ অক্টোবর দুই দফায় লাথি, ঘুষি মেরে অমানুষিক নির্যাতন করে হাসপাতালে পাঠানো হয়েছে। শিক্ষক দিবসে উপজেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র রায় জাতির বিবেক শিক্ষকের গায়ে লাথি দিয়ে সব শিক্ষককে অপমান করেছেন। মারধর করেই তাঁরা ক্ষান্ত হননি, তড়িঘড়ি করে মনোজ কান্তি বিশ্বাসকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে মিথ্যা প্রতিবেদন তৈরি করে সাময়িক বরখাস্ত করেছেন।
৩ অক্টোবর মনোজ কান্তি দাসের সন্তানের জন্ম হওয়ায় সেদিন বিদ্যালয় ছুটির আগেই স্ত্রী ও সন্তানকে দেখতে হাসপাতালে ছুটে যান জানিয়ে আতিকুর রহমান বলেন, 'স্কুল ছুটির পর ৪টা ১২ মিনিটে সহকারী উপজেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র রায় বিদ্যালয়ে আসেন। এসে তিনি মনোজ কান্তি বিশ্বাসকে ফোন করে ডেকে আনেন। মনোজ কান্তি বিশ্বাস বিদ্যালয়ে আসামাত্রই গৌতম চন্দ্র রায় তাঁকে লাথি, কিল, ঘুষি মারতে থাকেন।'
বক্তারা জানান, ৩ অক্টোবরের পর ৫ অক্টোবর শিক্ষক দিবসে আবারও তাকে বেধড়ক মারধর করেছেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির লোকজন। শিক্ষক দিবসে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ওপর এমন হামলা ন্যক্কারজনক, হৃদয়বিদারক এবং চরম অমানবিক।
সংবাদ সম্মেলন থেকে বক্তারা গোপালগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও সহকারী উপজেলা শিক্ষা অফিসারকে প্রত্যাহারসহ দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, প্রধান শিক্ষক মনোজ কান্তি বিশ্বাসের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার, প্রাথমিকের ক্যাডার সার্ভিস সৃষ্টি করে সহকারী ও প্রধান শিক্ষকদের এন্ট্রি পদ ধরে শতভাগ পরিচালক পর্যন্ত পদোন্নতি চালু, প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড প্রদান, প্রধান শিক্ষকদের টাইম স্কেলের জটিলতা নিরসন, চলতি দায়িত্বে কর্মরত প্রধান শিক্ষকদের পদোন্নতি স্থায়ীকরণ, প্রাথমিক শিক্ষকদের জ্যেষ্ঠতার জটিলতা নিরসনের দাবি জানান।
সংবাদ সম্মেলন থেকে ১৭ নভেম্বর সব উপজেলা চত্বরে বিক্ষোভ জানিয়ে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান এবং ১ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি প্রদান কর্মসূচির ঘোষণা দেন বক্তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান, সহসভাপতি আছমা খানম, বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষদের সভাপতি মো. সিদ্দিকুর রহমান, প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো. মিজানুর রহমান প্রমুখ।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫