গোপালগঞ্জ সংবাদদাতা
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত রমজান কাজী, ইমন তালুকদার ও সোহেল রানার লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত। সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের জন্য এ নির্দেশ দেওয়া হয়।
সোমবার (২১ জুলাই) সকাল ১০টার দিকে নিহত ব্যক্তিদের ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত কর্মকর্তারা গোপালগঞ্জ আদালতে আবেদন করলে আদালত এ নির্দেশ দেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নিহত তিনজনের লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত। প্রথমে পৌর কবরস্থান থেকে রমজান কাজীর লাশ উত্তোলন করা হবে।
এর আগে গত শনিবার রাতে গোপালগঞ্জ সদর থানার চারজন উপপরিদর্শক বাদী হয়ে পৃথক চারটি হত্যা মামলা করেন। এর মধ্যে তিন মামলায় ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয় এবং একটি মামলায় ৮০০ থেকে ৯০০ জনকে আসামি করা হয়েছে।
রমজান কাজীর মৃত্যুর ঘটনায় উপপরিদর্শক মো. আইয়ুব হোসেন মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, ১৬ জুলাই এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রা শেষে গোপালগঞ্জ শহরের এস কে সালেহিয়া মাদ্রাসার কাছে গাড়িবহর পৌঁছালে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দিলে তাদের ওপরও গুলি চালানো হয়। এতে গুলিবিদ্ধ হন রমজান কাজী (১৭)। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দীপ্ত সাহার (২৭) মৃত্যুর ঘটনায় উপপরিদর্শক শামীম হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ জনকে আসামি করে হত্যা মামলা করেন। এজাহারে বলা হয়, কলেজ মসজিদের পাশে মিলন ফার্মেসির সামনে হামলাকারীদের গুলিতে দীপ্ত সাহা গুরুতর আহত হন। পরে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মোবাইল ব্যবসায়ী সোহেল রানা মোল্লার (৩০) মৃত্যুতে উপপরিদর্শক আবুল কালাম আজাদ বাদী হয়ে একই সংখ্যক ব্যক্তিকে আসামি করে মামলা করেন। লঞ্চঘাট এলাকায় হোটেল রাজের সামনে হামলায় সোহেল রানা গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে মারা যান তিনি।
অন্যদিকে, ইমন তালুকদার হত্যার ঘটনায় উপপরিদর্শক শেখ মিজানুর রহমান বাদী হয়ে মামলা করেন। এজাহারে বলা হয়, পুরোনো সোনালী ব্যাংকের সামনে এনসিপির গাড়িবহরে হামলার সময় ইমন তালুকদার গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত রমজান কাজী, ইমন তালুকদার ও সোহেল রানার লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত। সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের জন্য এ নির্দেশ দেওয়া হয়।
সোমবার (২১ জুলাই) সকাল ১০টার দিকে নিহত ব্যক্তিদের ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত কর্মকর্তারা গোপালগঞ্জ আদালতে আবেদন করলে আদালত এ নির্দেশ দেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নিহত তিনজনের লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত। প্রথমে পৌর কবরস্থান থেকে রমজান কাজীর লাশ উত্তোলন করা হবে।
এর আগে গত শনিবার রাতে গোপালগঞ্জ সদর থানার চারজন উপপরিদর্শক বাদী হয়ে পৃথক চারটি হত্যা মামলা করেন। এর মধ্যে তিন মামলায় ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয় এবং একটি মামলায় ৮০০ থেকে ৯০০ জনকে আসামি করা হয়েছে।
রমজান কাজীর মৃত্যুর ঘটনায় উপপরিদর্শক মো. আইয়ুব হোসেন মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, ১৬ জুলাই এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রা শেষে গোপালগঞ্জ শহরের এস কে সালেহিয়া মাদ্রাসার কাছে গাড়িবহর পৌঁছালে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দিলে তাদের ওপরও গুলি চালানো হয়। এতে গুলিবিদ্ধ হন রমজান কাজী (১৭)। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দীপ্ত সাহার (২৭) মৃত্যুর ঘটনায় উপপরিদর্শক শামীম হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ জনকে আসামি করে হত্যা মামলা করেন। এজাহারে বলা হয়, কলেজ মসজিদের পাশে মিলন ফার্মেসির সামনে হামলাকারীদের গুলিতে দীপ্ত সাহা গুরুতর আহত হন। পরে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মোবাইল ব্যবসায়ী সোহেল রানা মোল্লার (৩০) মৃত্যুতে উপপরিদর্শক আবুল কালাম আজাদ বাদী হয়ে একই সংখ্যক ব্যক্তিকে আসামি করে মামলা করেন। লঞ্চঘাট এলাকায় হোটেল রাজের সামনে হামলায় সোহেল রানা গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে মারা যান তিনি।
অন্যদিকে, ইমন তালুকদার হত্যার ঘটনায় উপপরিদর্শক শেখ মিজানুর রহমান বাদী হয়ে মামলা করেন। এজাহারে বলা হয়, পুরোনো সোনালী ব্যাংকের সামনে এনসিপির গাড়িবহরে হামলার সময় ইমন তালুকদার গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে