Ajker Patrika

গোপালগঞ্জে বাসচাপায় নারী নিহত, বিক্ষুব্ধ জনতার সড়ক অবরোধ

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে বাসচাপায় নারী নিহত, বিক্ষুব্ধ জনতার সড়ক অবরোধ

গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় এক নারী নিহত হয়েছেন। তাঁর নাম চঞ্চলা মজুমদার (৫৫)। আজ শনিবার বিকেল সাড় ৫টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের উত্তর ভেন্নাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে দুর্ঘটনার পর স্থানীয় জনতারা প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। 

চঞ্চলা মজুমদার সদর উপজেলার সাতপাড় ইউনিয়নের উত্তর ভেন্নাবাড়ি গ্রামের অরুণ মজুমদারের স্ত্রী। 

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানান, বিকেলে খেত থেকে সবজি তুলে বাড়ি ফিরছিলেন চঞ্চলা। গোপালগঞ্জ-টেকেরহাট সড়ক পার হওয়ার সময় গোপালগঞ্জগামী আল মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। 

এতে ঘটনাস্থলেই চঞ্চলা মারা যান। পরে বিক্ষুব্ধ স্থানীয়রা শাস্তি ও ক্ষতিপূরণের দাবিতে রাস্তা আটকে বিক্ষোভ করেন। এ সময় রাস্তার দুপাশে আটকা পড়ে বেশ কয়েকটি যানবাহন। পরে পুলিশ ও বাস মালিক সমিতির নেতৃবৃন্দের আশ্বাসে দুই ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৭টার দিতে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। 

এসব তথ্য নিশ্চিত করে গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মো. আমিনুল ইসলাম জানান, চঞ্চলার লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত