গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ জেলা কারাগারের তারেক বাইন (৬০) নামে এক হাজতি মৃত্যু হয়েছে। তিনি ভারতীয় নাগরিক। পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিম বিহারের সোনার গ্রামের মরন বাইনের ছেলে তিনি। তাঁর বিরুদ্ধে জাজিরা থানার মামলা হয়। দা কন্ট্রোল অব অ্যান্টি অ্যাক্ট এর ৪ ধারায় সে সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।
গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পুলিশ জানায়, পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে সন্দেহজনক গতিবিধির কারণে ভারতীয় নাগরিক তারেক বাইনতে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। উচ্চ রক্তচাপ জনিত সমস্যা নিয়ে গতকাল রোববার রাত ৮টার দিকে গোপালগঞ্জ সদর হাসপাতালে তাকে ভর্তি করা হয়। গতকাল রোববার রাত ৯টার দিকে গোপালগঞ্জ সদর হাসপাতালে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে দিকে তিনি মারা যান।
হাসপাতালের সহকারী পরিচালক অসিত কুমার মল্লিক জানান, গতকাল রাত ৮টার দিকে গোপালগঞ্জ জেলা কারাগার থেকে তারেক বাইন নামে ভারতীয় নাগরিক এক হাজতি হাইপারটেনশন নিয়ে জরুরি বিভাগে আসে। পরে তাঁকে ভর্তি করে চিকিৎসা করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে মারা যায়। জেল সুপারের উপস্থিতিতে ময়নাতদন্ত করার জন্য মর্গে পাঠানো হয়েছে। সেখানে তার মরদেহ সংরক্ষণ করে রাখা হয়েছে। কারণ তিনি একজন বিদেশি নাগরিক। রাষ্ট্রীয় বিধি মোতাবেক মরদেহ হস্তান্তর করা হবে।
জেল সুপার মো. ওবায়দুর রহমান বলেন, ‘শরীয়তপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাঁকে বিগত ২০২১ সালের ৯ জুলাই শরিয়তপুর জেলা কারাগারে নেওয়া হয়। পরবর্তীতে গত ২০ জানুয়ারি গোপালগঞ্জ জেলা কারাগারে আনা হয়। ওই বন্দী গতকাল রোববার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাত ৮টার দিকে তাঁকে গোপালগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।’
ওই হাজতির মরদেহ গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর কারা কর্তৃপক্ষ কর্তৃক ভারতীয় হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করবে বলে জানায় পুলিশ।
গোপালগঞ্জ জেলা কারাগারের তারেক বাইন (৬০) নামে এক হাজতি মৃত্যু হয়েছে। তিনি ভারতীয় নাগরিক। পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিম বিহারের সোনার গ্রামের মরন বাইনের ছেলে তিনি। তাঁর বিরুদ্ধে জাজিরা থানার মামলা হয়। দা কন্ট্রোল অব অ্যান্টি অ্যাক্ট এর ৪ ধারায় সে সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।
গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পুলিশ জানায়, পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে সন্দেহজনক গতিবিধির কারণে ভারতীয় নাগরিক তারেক বাইনতে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। উচ্চ রক্তচাপ জনিত সমস্যা নিয়ে গতকাল রোববার রাত ৮টার দিকে গোপালগঞ্জ সদর হাসপাতালে তাকে ভর্তি করা হয়। গতকাল রোববার রাত ৯টার দিকে গোপালগঞ্জ সদর হাসপাতালে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে দিকে তিনি মারা যান।
হাসপাতালের সহকারী পরিচালক অসিত কুমার মল্লিক জানান, গতকাল রাত ৮টার দিকে গোপালগঞ্জ জেলা কারাগার থেকে তারেক বাইন নামে ভারতীয় নাগরিক এক হাজতি হাইপারটেনশন নিয়ে জরুরি বিভাগে আসে। পরে তাঁকে ভর্তি করে চিকিৎসা করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে মারা যায়। জেল সুপারের উপস্থিতিতে ময়নাতদন্ত করার জন্য মর্গে পাঠানো হয়েছে। সেখানে তার মরদেহ সংরক্ষণ করে রাখা হয়েছে। কারণ তিনি একজন বিদেশি নাগরিক। রাষ্ট্রীয় বিধি মোতাবেক মরদেহ হস্তান্তর করা হবে।
জেল সুপার মো. ওবায়দুর রহমান বলেন, ‘শরীয়তপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাঁকে বিগত ২০২১ সালের ৯ জুলাই শরিয়তপুর জেলা কারাগারে নেওয়া হয়। পরবর্তীতে গত ২০ জানুয়ারি গোপালগঞ্জ জেলা কারাগারে আনা হয়। ওই বন্দী গতকাল রোববার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাত ৮টার দিকে তাঁকে গোপালগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।’
ওই হাজতির মরদেহ গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর কারা কর্তৃপক্ষ কর্তৃক ভারতীয় হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করবে বলে জানায় পুলিশ।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫