Ajker Patrika

গোপালগঞ্জে মোটর শ্রমিক ইউনিয়নের দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০ 

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে মোটর শ্রমিক ইউনিয়নের দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০ 

ফুটবল খেলা নিয়ে শিশুদের হট্টগোলের কেন্দ্র করে গোপালগঞ্জে মোটর শ্রমিক ইউনিয়নের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। এ সময় পাঁচজনকে আটক করা হয়েছে।

সংঘর্ষে গুরুতর আহত আটজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটে আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গোপালগঞ্জ শহরতলির ফকিরকান্দি এলাকায়।

জানা গেছে, শহরতলির ফকিরকান্দি এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে শিশুদের মধ্যে হট্টগোল বাঁধে। এ ঘটনার জেরে জেলা বাস মিনিবাস মালিক সমিতির মাসুম-কামিল সমর্থিত শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি জাসু শেখ এবং ইলিয়াস লিটন পরিষদ সমর্থিত শ্রমিক ইউনিয়নের সভাপতি বুলবুল ইসলামের সমর্থকের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। 

খবর পেয়ে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু সংঘর্ষ ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে ৩৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে দু’পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ আজকের পত্রিকাকে বলেন, ‘ফুটবল খেলায় বাচ্চাদের মধ্যে গন্ডগোলের জের ধরে জেলা বাস মিনিবাস মালিক সমিতির মাসুম-কামিল সমর্থিত শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি জাসু শেখ এবং ইলিয়াস লিটন পরিষদ সমর্থিত শ্রমিক ইউনিয়নের সভাপতি বুলবুল ইসলামের সমর্থকের মধ্যে সংঘর্ষ বাঁধে। 

উভয় পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়। এর মধ্যে গুরুতর আহত ৮ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত